Bankura News: বেহাল দশা রাস্তার, ঝুড়ি-কোদাল নিয়ে সংস্কারে নামলেন খোদ বিজেপি বিধায়ক
Road Repair: গ্রামের বেহাল রাস্তা সংস্কারে উদ্যোগী খোদ বিজেপি বিধায়ক। জানা গিয়ছে, নিজের বেতনের টাকা থেকে রাস্তার গর্ত বন্ধ করার জন্য সামগ্রী ফেলেছেন বিধায়ক।
প্রসূন চক্রবর্তী, বাঁকুড়া: বেহাল রাস্তা, ঝুড়ি-কোদাল নিয়ে নিজেই মেরামতির কাজে হাত লাগালেন শালতোড়ার বিজেপি বিধায়ক। বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থেকে রাজামেলা যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। এবার সংস্কারের কাজে নামলেন খোদ বিধায়ক।
মেরামতির কাজে হাত লাগালেন শালতোড়ার বিজেপি বিধায়ক: গ্রামের বেহাল রাস্তা সংস্কারে উদ্যোগী খোদ বিজেপি বিধায়ক। জানা গিয়ছে, নিজের বেতনের টাকা থেকে রাস্তার গর্ত বন্ধ করার জন্য সামগ্রী ফেলেছেন বিধায়ক। কোদাল ঝুড়ি হাতে বিধায়ক এবং তাঁর স্বামী রাস্তা সংস্কারের কাজে লেগে পড়লেন। বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ির দাবি, একুশের বিধানসভা ভোটের আগে তিনি আশ্বাস দিয়েছিলেন, জিতলে রাস্তা সংস্কারের কাজ করবেন। কিন্তু অভিযোগ, যেহেতু তিনি বিজেপির বিধায়ক, তাই রাস্তা সংস্কারের কাজ করতে দিচ্ছে না রাজ্যের শাসক দল। এই পরিস্থিতিতে, স্বামীকে সঙ্গে নিয়ে নিজেই রাস্তা সংস্কারের কাজে নেমে পড়েছেন শালতোড়ার বিজেপি বিধায়ক। বিধায়কের কথায়, "রাজ্যের তৃণমূল সরকার উন্নয়নের কথা বলেন দীর্ঘদিন এই রাস্তার বেহাল দশা। এখানে উন্নয়ন হয়নি কেন?'' MLA ফান্ডের টাকা খরচ করতে না দেওয়ায় অভিযোগ করেন। যদিও, গোটাটাই নাটক বলে কটাক্ষ করেছে তৃণমূল।
বেহাল রাস্তা, তার উপর বর্ষায় একেবারে ভয়াবহ অবস্থা বজবজ ট্রাঙ্ক রোডের। বছর বদলায়, কিন্তু দক্ষিণ ২৪ পরগনার বজবজ ট্রাঙ্ক রোডের এই ছবি বদলায় না।ভাঙাচোরা রাস্তা। বিশাল বিশাল গর্তে বৃষ্টির জল জমে, যেন মারণফাঁদ। কোথাও তো আবার রাস্তা ভাঙতে ভাঙতে, কার্যত পুকুর হয়ে গেছে।মহেশতলার বাটা মোড় থেকে জিঞ্জিরাবাজার পর্যন্ত দীর্ঘ ৭ কিলোমিটার রাস্তার এখন এমনই দশা। নিরুপায় হয়ে প্রত্যেক দিন এই রাস্তা পার করতে গিয়ে, নাজেহাল গাড়িচালক ও নিত্য় যাত্রীরা।দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে গত সপ্তাহে মোল্লারগেট এলাকায় বজবজ ট্রাঙ্ক রোডে বিক্ষোভ দেখায় বিজেপি। প্রতীকি পথ অবরোধও করে তারা।