Locket Chatterjee : 'কাউকে কেন গ্রেফতার করেননি মমতা বন্দ্যোপাধ্যায় ?' ট্রেনে চেপে রিষড়ার পথে লকেট
Rishra Violence : রাজ্যপালের রিষড়ায় যাওয়া ও কড়া বার্তা প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায়ের সংযোজন, 'অভিভাবক হিসেবে ঠিক যেমনটা উচিত। রাজ্যপালও রাজ্যের অভিভাবক হিসেবে তেমন কাজই করেছেন।'

সঞ্চয়ন মিত্র, হাওড়া : গতরাতে ফের একবার রিষড়া উত্তপ্ত (Rishra Violence) হওয়ার সময় আক্রমণের আঁচ আছড়ে পড়েছিল ট্রেন ও ট্রেনলাইনে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও গোটা এলাকা বেশ থমথমে। এরমাঝেই রিষড়ার গিয়ে শান্তি বজায় রাখতে 'লিভ অ্যান্ড লেট লিভ' কড়া বার্তাই দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose) । এর মাঝেই ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ। তাঁদের হিংসা বিধ্বস্ত এলাকায় যেতে বাধা দেওয়া হচ্ছে জানিয়ে ট্রেনে রিষড়ার পথ ধরেন লকেট চট্টোপাধ্য়ায় (Locket Chatterjee)। বিজেপির সাংসদ দলীয় সদস্যদের সঙ্গে আলাপচারিতার পর হঠাৎই নিজের গাড়ি ছেড়ে চলে যান বালি স্টেশনে। সেখান থেকে ট্রেন ধরে রিষড়ার পথ ধরেন তিনি।
কেন ট্রেনে রিষড়ার পথ ধরা জানতে চাইলে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেছেন, 'যেভাবে পুলিশ আটকাচ্ছে কী করব। ট্রেনের সম্পত্তি নষ্ট করা হয়েছে। একটি ধর্মীয় শোভাযাত্রাকে নিয়ে কতটা পরিস্থিতি খারাপ হতে পারে, সেটা সামনে থেকে দেখা দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় তো মুখে অনেক কথাই বলছেন, কিন্তু এখনও কেন কাউকে গ্রেফতার করা হয়নি ? রাষ্ট্রের সম্পত্তি এভাবে নষ্ট করা হয়েছে, তার পরে না ধরপাকড় শুরু হয়েছে না কারোর থেকে জরিমানা নেওয়া হয়েছে। বাংলা শান্তিতে থাকার জায়গা। শিবপুর, ডালখোলার পর রিষড়ায় যা হচ্ছে তা মেনে নেওয়া যায় না।' পাশাপাশি রাজ্যপালের রিষড়ায় যাওয়া ও কড়া বার্তা প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায়ের সংযোজন, 'অভিভাবক হিসেবে ঠিক যেমনটা উচিত। রাজ্যপালও রাজ্যের অভিভাবক হিসেবে তেমন কাজই করেছেন।'
দার্জিলিং সফর কাটছাঁট করে কলকাতায় ফিরেই সরাসরি রিষড়া গেলেন রাজ্যপাল। ঘুরে দেখলেন উপদ্রুত এলাকা। কথা বললেন স্থানীয়দের সঙ্গে। রিপোর্ট নিলেন সিপির থেকে। গেলেন থানায়। অশান্তির জেরে আহতদের দেখতে রিষড়া থেকে এলেন এসএসকেএমে। দফায় দফায় অশান্ত রিষড়া, ঘটনাস্থলে গিয়ে হিংসা বন্ধে কড়া বার্তা রাজ্যপালের। জিও ওউর জিনে দো, অশান্ত রিষড়ায় গিয়ে কড়া বার্তা রাজ্যপালের। 'পরিস্থিতি পর্যালোচনা করতে এখানে এসেছি, দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে, যারা শান্তিভঙ্গ করেছে, তাদের বরদাস্ত নয়, শান্তিপ্রতিষ্ঠা করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হবে'।
'বাংলায় দীর্ঘদিন ধরে এই ধরনের রাজনীতির দুর্বৃত্তায়ন চলছে, এবার তার শেষ হওয়া প্রয়োজন, সবাইকে একজোট হয়ে এই নৈরাজ্যকে উৎখাত করতে হবে, ব্রেক ইন্ডিয়া ব্রিগেডকে প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত রোখার চেষ্টা করছে, একই ভাবে আত্মনির্ভর বাংলাও অশুভ শক্তির বিনাশ করবে, শান্তি প্রতিষ্ঠা হবেই, অপরাধীরা গরাদের পিছনে যাবে', রিষড়ায় পৌঁছে বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
আরও পড়ুন- ''অপরাধীরা গরাদের ভিতরে যাবে'', রিষড়ায় বার্তা রাজ্যপালের






















