(Source: Poll of Polls)
Amit Malviya : "মমতার পরিবারের লাগামহীন লুঠের বিরুদ্ধে জেগে উঠছে বাংলা", ট্যুইট-তোপ অমিত মালব্যর
BJP Rally Updates : মতা সরকারকে সোশ্যাল মিডিয়ায় একহাত নিলেন অমিত মালব্যর
কলকাতা : বিজেপির নবান্ন অভিযান (BJP Nabanna Abhijan) ঘিরে রণক্ষেত্রের চেহারা বিভিন্ন প্রান্তে। সময় গড়ানোর সাথে সাথে ঝাঁঝ বাড়ছে আন্দোলনের। এই আবহেই এবার মমতা সরকারকে সোশ্যাল মিডিয়ায় একহাত নিলেন অমিত মালব্য (Amit Malviya)।
ট্যুইটারে তিনি লিখলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পরিবারের রাজ্যের সম্পদের লাগামহীন লুঠের বিরুদ্ধে জেগে উঠছে বাংলা। নেতৃত্ব দিচ্ছে বিজেপি। মমতা এবং তাঁর স্বৈরাচারী শাসনকে ক্ষমতাচ্যুত করার এই আন্দোলন এখন গণ আন্দোলনে পরিণত হয়েছে। উনি কল্পনা করারও আগে তা হয়ে যাবে।"
আজ বিজেপির নবান্ন অভিযানের শুরুতেই রণক্ষেত্রের চেহারা নেয় কোনা এক্সপ্রেসওয়ে। প্রথমে সাঁতরাগাছিতে পুলিশের গার্ড রেল টপকানোর চেষ্টা করেন বিজেপি কর্মীরা। এরপর পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় কাচের বোতল, ইট, পাথর, বাঁশ। গার্ড রেল ভাঙার চেষ্টা করেন বিজেপি কর্মীরা। ভেঙে চুরমার করে দেওয়া হয় পুলিশের কিয়স্ক। পাল্টা জল কামান ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ। ছোড়া হয় কাঁদানে গ্যাস। লাঠি উঁচিয়ে বিজেপি কর্মীদের তাড়া করে পুলিশ। রাস্তায় ফেলে মারা হয় এক বিজেপি কর্মীকে। অন্যদিকে, হাওড়া ময়দানের কাছে পুলিশের ব্যারিকেড ভেঙে দেন বিজেপি কর্মীরা।
অভিযানের শুরুতেই শুভেন্দুকে আটকে দেয় পুলিশ। পিটিএসে দ্বিতীয় হুগলি সেতুর মুখেই ব্যারিকেডে আটকে যান শুভেন্দু, লকেট। পুলিশের সঙ্গে বচসা বাধে। কিছুক্ষণের মধ্যেই বিরোধী দলনেতাকে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। আটক করা হয় লকেট, রাহুলকেও। শুভেন্দুকে আটক করার প্রতিবাদে লালবাজারের সামনে বিজেপি বিক্ষোভ দেখায়। লাঠিচার্জ করে জমায়েত ছত্রভঙ্গ করে পুলিশ। বিক্ষোভকারীদের সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে সরিয়ে দেয় পুলিশ।
আরও পড়ুন ; নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার সাঁতরাগাছিতে, জলকামান ব্যবহার পুলিশের, পাল্টা ইট-বাঁশ বিজেপির
হাওড়া থেকে উত্তেজনা ছড়ায় গঙ্গার এপাড়েও। হাওড়া ব্রিজের কাছে দিলীপ ঘোষের মিছিল আটকানোর পর মহাত্মা গাঁধী রোডে তুমুল উত্তেজনা। বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়িতে আগুন লাগিয়ে দেয়। এম জি রোডের উপর দাউদাউ করে জ্বলতে থাকে পুলিশের গাড়ি। আতঙ্কে বন্ধ হয়ে যায় এলাকার দোকানপাট। তার আগে লাঠি-ইটবৃষ্টিতে আহত হন বেশ কয়েকজন। কয়েকজন পুলিশকর্মীও আহত হয়েছেন বলে খবর। মিছিল থেকে নাগাড়ে ইটবৃষ্টি হয়েছে বলে অভিযোগ পুলিশের। বেশ কয়েকজন বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। আন্দোলনরত বিজেপি কর্মীদের মারধর করেছে পুলিশ।