নবান্ন অভিযানে পুলিশি বাধার অভিযোগ তুলে আদালতে বিজেপি, রিপোর্ট চাইল হাইকোর্ট
BJP Nabanna Abhijan Live Updates: বিজেপির মিছিল ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস পুলিশের: বিজেপির নবান্ন অভিযান ঘিরে ২০০০ পুলিশ, ৩২জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ৬২জন ইন্সপেক্টর মোতায়েনের ব্যবস্থা
LIVE
Background
কলকাতা : আজ বিজেপির নবান্ন অভিযান। তা ঘিরে পদ্ম শিবিরে তুঙ্গে উঠেছে প্রস্তুতি। তেমনই চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে প্রশাসনও। নবান্ন অভিযান ঘিরে প্রস্তুতি নিচ্ছে পুলিশ। নবান্ন অভিযান রোখার জন্য রাস্তায় বিভিন্ন জায়গায় ব্যারিকেড দিচ্ছে পুলিশ-প্রশাসন। দ্বিতীয় হুগলি সেতুতেও শুরু হয়েছে ব্যারিকেড দেওয়ার প্রক্রিয়া।
কোথায় কীভাবে পরিকল্পনা: কলেজ স্কোয়ার থেকে দিলীপ ঘোষের নেতৃত্বে মিছিল হওয়ার কথা। সেই মিছিল হাওড়া ব্রিজেই আটকাবে পুলিশ। সূত্রের খবর, কলেজ স্কোয়ার থেকে এমজি রোড হয়ে নবান্ন যাওয়ার কথা রয়েছে ওই মিছিলের। তার আগে হাওড়া সেতুতেই বাধা দেওয়ার কথা।
সেতুতেও পুলিশি নজর: দ্বিতীয় হুগলি সেতুতে ব্য়ারিকেড দেওয়া হয়েছে। দ্বিতীয় হুগলি সেতুর ৮টি র্যাম্পেই থাকবে পুলিশ। বিজেপির মিছিল হাওড়ার দিকে যাওয়া আটকাতে পুলিশি ব্যারিকেড।
কত পুলিশ মোতায়েন: সূত্রের খবর, বিজেপির নবান্ন অভিযান ঘিরে ২০০০ পুলিশ, ৩২জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ৬২জন ইন্সপেক্টর মোতায়েন থাকবে।
- বন্ধ থাকতে পারে হাওড়া ব্রিজ-দ্বিতীয় হুগলি সেতু।
- সকাল ১১-বিকেল ৩: এনসি স্ট্রিট, কলেজ স্ট্রিট এড়ানোর পরামর্শ।
- কলেজ স্ট্রিট, এনসি স্ট্রিটের বদলে লেনিন সরণি-মৌলালি-এজেসি বোস রোড।
- বেলা ১২টা থেকে বন্ধ থাকতে পারে আমহার্স্ট স্ট্রিট হয়ে এমজি রোডের একাংশ।
- এমজি রোডের বদলে এপিসি রোড, শিয়ালদা উড়ালপুল ব্যবহারের পরামর্শ।
- বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হাওড়া ব্রিজ এড়ানোর পরামর্শ পুলিশের।
- সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু এড়ানোর পরামর্শ।
এরই মধ্যে উঠছে বিজেপি কর্মীদের বাধা দেওয়ার অভিযোগও উঠেছে। আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর থেকে বিজেপি কর্মীরা নবান্ন অভিযানে যোগ দেওয়ার জন্য ট্রেন ধরতে স্টেশনে এসেছিলেন। সেখানেই বিজেপি কর্মীদের বাধা দিতে দেখা গেল কিছু পুলিশকর্মীকে। উত্তরবঙ্গ জুড়েই বাধা দেওয়ার এই ছবিটা দেখা দিয়েছে সোমবার। স্টেশনে দাঁড়ানো স্পেশাল ট্রেনে উঠতে বাধা দেওয়ার ছবি দেখা গিয়েছে।
BJP Nabanna Abhijan Live : বিজেপির মিছিলে মহিলাদের উপর পুরুষ কনস্টেবলদের ‘অত্যাচার’, বিষয়টি নজরে আনা হয়েছে, ট্যুইট জাতীয় মহিলা কমিশনে
বিজেপির মিছিলে মহিলাদের উপর পুরুষ কনস্টেবলদের ‘অত্যাচার’, বিষয়টি নজরে আনা হয়েছে, ট্যুইট জাতীয় মহিলা কমিশনে। মহিলা কমিশনের পদক্ষেপ করা উচিত, রিট্যুইট অমিত মালব্যর।
BJP Nabanna Rally: বিজেপির নবান্ন অভিযান ঘিরে অবরোধের জেরে বিভিন্ন জায়গায় আটকে পড়ল স্কুল বাস
বিজেপির নবান্ন অভিযান ঘিরে অবরোধের জেরে বিভিন্ন জায়গায় আটকে পড়ল স্কুল বাস। স্কুলে যাওয়ার পথে কোথাও ২ ঘণ্টা, কোথাও ১ ঘণ্টা আটকে থাকে পড়ুয়ারা। হেয়ার স্কুলে আবার যানজটের আশঙ্কায় পরীক্ষার দেড় ঘণ্টা আগেই গাড়িতে করে বা পায়ে হেঁটে পড়ুয়াদের নিয়ে পৌঁছে যান অভিভাবকরা।
BJP Nabanna Abhijan Live : নবান্ন অভিযানে 'পুলিশি বাধা', হাইকোর্টে বিজেপি, রিপোর্ট চাইল আদালত
নবান্ন অভিযানে পুলিশের বাধার অভিযোগ পদ্ম শিবিরের। এই অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি। এই ঘটনায় স্বরাষ্ট্রসচিবের কাছে রিপোর্ট তলব করেছে হাইকোর্ট।
BJP Nabanna Abhijan Live : রণক্ষেত্র সাঁতরাগাছি, বেশ কিছুক্ষণ রাস্তাতেই পড়ে থাকলেন আহত
সাঁতরাগাছিতে মারমুখী বিজেপি-পাল্টা পুলিশের লাঠিচার্জ। মাঝখানে বেশ কিছুক্ষণ রাস্তাতেই পড়ে থাকলেন আহত।
BJP Nabanna Rally: শান্তিপুরে পার্থ-অর্পিতা সাজিয়ে কাপড় দিয়ে হাত বেঁধে, চোর ধরেছি স্লোগান তুলে বিক্ষোভ বিজেপি কর্মীদের
নবান্ন অভিযানকে কেন্দ্র করে শান্তিপুরের বিজেপি কর্মীদের অভিনব উদ্যোগ। পার্থ-অর্পিতা সাজিয়ে কাপড় দিয়ে হাত বেঁধে, চোর ধরেছি স্লোগান তুলে ট্রেনে ওঠেন বিজেপি কর্মী, সমর্থকরা।