Dengue BJP Rally : ডেঙ্গি ইস্যুতে বিধানসভায় বিক্ষোভ বিজেপির, হাতে হাতে মশারি তুলে দিলেন শুভেন্দু
Suvendu Adhikari : ডেঙ্গি প্রতিরোধে রাজ্য সরকার ব্যর্থ। এই অভিযোগে এদিন বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনে বিজেপি।
উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : গত দু’বছর ঘুম উড়িয়েছিল করোনা ( Coronavirus ) , আর এবার উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি ( Dengue ) । বিধানসভা থেকে ডেঙ্গি উত্তাপ ছড়াল রাজপথে। বিধানসভায় বিক্ষোভ দেখানোর পর, বাইরে বেরিয়ে বাসে বাসে মশারি বিলি করলেন শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) -সহ বিজেপি বিধায়করা।
ডেঙ্গি-রোধে ব্যর্থতার অভিযোগ
ডেঙ্গি যখন কলকাতায় ( Kolkata ) দাপট দেখাচ্ছে, কলকাতা পুরসভার বিরুদ্ধে ডেঙ্গি-রোধে ব্যর্থতার অভিযোগ তুলে পথে নামে বিরোধীরা। ডেঙ্গি প্রতিরোধে রাজ্য সরকার ব্যর্থ। এই অভিযোগে এদিন বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনে বিজেপি। মুলতুবি প্রস্তাব নিয়ে অধ্যক্ষ আলোচনার অনুমতি না দেওয়ায় বিধানসভায় বিক্ষোভ দেখিয়ে ওয়াক আউট করেন শুভেন্দু অধিকারীরা। রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ হলেও, বিধানসভায় আলোচনার সুযোগ নেই, অভিযোগ বিরোধী দলনেতার। গোটাটাই নাটক, প্রতিক্রিয়া চন্দ্রিমা ভট্টাচার্যর ( Chandrima Bhattacharya ) ।
প্রতিবাদে কংগ্রেসও
গত কয়েক সপ্তাহ ধরেই ডেঙ্গি ইস্যুতে রাজ্যের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলে পথে নামছে বিরোধীরা। একদিকে কংগ্রেস, অন্যদিকে মিছিল করছে বিজেপি। দিন কয়েক আগেই, রাজ্য সরকারের বিরুদ্ধে ডেঙ্গি-রোধে ব্যর্থতার অভিযোগ তুলে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদের নেতৃত্বে কড়েয়া থেকে মিছিল করে কংগ্রেস।
মশা মারার ধূপ, পোস্টার-হোর্ডিং নিয়ে বিক্ষোভ
অন্যদিকে, ডেঙ্গির বাড়বাড়ন্তের অভিযোগ তুলে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মিছিল করে বিজেপির যুব মোর্চা। ডেঙ্গি সংক্রমণ বৃদ্ধির জন্য কলকাতার মেয়র ও রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলেছে বিজেপি। মশা মারার ধূপ, পোস্টার-হোর্ডিং নিয়ে বিক্ষোভ দেখানো হয়।
এর আগে চলতি মাসের শুরুতেই কলকাতা পুরসভা অভিযান করে বিজেপির যুব মোর্চা। বিজেপির অভিযোগ ছিল, করোনার মতো ডেঙ্গি সংক্রান্ত তথ্য চেপে যাচ্ছে রাজ্য সরকার। স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে প্রতিদিন তথ্য প্রকাশের দাবি করেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল। আক্রান্ত ও মৃতের তথ্য প্রকাশের দাবি জানায় বিজেপি যুব মোর্চা।