BJP RG Kar Protests: 'নবান্নর ছাদ থেকে পালাতে হবে মমতাকে, পরিণতি শেখ হাসিনার মতোই', আর জি কর নিয়ে মিছিল থেকে দাবি BJP-র
RG Kar Doctor Death Case: আগামী ২৭ অগাস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি-র ছাত্র সংগঠন ABVP. ওই দিন মমতাকে নবান্ন থেকে পালাতে হবে বলে দাবি করছেন বিজেপি নেতৃত্ব।
![BJP RG Kar Protests: 'নবান্নর ছাদ থেকে পালাতে হবে মমতাকে, পরিণতি শেখ হাসিনার মতোই', আর জি কর নিয়ে মিছিল থেকে দাবি BJP-র BJP RG Kar Protests party leaders claim Mamata Banerjee will have to leave West Bengal just Like Sheikh Hasina had to run away from Bangladesh on August 27 BJP RG Kar Protests: 'নবান্নর ছাদ থেকে পালাতে হবে মমতাকে, পরিণতি শেখ হাসিনার মতোই', আর জি কর নিয়ে মিছিল থেকে দাবি BJP-র](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/21/7e01032380aca2a287f6a31c752c12fd1724245593989338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আর জি কর কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছে বিজেপি। তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের প্রতিবাদে এদিন রাস্তায় নামে গেরুয়া শিবির। মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন শুভেন্দু অধিকারী, তাপস রায়, অর্জুন সিংহ, কৌস্তভ বাগচিরা। 'দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ' রব তোলেন তাঁরা। সেই সঙ্গে মমতাকে বাংলা থেকে পালাতে হবে বলেও দাবি করেন তাঁরা। (BJP RG Kar Protests)
আগামী ২৭ অগাস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি-র ছাত্র সংগঠন ABVP. ওই দিন মমতাকে নবান্ন থেকে পালাতে হবে বলে দাবি করছেন বিজেপি নেতৃত্ব। শুধু তাই নয়, ছাত্র আন্দোলনের জেরে সম্প্রতি বাংলাদেশ থেকে যেভাবে পালাতে হয়েছিল দেশের শেখ হাসিনাকে, মমতাকে সেভাবেই বাংলা ছেড়ে পালাতে হবে বলে দাবি করেন তাঁরা। (RG Kar Doctor Death Case)
ডোরিনা ক্রসিংয়ে পৌঁছে এদিন কৌস্তভ বলেন, "২৭ তারিখ নবান্ন ছেড়ে পালাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যকে শান্ত রাখতে চাইলে, রাজ্যের মঙ্গল চাইলে, হেলিকপ্টার, চার্টার্ড বিমান রেডি রাখুন। নবান্নর ছাদ থেকে চেপে পালান। ঠিক শেখ হাসিনা যেভাবে বাংলাদেশ থেকে পালিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কেও বাংলা ছেড়ে পালাতে হবে।"
তৃণমূল থেকে বিজেপি-তে যাওয়া অর্জুন সিংহ বলেন, "কথা এখন একটাই, দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। ২৭ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্ন থেকে পালাতে হবে। এই ডাকই দিচ্ছি আমরা।"
লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়া তাপসের কথায়, "বাংলার সর্বত্র যা হচ্ছে, সাধারণ মানুষের প্রতিবাদ। রাজনৈতিক জীবনে একসঙ্গে এত মানুষকে প্রতিবাদে নামতে দেখিনি। তিনি আরও বলেন, "ওঁর যদি গণতান্ত্রিক মূল্যবোধ, নৈতিকতার প্রতি এবং মানুষের প্রতি শ্রদ্ধা থাকত, তাহলে নন্দীগ্রামে শুভেন্দুর কাছে হারার পর, উপনির্বাচনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হতেন না।"
শুভেন্দু জানিয়েছেন, আর জি করের ঘটনায় সন্দীপ ঘোষ, বিনীত গোয়েল এবং এস পি দাসকে হেফাজতে নিতে হবে। এঁরা সকলেই ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন, তাঁদেরও ফাঁসি হওয়া উচিত বলে মত কৌস্তভের। নির্যাতিতার আত্মার শান্তি কামনায় এদিন এক মিনিটের শোক পালনও করেন বিজেপি নেতৃত্ব। মশাল হাতে এদিন মিছিলের পাশাপাশি, ডোরিনা ক্রসিংয়ে পৌঁছে রাস্তায় আগুন জ্বালিয়েও প্রতিবাদ করে বিজেপি।
আরও পড়ুন: Madan Mitra: 'রামায়ণে ছিল একজন, তৃণমূলে বিভীষণ অনেক', আর জি কর কাণ্ডের মধ্যেই বিস্ফোরক মদন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)