TET : '২০১৪-র টেটে অংশগ্রহণ করেছিলেন যাঁরা, প্রত্যেকেরই OMR Sheet নষ্ট করে হয়েছে' আদালতে দাবি করলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ
২৭ সেপ্টেম্বর TET’এর OMR শিট নষ্ট নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ।
সৌভিক মজুমদার, কলকাতা : ২০১৪’র TET-এর সমস্ত OMR Sheet বা উত্তরপত্র নষ্ট করা হয়েছিল। কোনও OMR sheet আলাদা করে রাখা হয়নি। ৮ বছর পর, ২০১৪’র টেট নিয়ে, আদালতে নতুন তথ্য দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। OMR শিট নষ্ট নিয়ে আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
'প্রত্যেকেরই OMR Sheet নষ্ট করা হয়েছে'
২০১৪-র টেটে অংশগ্রহণ করেছিলেন ১২ লক্ষ ৯৫ হাজার চাকরিপ্রার্থী। প্রত্যেকেরই OMR Sheet নষ্ট করা হয়েছে। বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের এজলাসে, এমনটাই দাবি করলেন, প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী। গত ২৭ সেপ্টেম্বর TET’এর OMR শিট নষ্ট নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। এ প্রসঙ্গে, পর্ষদকে ভর্ত্সনা করে, বিচারপতি বলেন, অপরাধমূলক উদ্দেশ্য নিয়েই উত্তরপত্রগুলো নষ্ট করা হয়েছিল। বাছাই করা সংস্থাকে দেওয়া হয়েছিল নষ্ট করার বরাত। এই পদ্ধতি আদালতের মনে সন্দেহ তৈরি করছে। পর্ষদের যে কর্তারা এই সিদ্ধান্ত নিয়েছেন, তাঁদের উদ্দেশ্য নিয়েও আদালত সন্দিহান।
২০১৪-র টেটে অংশগ্রহণ করেছিলেন ১২লাখ ৯৫ হাজার
বিচারপতি আরও বলেন, কত OMR Sheet নষ্ট করা হয়েছে, তার সুনির্দিষ্ট সংখ্যা বলা নেই। সংখ্যাটা প্রায় ১২ লক্ষ ৯৫ হাজার। ২০ লাখ পরীক্ষার্থীর মধ্যে কার কার OMR Sheet নষ্ট হল তাও পর্ষদের অজানা। এর প্রায় মাস খানেক পর, সোমবার, হাইকোর্টে, বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ফের ওঠে OMR শিট প্রসঙ্গ। এদিন ভুল প্রশ্ন সংক্রান্ত একটি মামলার প্রেক্ষিতে, প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী জানান, ২০ লক্ষ নয়, ২০১৪-র টেটে অংশগ্রহণ করেছিলেন ১২লাখ ৯৫ হাজার চাকরিপ্রার্থী।
প্রায় ২০ লাখ আবেদন জমা পড়েছিল। কিন্তু পরীক্ষায় বসেছিলেন, ১২লাখ ৯৫ হাজার চাকরিপ্রার্থী। বাকিরা অনুপস্থিত ছিলেন। এই ১২লাখ ৯৫ হাজার চাকরিপ্রার্থী, প্রত্যেকের OMR Sheet-ই নষ্ট করা হয়। OMR শিট নষ্ট নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে CBI।
আজকের শিরোনাম
- কাজ হল না আবেদনে। স্কুলে নিয়োগ দুর্নীতিতে ইডি-সিবিআইয়ের জোড়া মামলায় জেলেই পার্থ-অর্পিতা। কল্যাণময়, সুবীরেশ-সহ ৬জনেরও হাজতবাস।
- শরীর দিচ্ছে না, আমাকে বাঁচতে দিন। আলিপুর কোর্টে সিবিআইয়ের মামলায় কাতর আবেদন পার্থর। মেজাজ হারালেন সাংবাদিকের প্রশ্নের মুখে।
- নিয়োগ দুর্নীতি পরিকল্পিত অপরাধ। পার্থর জামিনের বিরোধিতায় সওয়াল সিবিআইয়ের। কিছু না পাওয়া যাওয়ার পাল্টা দাবি পার্থর আইনজীবীর।
- কতদিন ধরে চলবে তদন্ত? ফের আদালতের প্রশ্নের মুখে সিবিআই। দ্রুত তদন্ত শেষ করতে চাই, ৬ মাস তো লাগবেই, জানালেন তদন্তকারী অফিসার।
- আন্দোলন করলেই সবাইকে চাকরি নয়, বুঝিয়ে দিলেন শিক্ষামন্ত্রী।
- লালগোলার পর এবার বহরমপুর। চাকরিপ্রার্থীর আত্মহত্যায় বিচার চেয়ে বামেদের এসপি অফিস অভিযান ঘিরে ধুন্ধুমার।
- ভোটের মুখে গুজরাতে মৃত্যু মিছিল। ব্রিজ ভেঙে ১৩৪জনের মৃত্যু। নিহতদের মধ্যে পূর্বস্থলীর তরুণ। আহত শতাধিক। এখনও নিখোঁজ
- মোদির সফরের মধ্যেই ব্রিজ দুর্ঘটনা। অতিরিক্ত টাকায় টিকিট বিক্রির অভিযোগ। রক্ষণাবেক্ষণকারী সংস্থার বিরুদ্ধে এফআইআর, গ্রেফতার ৯।
- ভোটের জন্য ফিট সার্টিফিকেট ছাড়াই খোলা হয়েছিল ব্রিজ। অভিযোগ কংগ্রেসের। সিবিআই চায় আপ। জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী।