(Source: Poll of Polls)
Bomb Blast: সেপটিক ট্যাঙ্কে বোমা বিস্ফোরণ, কাঁপল দাঁতন ধোঁয়ায় ঢাকল এলাকা
East Midnapore Bomb Blast: স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ অধর গড়াইয়ের বাড়ির সেপটিক ট্যাঙ্কে মজুত বোমা ফেটে বিস্ফোরণ ঘটে।
অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: বোমা বিস্ফোরণে (Bomb Blast) ফের কেঁপে উঠল পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) দাঁতনের (Danton) পুন্দড়া গ্রাম। রাতে তৃণমূল (TMC) সমর্থকের বাড়ির পেছনে সেপটিক ট্যাঙ্কে লুকিয়ে রাখা ছিল বোমা। আর সেই বোমা হঠাৎই ফেটে এই বিস্ফোরণ, বলে খবর। এই ঘটনায় বাড়ি মালিককে গ্রেফতার করেছে পুলিশ (Police)। অভিযুক্তের রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি (BJP) চাপানউতোর।
স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ অধর গড়াইয়ের বাড়ির সেপটিক ট্যাঙ্কে মজুত বোমা ফেটে বিস্ফোরণ ঘটে। অভিযুক্তের পরিবার নিজেদের তৃণমূল সমর্থক বলে দাবি করলেও দলীয় যোগ অস্বীকার তৃণমূল শিবিরের। গেরুয়া শিবিরের দাবি, পঞ্চায়েত ভোটের আগে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতেই তৃণমূলের মদতে বোমা মজুত করা হয়েছিল।
আরও পড়ুন, পার্থর নামে প্রাথমিক শিক্ষকের চাকরি বিক্রির কথা স্বীকার, ভিডিও প্রকাশ্যে আসতেই বেপাত্তা অভিযুক্ত
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বিস্ফোরণে তীব্রতা এতটাই আশেপাশের বাড়ির লোকজন ঘটনাস্থলে ছুটে এসে দেখে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নুড়ি পাথর। এরপর দাঁতন থানার পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে বাড়ির মালিককে গ্রেফতার করে তাঁরা।
ধৃত অধর গোরাইয়ের পরিবারের তরফে জানান হয়েছে যে তাঁদের পরিবার তৃণমূল করে। যদিও এই অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফে। অন্যদিকে, বিজেপি জানিয়েছে ওই গ্রামের বুথটিতে বিধানসভা ভোটে বিজেপি এগিয়েছিল। পঞ্চায়েত নির্বাচনের আগে ভয় দেখাতেই তৃণমূল দলের কর্মী-সমর্থকরা সেখানে বোমা মজুদ করেছে। পাশাপাশি বিজেপির নামে মিথ্যে অভিযোগ করছে। এদিকে, আজ ধৃতকে আজ দাঁতন আদালতে তোলা হবে বলে খবর।