Arjun Singh : বাড়ির সামনে বোমাবাজি, কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিলেন অর্জুন
Arjun Singh On Jute Issue : সোমবার পাটের দাম নিয়ে দিল্লিতে ত্রিপাক্ষিক বৈঠক হয়। যিনি এই ইস্যুতে বারবার সরব হয়েছেন, সেই অর্জুন সিংকে ওই বৈঠকে ডাকাই হয়নি।
সমীরণ পাল, ভাটপাড়া (উত্তর চব্বিশ পরগণা ): পাটের দাম নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকে ডাক পাননি অর্জুন সিংহ। এই নিয়ে ক্ষুব্ধ ব্যারাকপুরের বিজেপি সাংসদ (MP Arjun Singh) । এর আগেও বারবার এই ইস্যুতে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। প্রশংসা করেছিলেন মুখ্যমন্ত্রীর ভূমিকারও। তারপরই অর্জুনের শিবির বদলের জল্পনা। এর মধ্যে আবার অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে কেন্দ্রীয় সংস্থা NIA’র ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বিজেপি সাংসদ। তিবনি বলেন, এনআইএ কী তদন্ত করছে, বড় বড় জঙ্গি ধরছে, এই সব দুষ্কৃতীদের ধরতে পারছে না !
অর্জুন সিংহের বাড়ির সামনে বোমা
সোমবার অর্জুন সিংহের বাড়ি মজদুর ভবনের (Majdoor Bhavan) সামনে বোমা ছোড়ে এক দুষ্কৃতী! যদিও, বোমাটি ফাটেনি! খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অর্জুন সিংহ। এর আগেও, অর্জুন সিংহর বাড়ির সামনে বোমাবাজি হয়। তার তদন্ত করছে NIA। পুলিশ জানিয়েছে,দুষ্কৃতীরা বাইকে করে বোমা নিয়ে যাচ্ছিল। একটি বোমা পড়ে যায়। সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে তদন্ত হচ্ছে।
সিসি ক্যামেরার ফুটেজ কী বলছে
বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমা। সাংসদ বাড়ি থেকে দেওয়া হল সিসি ক্যামেরার ফুটেজ। সেই ফুটেজে দেখা গিয়েছে, দুই বাইক আরোহী সাংসদের বাড়ির সামনে বোমা ফেলে চলে যাচ্ছে। যদিও সেই বোমা ফাটেনি। সাংসদের বাড়ির দেওয়া সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে জগদ্দল থানার পুলিশ।
অন্যদিকে সোমবার পাটের দাম নিয়ে দিল্লিতে ত্রিপাক্ষিক বৈঠক হয়। যিনি এই ইস্যুতে বারবার সরব হয়েছেন, সেই অর্জুন সিংকে ওই বৈঠকে ডাকাই হয়নি। ব্যারাকপুরের বিজেপি সাংসদের অভিযোগ, ওপর মহলের নির্দেশে হয়তো তাঁকে বৈঠকে ডাকা হয়নি। কুণাল ঘোষের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘‘২০১৯-এ যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন, তারা যদি সিদ্ধান্ত বদলে তৃণমূলকে ভোট দিতে পারে, তাহলে এমপির ক্ষেত্রে পুনর্বিবেচনার পরিস্থিতি তৈরি হয়, তাহলে তো ভাল কথা।’’ এরপরই প্রশ্ন উঠছে, অর্জুনের লক্ষ্য এবার কোনদিকে?