Birbhum News:বীরভূম-সহ ২ জেলার ৪ জায়গা থেকে উদ্ধার বিপুল বিস্ফোরক
Bombs Recovered:পঞ্চায়েত ভোটের আগে ফের বিপুল পরিমাণ জিলেটিন স্টিক-ডিটোনেটর উদ্ধার বীরভূমে। তাও একাধিক জায়গায়। অন্যদিকে মুর্শিদাবাদেও মিলেছে বোমা।
ভাস্কর মুখোপাধ্যায় ও রাজীব চৌধুরী, বীরভূম ও মুর্শিদাবাদ: পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে ফের বিপুল পরিমাণ জিলেটিন স্টিক-ডিটোনেটর উদ্ধার বীরভূমে (Birbhum)। তাও একাধিক জায়গায়। অন্যদিকে মুর্শিদাবাদেও (Murshidabad) মিলেছে বোমা (Bomb Recovery)। এনিয়ে তৃণমূলকে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে শাসকদলও।
কী ঘটল?
আবার বোমা উদ্ধার। এবার রামপুরহাট ২নং ব্লকের তারাপীঠ থানার সাহাপুর পঞ্চায়েতের নুরুদ্দিপুর গ্রামের মাঠে পুকুরের ঝোঁপ থেকে এক বালতি বোমা উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলকে ঘিরে রাখে পুলিশ। বোম স্কোয়ার্ডকে খবর দেওয়া হয় । আনুমানিক ৮ থেকে ১০ টি বোমা বালতিতে রয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল! এইটুকু সময়ের মধ্য়ে ২ জেলার ৪ জায়গা থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ বিস্ফোরক! যা দেখে পঞ্চায়েত ভোটের আগে ফের প্রশ্ন জোরাল হচ্ছে, বাংলা কি বারুদের স্তূপে? নলহাটির মধুপুরে পরিত্যক্ত বাড়ি থেকে ২ বস্তা জিলেটিন স্টিক ও ৩ হাজার ২০০টি ডিটোনেটর উদ্ধার করল পুলিশ। কিন্তু এত বিস্ফোরক কে বা কারা মজুত করেছিল? উদ্দেশ্য়ই বা কী? তা এখনও জানা যায়নি। শুধু বিস্ফোরকই নয়, বীরভূমেরই নলহাটির লস্করপুরেও রাস্তার ধারে একটি ঝোপ থেকে উদ্ধার হয় এক ব্যাগ তাজা বোমা। শুক্রবার ভোররাতে নলহাটি থানা পুলিশ এই বোমাগুলি উদ্ধার করে। এতেই শেষ নয়। তারাপীঠের নুরুদ্দিপুরেও ঝোপ থেকে একটি বোমা ভর্তি বালতি উদ্ধার করেছে পুলিশ। প্রায় ৮ -১০ টি বোমা মিলেছে বালতিতে । পাশাপাশি মুর্শিদাবাদও থেকেও উদ্ধার হয়েছে বোমা। জঙ্গিপুরের ১৮ নম্বর ওয়ার্ডে বাড়ির পাশে বাঁশবাগানে ১২ টি তাজা বোমা উদ্ধার করে রঘুনাথগ়ঞ্জ থানার পুলিশ। এগরা, বজবজ, মালদায় বাজি কারখানায় বিস্ফোরণ এবং প্রাণহানির ক্ষত এখনও শুকোয়নি! তার মধ্য়েই ফের হাওড়ায় উদ্ধার হল প্রচুর পরিমাণে বেআইনি বাজি ও বাজির মশলা। জঙ্গল থেকে জগৎবল্লভপুর, প্রায় এক হাজার কেজি বেআইনি বাজি ও বাজির মশলা উদ্ধার করেছে পুলিশ। একই দিনে আবার উত্তর ২৪ পরগনার বনগাঁয়, বিভিন্ন সময়ে বাজেয়াপ্ত করা ২ কুইন্টাল নিষিদ্ধ শব্দবাজি নিষ্ক্রিয় করল পুলিশ। কোথাও বিস্ফোরক, কোথাও বোমা, কোথাও আবার বেআইনি বাজি ও বাজির মশলা। সব মিলিয়ে ফের আলোচনায় একই প্রশ্ন। পঞ্চায়েত ভোটের আগে কি ফে বারুদের স্তূপে বাংলা?
পর পর বোমা উদ্ধার...
বৃহস্পতিবারই রামপুরহাটের নারায়ণপুর গ্রামের মাঠ থেকে দু'ড্রাম তাজা বোমা উদ্ধার করে পুলিশ। সূত্রের খবর, ঝোপের মধ্যে দু'টি প্লাস্টিকের ড্রামে বোমাগুলি রাখা ছিল। পুলিশ খবর পেয়ে ড্রাম দু'টি উদ্ধার করে। বম্ব স্কোয়াডকে সত্বর খবর দেওয়া হয়। দু'টি ড্রামে আনুমানিক ৩০টি তাজা বোমা ছিল। একই দিনে আবার লোকপুর থানার বারাবন জঙ্গলে ২২টি বোমা উদ্ধার করে পুলিশ। গত বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালালে এই বোমাগুলি উদ্ধার হয়। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অন্যত্র, কাঁকড়তলা থানার ঝাড়খণ্ড লাগোয়া বড়রা গ্রামের কাছে বৃহস্পতিবার ভোর রাতে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। তাদের থেকে একটি দেশি পাইপ গান-সহ ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
আরও পড়ুন:শরীরে কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে বিশেষভাবে উপকারী নারকেল, কীভাবে ব্য়বহার করবেন?