Book Fair Chaos: অনুপম রায়কে দেখতে বইমেলায় ৩০ হাজার মানুষ, ভিড়ের চাপে গেট ভেঙে আহত একাধিক
Deganga Book Fair Chaos: অনুপম রায়ের অনুষ্ঠান দেখতে বইমেলা প্রাঙ্গণে ৩০ হাজার মানুষের সমাগম। ভিড়ের চাপে বইমেলার গেট ভেঙে...
উত্তর ২৪ পরগনা: বছর শেষের মুখে দেগঙ্গা বইমেলার নবম দিনে ঘটলো বিপত্তি (Book Fair Chaos)। আজ গায়ক অনুপম রায়ের অনুষ্ঠান ছিল (Anupam Roy Show)। অনুপম রায়ের অনুষ্ঠান দেখতে বইমেলা প্রাঙ্গণে ৩০ হাজার মানুষের সমাগম। ভিড়ের চাপে বইমেলার গেট ভেঙে পড়েছে, ৪ থেকে ৫ জন আহত হন । ব্যারিকেড ভেঙে বহু দর্শক বইমেলা প্রাঙ্গণে, ঘণ্টাখানেকের জন্য টাকি রোড অবরুদ্ধ হয়ে পড়েছে।
ভিড়ের চাপে মর্মান্তিক দুর্ঘটনা আগেও একাধিকবার
ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে আহত, এমনকি মৃত্যুর ঘটনা ঘটেছিল। রাজ্যের মধ্যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল আসানসোলে। গত ১৪ ডিসেম্বর, আসানসোল পুরসভার বিরোধী দলনেত্রী ও বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালির ওয়ার্ডেই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছিল। কম্বল বিতরণের অনুষ্ঠানের আয়োজক ছিলেন খোদ চৈতালি। তাতে পদপিষ্ট হয়ে একাধিক জনের মৃত্যু হয়েছিল।
কোচি বিশ্ববিদ্যালয়ের কনসার্টে পদপিষ্ট হয়ে ছাত্র-মৃত্যু
সম্প্রতি কোচি বিশ্ববিদ্যালয়ের কনসার্টে মর্মান্তিক ঘটনা ঘটেছিল। পদপিষ্ট হয়ে ৪ ছাত্রের মৃত্যু হয়েছিল । অন্ততপক্ষে ৫৫ জন জখম হয়েছিলেন। কোচি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ঘটনা ঘটেছিল। ওই বিশ্ববিদ্যালয়ে কনসার্ট চলার সময় ভিড়ের মধ্যে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে ২ ছাত্র ও ২ ছাত্রীর মৃত্যু হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ওপেন এয়ার অডিটোরিয়ামে নিকিতা গাঁধীর কনসার্ট চলছিল।
হুড়োহুড়িতে পদপিষ্টের মতো মর্মান্তিক দুর্ঘটনা
রিপোর্ট অনুযায়ী, যাঁদের পাস ছিল অনুষ্ঠানে শুধুমাত্র তাঁদেরই প্রবেশাধিকার ছিল। কিন্তু, হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় পরিস্থিতি বিগড়াতে শুরু করে। বাইরে অপেক্ষারত মানুষজন আশ্রয় নেওয়ার জন্য অডিটোরিয়ামে ঢুকে পড়েন। যার জেরে প্রচণ্ড ভিড় হয়ে যায়। সেই সময় হুড়োহুড়িতে পদপিষ্টের মতো মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছিল। অন্তত ৫৫ জন ছাত্র-ছাত্রীর আঘাত নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলে। স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছিলেন, কোচির কলামাসেরি মেডিক্যাল কলেজে দুই ছাত্র ও দুই ছাত্রীকে মৃত অবস্থায় আনা হয়েছিল।
আরও পড়ুন, ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি, ট্রেন চলাচল ব্যাহত এই অংশে
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)