Jadavpur Protest : যাদবপুরের আহত ছাত্র ইন্দ্রানুজের বাবাকে ফোন ব্রাত্য বসুর, কী কথা হল?
আহত ছাত্রের স্বাস্থ্যের খোঁজ নিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। জানালেন আহত ছাত্রের অধ্যাপক বাবা।

সন্দীপ সরকার, কলকাতা : যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি আটকানোর চেষ্টা করেছিলেন, যাদবপুরের প্রথম বর্ষের পড়ুয়া ইন্দ্রানুজ রায়। l তারপর শিক্ষামন্ত্রীর গাড়ির নীচে পড়ে যান তিনি। ঘটে যায় সেই ভয়ঙ্কর কাণ্ড। শিক্ষামন্ত্রীর গাড়ির চাকায় আহত হন ইন্দ্রানুজ রায়। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্যরাজনীতি। আহত ছাত্রের চিকিৎসা চলছে যাদবপুরের এক বেসরকারি হাসপাতালে। সেখানে গিয়ে তাঁকে দেখে এসেছেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। আর মঙ্গলবার আহত ছাত্রের স্বাস্থ্যের খোঁজ নিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। জানালেন আহত ছাত্রের অধ্যাপক বাবা।
ফোনে দুঃখপ্রকাশ শিক্ষামন্ত্রীর
ইন্দ্রানুজের বাবা জানালেন, 'ফোনে দুঃখপ্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু'। তিনি জানিয়েছেন, এই ঘটনায় দুঃখিত বলে জানিয়েছেন ব্রাত্য বসু তাঁর স্ত্রীও । ইন্দ্রানুজের বাবা অমিত রায় একথা জানান এবিপি আনন্দকে।
কেমন আছেন আহত ইন্দ্রানুজ?
এখনই হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না যাদবপুরকাণ্ডে আহত ছাত্র ইন্দ্রানুজকে। আরও ২ দিন হাসপাতালে রাখা হবে তাঁকে । শারীরিক অবস্থা খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে কেপিসি হাসপাতালের মেডিক্যাল বোর্ড। ২ দিন পর ইন্দ্রানুজকে পরীক্ষা করে দেখবেন চক্ষু বিশেষজ্ঞরা।
শিক্ষামন্ত্রীর গ্রেফতারির দাবি
ঘটনায় শিক্ষামন্ত্রীর গ্রেফতারি দাবি করেছে সিপিএম এবং তাদের ছাত্র সংগঠন SFI । পাল্টা ফেসবুকে ছবি পোস্ট করে তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য দাবি করেন, ইন্দ্রানুজকে শিক্ষামন্ত্রীর গাড়ি ধাক্কাই দেয়নি। তাঁর দাবি, শিক্ষামন্ত্রীর গাড়ির পিছনে ধাওয়া করছিলেন ইন্দ্রানুজ। পাশে রাখা একটি স্কুটিতে ধাক্কা লেগে তিনি পড়ে যান। সেই সময়ও তিনি ব্রাত্য বসুর গাড়ির পিছনেই ছিলেন বলে ছবি পোস্ট করে দাবি করেছেন দেবাংশু।
উত্তপ্ত কল্যাণী বিশ্ববিদ্যালয়
সোমবার রাজ্যজুড়ে সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট ডেকেছিল SFI. সেই কর্মসূচি ঘিরেও অশান্তির ছবি দেখা যায় জেলায় জেলায়। চড়, কিল, ঘুষি, লাথি...বাদ যায়নি কিছুই। বিভিন্ন জেলার একাধিক কলেজে ধুন্ধুমার বেঁধে যায়। কোথাও SFI, কোথাও AIDSO-র সঙ্গে সংঘর্ষে জড়ান তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। একাধিক কলেজে ওঠে বহিরাগত তাণ্ডবের অভিযোগ। মঙ্গলবারও জেলায় জেলায় পথে নামে এসএফআই। যাদবপুরকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার SFI-এর কর্মসূচির আগেই উত্তপ্ত হয়ে উঠল কল্যাণী বিশ্ববিদ্যালয় চত্বর।






















