Buddhadeb Bhattacharjee Death Live : প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর দেহদান সম্পন্ন, শেষযাত্রায় উপচে পড়ল ভিড়
Buddhadeb Bhattacharjee Dies : শুক্রবার শেষকৃত্য, বিকেল ৪টেয় এনআরএস হাসপাতালে দেহদান করা হবে প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর।

Background
বাম দুর্গের শেষ সেনাপতি বিদায় নিয়েছেন বৃহস্পতিবারই । অসুস্থতার সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পরে ৮০ বছর বয়সে জীবনাবসান হয়েছে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর। শুক্রবার তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
এদিন সকাল সাড়ে ১০টায় পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভার উদ্দেশে নিয়ে যাওয়া হবে প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর মরদেহ। সকাল ১১ থেকে ১১টা ৩০ পর্যন্ত বিধানসভায় শ্রদ্ধাজ্ঞাপন করা হবে। বেলা ১২টা থেকে দুপুর ৩টে ১৫ পর্যন্ত মুজফ্ফর আহমেদ ভবনে রাখা থাকবে প্রয়াত মুখ্যমন্ত্রীর মরদেহ। সাড়ে ৩টে থেকে ৩টে ৪৫ পর্যন্ত দীনেশ মজুমদার ভবনে জানানো হবে শেষশ্রদ্ধা। বিকেল ৪টেয় এনআরএস হাসপাতালে দেহদান করা হবে প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর।
দীর্ঘদিন ধরেই ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ব্রেকফাস্টের পরেই COPD অ্যাটাক। নেমে গিয়েছিল অক্সিজেনের মাত্রা। কাজ হয়নি বাইপ্যাপেও। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের ঢল। শ্রদ্ধা জানাতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন
দলীয় পতাকা, ফুলে শেষ শ্রদ্ধা, পিস ওয়ার্ল্ডে শায়িত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ
Buddhadeb Bhattacharjee News: প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর দুটি কর্নিয়া সফলভাবে দু'জনের চোখে প্রতিস্থাপিত হয়েছে
প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর দুটি কর্নিয়া সফলভাবে দু'জনের চোখে প্রতিস্থাপিত হয়েছে। কলকাতার রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি সূত্রে এই খবর মিলেছে। যাঁদের চোখে কর্নিয়া প্রতিস্থাপন করা হয়েছে, তাঁরা কর্নিয়াজনিত অন্ধত্বে ভুগছিলেন। গতকাল জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের পর তাঁরা এখন স্থিতিশীল রয়েছেন।
Buddhadeb Bhattacharjee News Live : কাস্তে-হাতুড়ি-তারার পতাকা গায়ে জড়িয়ে শেষ যাত্রায় দুইবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী
তারার দেশে বুদ্ধদেব ভট্টাচার্য। কাস্তে-হাতুড়ি-তারার পতাকা গায়ে জড়িয়ে শেষ যাত্রায় দুইবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। প্রিয় নেতাকে শেষবারের মতো দেখার আকুতি তাঁর অসংখ্য অনুরাগী ও গুণমুগ্ধদের।






















