Buddhadeb Bhattacharjee Health Live Updates: হাইডোজের অ্যান্টিবায়োটিকে প্রভাব কিডনিতে, সামান্য উন্নতি বুদ্ধদেবের, দাবি সূর্যকান্ত মিশ্রর
Buddhadeb Bhattacharjee Hospitalised: কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্য, চিকিৎসার সাড়া দিচ্ছেন কতটা, জানুন প্রতি মুহূর্তের আপডেট।
LIVE
Background
কলকাতা: এখনও সঙ্কটজনক বুদ্ধদেব ভট্টাচার্য। বাইল্য়াটারাল নিউমোনিয়ায় আক্রান্ত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ১০০ শতাংশ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর, একদিকে বুদ্ধবাবুর শ্বাসকষ্টজনিত পুরনো সমস্যা, তার ওপর কোভিডে আক্রান্ত হয়েছিলেন এবং সবশেষে এই ব্যাকটেরিয়াল নিউমোনিয়া। (Buddhadeb Bhattacharjee Health Live Updates)
ত্রিফলা আক্রমণে বুদ্ধদেব ভট্টাচার্যর ফুসফুসের খারাপ অবস্থা। চেস্ট এক্স-রে-র রিপোর্ট সন্তোষজনক নয়। আজ বুকের সিটি স্ক্যান করা হবে। এই মুহূর্তে ভেন্টিলেশন সাপোর্ট কমানোর মতো পরিস্থিতি নয়। ফুসফুসের সংক্রমণ কমাতে হাই ডোজের একাধিক অ্যান্টিবায়োটিক চলছে। তার প্রভাব পড়েছে কিডনিতেও। স্বাভাবিকের থেকে বেশি ক্রিয়েটিনিনের মাত্রা। (Buddhadeb Bhattacharjee Hospitalised)
সব মিলিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থা এখনও উদ্বেগজনক বলে জানাচ্ছেন চিকিৎসকরা। সকাল ১১টায় বসবে ৯ সদস্যের মেডিক্যাল বোর্ড। সকাল ৬টা পর্যন্ত হাসপাতালেই ছিলেন মেডিক্যাল বোর্ডের সদস্যরা। হাসপাতাল সূত্রে খবর, গত ৩ দিন কার্যত অভুক্ত রয়েছেন বুদ্ধবাবু। শরীরে কমেছে জলের পরিমাণ। তাই স্যালাইন দেওয়া হচ্ছে। রাইলস টিউবের সাহায্যে দেওয়া হচ্ছে তরল খাবার।
চিকিৎসকরা জানিয়েছেন, বুদ্ধদেব ভট্টাচার্যর বাঁদিকের ফুসফুসে সংক্রমণ খুব বেশি। সংক্রমণ হয়েছে ডানদিকের ফুসফুসেও। ফুসফুসে জমে থাকা কফ বের করতে নেবুলাইজেশন করা হয়েছে।কী ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ জানতে, করা হয়েছে রক্তপরীক্ষা। সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই দু’ধরনের অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেওয়া হয়েছে বুদ্ধবাবুকে।
বুধবার থেকে জ্বরে ভুগছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। গতকাল দুপুরে শ্বাসকষ্ট বাড়ায় ঝুঁকি নিতে চাননি চিকিৎসকরা। পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুল্যান্স পাঠিয়ে, গ্রিন করিডর করে আনা হয় উডল্যান্ডসে।
Buddhadeb Bhattachjee Live Updates: আজ ফুসফুসের সিটি স্ক্যান করা হবে বুদ্ধদেব ভট্টাচার্যর, রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত
জ্ঞান ফিরলেও, সঙ্কট কাটেনি বুদ্ধদেব ভট্টাচার্যের। এখনও সঙ্কটজনক প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । ১০০ শতাংশ ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। বাইল্য়াটারাল নিউমোনিয়ায় আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য। রাইলস টিউবের সাহায্যে খাওয়ানো হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যকে
সচেতন রয়েছেন, ডাকলে সাড়া দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। আজ বুদ্ধদেব ভট্টাচার্যর ফুসফুসের সিটি স্ক্যান করা হবে। সিটি স্ক্যানের রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত, জানালেন চিকিৎসকরা। বাইল্য়াটারাল নিউমোনিয়ায় আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য। শ্বাসনালী ও ফুসফুসে সংক্রমণ থাকায় দেওয়া হচ্ছে হাইডোজের অ্যান্টিবায়োটিক। প্রভাব পড়েছে কিডনিতেও, স্বাভাবিকের থেকে বেশি ক্রিয়েটিনিনের মাত্রা। গতকালের তুলনায় পরিস্থিতির সামান্য উন্নতি, দাবি সূর্যকান্ত মিশ্রর
Buddhadeb Bhattachjee Live Updates: শ্বাসনালী ও ফুসফুসে সংক্রমণ থাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেওয়া হচ্ছে হাইডোজের অ্যান্টিবায়োটিক
বাইল্য়াটারাল নিউমোনিয়ায় আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য। শ্বাসনালী ও ফুসফুসে সংক্রমণ থাকায় দেওয়া হচ্ছে হাইডোজের অ্যান্টিবায়োটিক। প্রভাব পড়েছে কিডনিতেও, স্বাভাবিকের থেকে বেশি ক্রিয়েটিনিনের মাত্রা। গতকালের তুলনায় পরিস্থিতির সামান্য উন্নতি, দাবি সূর্যকান্ত মিশ্রর
Buddhadeb Bhattachjee Live Updates: বাইল্য়াটারাল নিউমোনিয়ায় আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য, আহামীকাল হবে সিটি স্ক্যান
এখনও সঙ্কটজনক প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য
১০০ শতাংশ ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য
বাইল্য়াটারাল নিউমোনিয়ায় আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য
রাইলস টিউবের সাহায্যে খাওয়ানো হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যকে
সচেতন রয়েছেন, ডাকলে সাড়া দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
কাল সকালে বুদ্ধদেব ভট্টাচার্যর ফুসফুসের সিটি স্ক্যান করা হবে
সিটি স্ক্যানের রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত, জানালেন চিকিৎসকরা
বাইল্য়াটারাল নিউমোনিয়ায় আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য
শ্বাসনালী ও ফুসফুসে সংক্রমণ থাকায় দেওয়া হচ্ছে হাইডোজের অ্যান্টিবায়োটিক
প্রভাব পড়েছে কিডনিতেও, স্বাভাবিকের থেকে বেশি ক্রিয়েটিনিনের মাত্রা
গতকালের তুলনায় পরিস্থিতির সামান্য উন্নতি, দাবি সূর্যকান্ত মিশ্রর
Buddhadeb Bhattachjee Live Updates: 'বুদ্ধবাবুর স্বাস্থ্য নিয়ে দায়িত্বশীল অভিভাবকের মতো খোঁজ খবর রাখছেন মুখ্যমন্ত্রী', দাবি কুণাল ঘোষের
বুদ্ধদেব ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা করছি। কিন্তু এই আরোগ্য কামনার সঙ্গে যাঁরা আদিখ্যেতা করে তাঁকে মহাপুরুষ সাজাচ্ছেন, তাঁদের সঙ্গে একমত নই। কারণ বুদ্ধবাবুর ঔদ্ধত্যে বহু ক্ষতি হয়েছে। মন্তব্য কুণাল ঘোষের। বুদ্ধবাবুর স্বাস্থ্য নিয়ে দায়িত্বশীল অভিভাবকের মতো খোঁজ খবর রাখছেন মুখ্যমন্ত্রী। দাবি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের।
Buddhadeb Bhattachjee Live Updates: বুদ্ধদেবকে দেখে 'প্রার্থনা' শুভেন্দুর
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে (Buddhadeb Bhattacharya) দেখতে এদিন হাসপাতালে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari)। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।তাঁকে দেখে ফিরে বাইরে বেরিয়েই সাংবাদিকদের শুভেন্দু বলেন, 'পরিস্থিতিটা কিছুটা হলেও উন্নতি হয়েছে। এটাই আমাকে প্রাথমিকভাবে বলা হয়েছে। বাকিটা চিকিৎসকদের উপর আমাদের ভরসা রাখা উচিত। যারা আমরা ঈশ্বরে বিশ্বাস করি, তাঁরা ভগবানের কাছে প্রার্থনা করব। এইরকম একজন সৎ রাজনীতিবিদ এবং পশ্চিমবঙ্গের জনমত নির্বিশেষে মানুষের শ্রদ্ধার ব্যাক্তি তিনি যেনও সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন।'