Burdwan Durga Puja: মা দুর্গার গা থেকে সোনার গয়না খুলছে চোর! পুজোর মধ্যেই দুঃসাহসিক চুরি
Durga Puja: মন্দিরের তালা ভেঙে এক ব্যাক্তি মন্দিরে প্রবেশ করে এবং দেবী প্রতিমার সমস্ত অলঙ্কার খুলতে দেখা যায়।
রানা দাস, পূর্ব বর্ধমান: দুর্গা পুজোর শেষ দিনে, দুর্গা মন্দিরে চুরি। কেতুগ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানার পাঁচুন্দি গ্রামের শতাব্দী প্রাচীন চ্যাটার্জী বাড়ীর দুর্গা মন্দিরে চুরি।
জানা যায় আজ ভোর বেলায় পরিবারের সদস্য অরূপ চ্যাটার্জী এই বিষয়টি প্রথম লক্ষ্য করেন। তারপর বিষয়টি জানাজানি হতেই মন্দিরের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় গতকাল রাত্রি ১টা নাগাদ মন্দিরের তালা ভেঙে এক ব্যাক্তি মন্দিরে প্রবেশ করে এবং দেবী প্রতিমার সমস্ত অলঙ্কার খুলতে দেখা যায়। ওই ব্যক্তি মুখে কাপড় দিয়ে তালা ভেঙে মন্দিরে ঢোকে।
পরিবারের তরফ থেকে দাবি করা হয় সমস্ত দেবদেবীর প্রতিমার গায়ের গয়নাই চুরি হয়ে গেছে যার বাজার মূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা। এই বিষয়ে কেতুগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কেতুগ্রাম থানার পুলিশ এবং গোটা ঘটনার তদন্তে নেমেছে কেতুগ্রাম থানার পুলিশ।
জেলায় জেলায় দশমী
এদিকে তিথি মেনে আজ দশমী। সকালেই দশমীর পুজো শেষ হয়ে যাওয়ার পর শুরু হয়ে গেছে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি। অনেক বনেদি বাড়িতেই দর্পণে প্রতিমা বিসর্জনও হয়ে গেছে। আর বিসর্জনের প্রস্তুতির পাশপাশি শুরু হয়েছে সিঁদুর খেলাও। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের কীর্ণাহার, পশ্চিম বর্ধমানের কুলটিতে মহিলারা মেতে উঠছেন সিঁদুর খেলায়।
উত্তর ২৪ পরগনার টাকির পূবের বাড়িতে বিষাদের সুর। শাস্ত্র মতে দশমীর নিয়ম মেনে আজই হল প্রতিমা বিসর্জন। রীতি মেনে কচু শাক ও পান্তা ভাত নিবেদনের পরে প্রতিমা বিসর্জন দেওয়া হল। ভোর সাড়ে ৫টায় মঙ্গল যাত্রা হয়। তারপর দালান থেকে প্রতিমা বের করে বরণ করার পর সিঁদুর খেলা হয়। দু কিলোমিটার পথ কাঁধে করে নিয়ে যাওয়ার পর ঘোষ বাবুর ঘাটে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। নিয়ম অনুসারে, পূবের বাড়ির প্রতিমাই বিসর্জন হয় সবার আগে। এরপর ঘোষ বাড়ি, মুখোপাধ্য়ায় বাড়ি, বন্দ্য়োপাধ্য়ায় বাড়ি, একে একে সব জমিদার বাড়ির প্রতিমা বিসর্জন হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে