Bus Strike Withdraw: বড়সড় স্বস্তি, উঠছে বাসকর্মীদের আন্দোলন? সমস্যা কতটা মিটবে?
SBSTC: কোন কোন ডিপো থেকেই উঠবে কর্মবিরতি? কখন চলবে বাস?
কলকাতা: অবশেষে স্বস্তি। উঠে যাচ্ছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অস্থায়ী কর্মীদের আন্দোলন। একাধিক দাবিতে তাঁদের আন্দোলনের জেরে কার্যত মুখ থুবড়ে পড়েছিল দক্ষিণবঙ্গের সরকারি বাস পরিষেবা। দীর্ঘ টানাপড়েনের পরে বড় ঘোষণা পরিবহণমন্ত্রীর।
পরিবহনমন্ত্রীর আশ্বাস:
লাগাতার আন্দোলনের জেরে বড় ঘোষণা পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর। অস্থায়ী কর্মীদের দাবি মেনে মাসে ২৬ দিন কাজের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তার বদলে অবিলম্বে কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ করা হয়েছে। পুজোর পর ছুটি সংক্রান্ত দাবিদাওয়া নিয়েও আলোচনার আশ্বাস দেওয়া হয়েছে।
এই ডাকেই সাড়া দিয়েছেন আন্দোলনরত অস্থায়ী কর্মীরা। পরিবহন মন্ত্রীর আশ্বাসের পরে, প্রেসবিবৃতি দিলে কর্মবিরতি তুলে নেওয়া হবে তাঁদের তরফে, এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে তাঁদের তরফে। আপাতত শুঘু দিঘা ডিপো থেকে কর্মবিরতি তুলে নেওয়ার কথা হয়েছে। এই ডিপো থেকেই সবার আগে কর্মবিরতির আন্দোলন শুরু হয়েছিল।
ভোগান্তির ৭ দিনের মাথায় অস্থায়ী পরিবহণকর্মীরা এবিপি আনন্দে কর্মবিরতি প্রত্যাহারের আশ্বাস দিলেন। তার আগে পরিবহণমন্ত্রী আশ্বাস দেন, ২৬ দিন কাজের যে দাবি অস্থায়ী পরিবহণকর্মীরা করেছেন, তা পূরণ হবে। তারপরই দিঘার সরকারি ডিপোর আন্দোলনরত কর্মীরা জানান, তাঁরা কর্মবিরতি প্রত্যহার করছেন। আজই দুপুর ২টো থেকে বাস চলাচল শুরু হবে। দিঘা ডিপোর কর্মীরা জানান, মন্ত্রী তাঁদের ফোন করে দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে কটাক্ষ করে বলেন, নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলছে। এই সরকার পরিবহণ কর্মীদের টাকা দিতে পারবে না।
দীর্ঘদিন ধরে সমস্যা:
মহালয়া পেরিয়ে গেলেও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অস্থায়ী কর্মীদের কর্মবিরতি অব্যাহত ছিল। এই নিয়ে টানা প্রায় এক সপ্তাহ ধরে সমস্যা হয়েছে। বেশ কিছু জেলায় সরকারি বাস পরিষেবা কার্যত বন্ধের মুখে ছিল। যাত্রীদের ভোগান্তি চরমে। বীরভূমের রামপুরহাট ও সিউড়ি, দুটি ডিপো থেকেই বন্ধ বাস চলাচল। ক্ষুব্ধ যাত্রীদের প্রশ্ন, পুজোর মুখে কেন দিনের পর দিন বাস চলাচল বন্ধ ছিল। যাত্রীরা জানাচ্ছেন, ব্যবসার কাজে হোক বা পুজোর সময় বাড়ি ফেরা, লাগাতার বাস বন্ধের জেরে চরম দুর্ভোগে পড়েছেন তাঁরা।পুরুলিয়ার সরকারি বাস ডিপোতেও অচলাবস্থা চলেছে। এখানকার কর্মবিরতি পাঁচদিনে পড়েছে। বেরোয়নি বাস। অনেক যাত্রীকে বাস ডিপোতে এসে ফিরতে হয়েছে। সমকাজে সমবেতন, মাসে ২৬ দিন কাজ, স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে কর্মবিরতিতে নেমেছেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অস্থায়ী কর্মীরা।
আরও পড়ুন: টেট উত্তীর্ণদের রাজভবন অভিযানের ইস্যুতে ধুন্ধুমার, শিয়ালদায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি