IND vs AUS Live: দ্বিতীয় দিনের শেষে ১৪৫ রানের লিড ভারতের, হাতে ৪ উইকেট
IND vs AUS Live Score: সিডনি টেস্ট ম্যাচে ভারতীয় একাদশে রোহিতের পরিবর্তে ঢুকেছেন শুভমন গিল। অন্যদিকে আকাশদীপের বদলে সুযোগ পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ।
LIVE
Background
সিডনি: ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) সিডনি টেস্টে রোহিত শর্মা খেলছেন না। তাঁর পরিবির্তে দলের অধিনায়ক হিসেবে মাঠে নেমেছেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তারকা ভারতীয় পেসার। এই ম্যাচে ভারতীয় একাদশে রোহিতের পরিবর্তে ঢুকেছেন শুভমন গিল। অন্যদিকে আকাশদীপের বদলে সুযোগ পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ।
প্রথম ইনিংসে ১৮৫ রানে অল আউট হয়ে যায় ভারতীয় দল। বিরাট কোহলি আরো একবার ব্যর্থ হলেন। ফের ক্রিজে সেট হয়েও চালিয়ে খেলে আউট হয়েছেন পন্থ। মাত্র ১৮৫ রানে পুঁজি নিয়ে মাঠে নেমেছিল ভারত। সিডনিতে ম্যাচে লড়াইয়ে টিকে থাকতে প্রয়োজন নতুন বলে উইকেট। ঠিক সেটাই করে দেখালেন ভারতীয় দলের অধিনায়ক। শেষবেলায় যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) ও স্যাম কনস্টাসের মধ্যেকার তর্কাতর্কি উত্তেজনার পারদ চড়ায়। দুইজনের তর্কাতর্কির ঠিক পরের বলেই উসমান খাওয়াজাকে সিরিজ়ে ষষ্ঠবার আউট করলেন যশপ্রীত বুমরা। ভারত বনাম অস্ট্রেলিয়ার পঞ্চম টেস্টের (IND vs AUS 5th Test) প্রথম দিনের খেলাও শেষ হল। অস্ট্রেলিয়ার স্কোর ৯/১। ভারত আপাতত ১৭৬ রানে এগিয়ে।
মিনিট কয়েকের জন্য দিনের শেষবেলায় ব্য়াট করতে নামে অস্ট্রেলিয়া। এই সময়টা যে কোনও দলের জন্য বেশ কঠিন হয়। সকলেই চায় কোনওক্রমে যাতে উইকেট না পড়ে। তবে অজ়িরা তেমন করতে পারল না। মাত্র তিন ওভারের খেলাতেই আউট হলেন দুই রানে আউট হলেন উসমান খাওয়াজা। ইনিংসের প্রথম বলে যশপ্রীত বুমরার বলে চার মেরেই শুরুটা করেছিলেন স্যাম কনস্টাস। দিনের শেষ ওভারে বুমরা ফিল্ডিং সেট করতে ব্যাট-বলের লড়াই গড়ায় তর্কাতর্কিতে। দুইজনকেই একে অপরের দিকে তেড়ে যেতে দেখা যায়। ঠিক পরের বলেই খাওয়াজাকে আউট করে কনস্টাসের দিকে তাকিয়েই সেলিব্রেট করে আনন্দে ভাসেন বুমরা। এই ঘটনা যে খেলা আরও জমিয়ে দিল, তা কিন্তু বলাই বাহুল্য।
IND vs AUS Live: ১৪৫ রানের লিড ভারতের কাছে, হাতে ৪ উইকেট
দ্বিতীয় দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ১৪১ রান বোর্ডে তুলে নিল ভারত। ক্রিজে আছেন রবীন্দ্র জাডেজা ও ওয়াশিংটন সুন্দর। ভারত ১৪৫ রানের লিড নিয়ে নিয়েছে।
IND vs AUS Live Score: ৪ রান করে আউট নীতীশ রেড্ডি
মেলবোর্নে প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানোর পর থেকেই ব্যর্থ নীতীশ রেড্ডি। ৪ রান করে আউট হলেন সিডনির দ্বিতীয় ইনিংসে।
IND vs AUS Live: আউট পন্থ
পন্থের উইকেট হারাল ভারত। অর্ধশতরানের ইনিংস খেলেই প্যাভিলিয়ন ফিরলেন ভারতীয় উিকেট কিপার ব্যাটার। কামিন্সের বলে ক্যারির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন।
IND vs AUS Live Score: ১৩ রান করে আউট গিল
ছন্দে ছিলেন। তবে ১৩ রান করে চালিয়ে খেলতে গিয়ে ক্যারির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন গিল। ১৩ রান করে তিনি শিকার হলেন নবাগত ওয়েবস্টারের। ভারতের চতুর্থ উইকেটের পতন।
IND vs AUS Live: আউট কোহলি
আবার অফস্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে আউট হলেন বিরাট কোহলি। ৬ রান করে বোল্যান্ডের বলে স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন কোহলি। ভারতের তৃতীয় উইকেটের পতন।