Paschim Bardhhaman: ব্যবসায়ীর রহস্যময় অন্তর্ধান, রাজনৈতিক তরজা শুরু দুর্গাপুরে
Businessman Disappeared:ব্যবসায়ীর রহস্যময় অন্তর্ধান ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অপহরণ নাকি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে? দুর্গাপুরের ঘটনায় তদন্ত করছে পুলিশ।
মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: ব্যবসায়ীর (Businessman) রহস্যময় অন্তর্ধান (Mysterious Disappearnce) ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা (Political Slugfest)। অপহরণ নাকি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে? দুর্গাপুরের (Durgapur Incident) ঘটনায় তদন্ত করছে পুলিশ। গোটা বিষয়ের পর ব্যবসায়ীদের নিরাপত্তার দাবি জানিয়ে সরব পানাগড় চেম্বার অফ কমার্স।
কী ঘটেছিল?
গত ১৬ মার্চ দুর্গাপুরের কাঁকসার বিরুডিহা মোড়ের সামনে থেকে একেবারে দিনেদুপুরে পূর্ব বর্ধমানের এক ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে পালিয়েছিল দুষ্কৃতীরা। পরে আসানসোলের জামুরিয়ার কাছে জাতীয় সড়কের উপর পুলিশের নাকা চেকিংয়ে চার অপহরণকারীই ধরা পড়ে যায়। সেইই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের দুর্গাপুরের কাঁকসার পানাগড় বাজারের এক ব্যাবসায়ী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন। গত কাল সকাল সাড়ে দশটা নাগাদ পানাগড় বাজার থেকে বাসে করে বর্ধনানে যাচ্ছিলেন সর্বন গুপ্তা নামে ঐ চাল ব্যবসায়ী। এর পর থেকে সর্বনের মোবাইলে ফোন করেও কোনও খোঁজ পাওয়া যায়নি। স্বাভাবিকভাবে কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই ব্যবসায়ীর পরিবার। বৃহস্পতিবার ভোরে ঐ ব্যবসায়ীর ফোন চালু হলেও কোনও কথাবার্তা হয়নি। পরিবারের দাবি হয়তো তাঁকে অপহরণ করা হয়েছে। ওই ব্যবসায়ীর কাছে বেশ কয়েক লক্ষ টাকা ছিল। সূত্রের খবর, ঝাড়খণ্ডে ওই ব্যবসায়ীর মোবাইল টাওয়ার লোকেশন পাওয়া গিয়েছে। কাঁকসা থানার পুলিশ সেই মোতাবেক ওই ব্যবসায়ীকে খোঁজার চেষ্টা করছে। পানাগড় চেম্বার অফ কমার্স এর উপদেষ্টা রতন আগরওয়াল বলেন, 'এর আগেও এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছিল। ফের একই ঘটনার পুনরাবৃত্তি হল। স্বাভাবিকভাবেই আতঙ্কিত ওই ব্যবসায়ীর পরিবার।' গোটা ঘটনায় টানটান উত্তেজনা পানাগড় এলাকায়। ব্যবসায়ীরা এবার প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই দিকে সর্বনের রহস্যময় অন্তর্ধান নিয়ে মুখ খুলেছেন বিজেপি নেতৃত্ব। দলের নেতা ইন্দ্রজিত ঢালির অভিযোগ, দুষ্কৃতীরা দাপিয়ে বেড়ালেও হুঁশ নেই প্রশাসনের। যদিও বিজেপির অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে তৃণমূল নেতৃত্ব। গোটা ঘটনায় এখন ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের কাঁকসার পানাগড় এলাকায়। প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বরে এক ই-কমার্স সংস্থার মহিলা কর্মীকে অপহরণের অভিযোগ ওঠে দুর্গাপুরে।
আগেও অপহরণ...
অন্যান্য দিনের মতো সেই দিনও অফিস থেকে বেরিয়ে সহকর্মীর সঙ্গেই বাড়ি ফেরার গাড়ির জন্য হাঁটতে শুরু করেছিলেন ওই মহিলা কর্মী। সহকর্মী একটু এগিয়ে যেতেই রুদ্ধশ্বাসে ধেয়ে আসে একটা গাড়ি। নামেন কয়েকজন। অভিযোগ, কিছু বুঝে উঠার আগে জোর করে তুলে নেওয়া হয় গাড়িতে। দুর্গাপুর সিটি সেন্টার এলাকায় ই-কমার্স সংস্থার মহিলা কর্মীকে গাড়িতে তুলে অপহরণের অভিযোগ। এক কিলোমিটার দূরে ২ নম্বর জাতীয় সড়কের ভিড়িঙ্গি মোড় থেকে অপহৃত মহিলাকে উদ্ধার করে দুর্গাপুর থানার পুলিশ।
আরও পড়ুন:চাকরি-প্রতারণাতেও জড়িয়ে টিকাকাণ্ডে ধৃত দেবাঞ্জন! চার্জশিটে দাবি ইডির