C-Voter Opinion Poll: কলকাতা পুরভোটে ১৩ নম্বর বরোতে কে এগিয়ে, কার কত শতাংশ ভোট, কী ইঙ্গিত সি ভোটার সমীক্ষায়?
C-Voter Opinion Poll KMC Election 2021:২০১৫-র নির্বাচনে এই বরোতে সাত আসনেই জিতেছিল তৃণমূল। কোনও আসন পায়নি বাম ও কংগ্রেস বা বিজেপি।বিধানসভা নির্বাচনের ফলাফলের নিরিখেও সাত ওয়ার্ডেই এগিয়েছিল তৃণমূল।
কলকাতা: কলকাতা পুরসভার ১৩ নম্বর বরোয় রয়েছে সাতটি ওয়ার্ড। ডায়মন্ড হারবার রোড সংলগ্ন চোদ্দ নম্বর বাসস্ট্যান্ড, সিরিটি শ্মশান, তারাতলা মোড় এই এলাকার মধ্যে পড়ে। মনসামঙ্গলের বেহুলা থেকে এখনকার বেহালা -- কলকাতার দক্ষিণপ্রান্তের এই এলাকার ইতিহাস বহুপ্রাচীন। এখানেই প্রতাপাদিত্যের হাতে নিহত হন রাজা বসন্ত রায়। তারপর মুঘলদের সঙ্গে যুদ্ধে পরাজিত হন স্বয়ং প্রতাপাদিত্য। সময়ের সঙ্গে সঙ্গে ভোল বদলেছে এলাকার। মেট্রো মানচিত্রে জায়গা করে নিলেও, জমা জলের ভোগান্তি আজও পোহাতে হয় বেহালার মানুষকে।
২০১৫-র নির্বাচনে এই বরোতে সাত আসনেই জিতেছিল তৃণমূল। কোনও আসন পায়নি বাম ও কংগ্রেস বা বিজেপি। ২০২১-এর বিধানসভা নির্বাচনের ফলাফলের নিরিখেও এই বরোতে সাত ওয়ার্ডেই এগিয়েছিল তৃণমূল।
সি ভোটার সমীক্ষার পূর্বাভাস অনুযায়ী, এবারের কলকাতা পুরভোটে ১৩ নম্বর বরো-তে তৃণমূল ৭ ওয়ার্ডেই জিততে পারে। বিজেপি বাম, কংগ্রেসের হাত খালি থাকতে পারে।
সম্ভাব্য ভোট শতাংশের হারে তৃণমূল পেতে পারে 54%, বিজেপি 24%, বাম 10% ও কংগ্রেস 2%,অন্যান্য 10%
উল্লেখ্য, সামনের রবিবারই কলকাতা পুরসভার ভোট। বিধানসভা নির্বাচন, বিধানসভা উপনির্বাচনের পর আরেক হাই ভোল্টেজ ভোট-যুদ্ধ। তার আগে কলকাতার ভোটাররা কী ভাবছেন? সেই আভাস পেতে বরো ভিত্তিক সমীক্ষা চালিয়েছে সমীক্ষক সংস্থা সি ভোটার।
২২ বছরেরও বেশি সময় ধরে জাতীয় পর্যায়ে সমীক্ষা করে আসছে C VOTER। তাদের প্রশিক্ষিত সমীক্ষকরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করেন। প্রত্যেকটি সমীক্ষা করা হয়, Random Probability Sample-এর ভিত্তিতে। যে পদ্ধতি, সারা বিশ্বে স্বীকৃত। ভারতের বিভিন্ন রাজ্যে, নানা বিষয়ে সমীক্ষা চালানোর অভিজ্ঞতা রয়েছে সি ভোটারের ঝুলিতে। কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের ভোটারদের সঙ্গে কথা বলেছেন C VOTER-এর সমীক্ষকরা।৮ হাজার ৩৪১ জনের সঙ্গে কথা বলে এই সমীক্ষা করেছে তারা।CATI পদ্ধতির মাধ্যমে সমীক্ষা চালানো হয়েছে।এই সমীক্ষার ক্ষেত্রে মার্জিন অফ এরর +- ৩ থেকে ৫ শতাংশ।