Calcutta High Court: পঞ্চায়েতে আদালত অবমাননার অভিযোগ, রাজ্যের হলফনামা চাইল আদালত
Panchayat Elections 2023: সংঘর্ষ, প্রাণহানি, ব্যালট লুঠ, দেদার ছাপ্পার অভিযোগ উঠেছে পঞ্চায়েত নির্বাচনের সময়। নামে গণতন্ত্রের উৎসব হলেও, গণতন্ত্রই আক্রান্ত হয়েছে এবছরের পঞ্চায়েত নির্বাচনে।
সৌভিক মজুমদার, সুদীপ্ত আচার্য, উজ্জ্বল মুখোপাধ্যায়: পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) নিয়ে আদালত অবমাননার মামলায় এবার রাজ্য সরকারের হলফনামা তলব। রাজ্যের হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। আদালত অবমাননার মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে গন্ডগোলের জেরে মৃতদের নাম এবং তালিকা-সহ গলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
সংঘর্ষ, প্রাণহানি, ব্যালট লুঠ, দেদার ছাপ্পার অভিযোগ উঠেছে পঞ্চায়েত নির্বাচনের সময়। নামে গণতন্ত্রের উৎসব হলেও, গণতন্ত্রই আক্রান্ত হয়েছে এবছরের পঞ্চায়েত নির্বাচনে। তাতে বার বার প্রশ্নের মুখে পড়েছে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা। এই প্রেক্ষাপটেই, পঞ্চায়েত ভোট নিয়ে আদালত অবমাননার মামলায়, রাজ্য সরকারের হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। (Calcutta High Court)
পাশাপাশি, রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে কি আদালত অবমাননার রুল জারি করবে হাইকোর্ট? না কি আদালত অবমাননার মামলা খারিজ হবে? এই প্রশ্নও উঠছে। আগামী ২১ সেপ্টেম্বর এ নিয়ে সিদ্ধান্ত জানাবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
এ বছর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ৫০ জনেক বেশি মানুষের প্রাণ গিয়েছে। আদালতের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হলেও, হাইকোর্টের নির্দেশকে উপেক্ষা করে জেলায় জেলায় বুথ চত্বরে মোতায়েন থাকতে দেখা যায় সিভিক ভলান্টিয়ারদের। তাতেই আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগে কলকাতা হাইকোর্টে, আদালত অবমাননার মামলা করেছিলেন শুভেন্দু এবং অধীর।
কেন্দ্রীয় বাহিনীকে সঠিক পদ্ধতিতে ব্যবহার না করা, শান্তিপূর্ণ ভোট করাতে রাজ্য নির্বাচন কমিশনের ব্যর্থতার মতো একাধিক অভিযোগ তুলেছিলেন বিরোধী শিবিরের নেতারা। যে মামলার ভিত্তিতে, সোমবার রাজ্য সরকারের কাছে, হলফনামা তলব করে প্রধান বিচারপতির বেঞ্চ পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে গন্ডগোলের জেরে মৃতদের নাম-সহ সম্পূর্ণ তালিকা চাইল।
আদালত জানিয়েছে, জানাতে হবে, কতজন হোমগার্ডকে ভোটের কাজে নিযুক্ত করা হয়েছিল? রাজ্য সরকারের তরফে, কোন কোন মৃতের পরিবার ২ লক্ষ টাকা পেয়েছেন? আহত বা গুরুতর আহতরা কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ পাবেন না? হলফনামায় সব জানাতে হবে রাজ্যকে। এ নিয়ে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক শশী পাঁজা বলেন, "আমাদের বিভিন্ন অভিযোগ ছিল, কেন্দ্রীয় বাহিনীর ভিতরে যাওয়া নিয়ে। প্রথম দফায় নির্বাচনের পর যে অভিযোগ এসেছিল, সেখানে আবারও নির্বাচন হয়। সেখানেও তৃণমূল জিতেছে। বিধানসভা উপনির্বাচনেও মানুষ দেখিয়ে দিয়েছেন যে, তাঁরা তৃণমূলেরই পাশে আছেন।" আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্য আদালতে হলফনামা দিতে হবে রাজ্য সরকারকে।