Calcutta High Court: শর্তসাপেক্ষে ২১ শে জুলাই শুভেন্দুর মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট
Suvendu Rally On 21 July: হাইভোল্টেজ ২১শে জুলাই, দক্ষিণে তৃণমূল, উত্তরে বিজেপি, কীকী শর্তসাপেক্ষে শুভেন্দুর মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট ?

সৌভিক মজুমদার, ঐশী মুখোপাধ্যায় ও সনৎ ঝা, কলকাতা: শর্তসাপেক্ষে ২১শে জুলাই উত্তরবঙ্গে শুভেন্দু অধিকারীর মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশে বলেছেন, শিলিগুড়ির তিনবাত্তি মোড় থেকে চুনাভাটি মোড় হয়ে ভিডিওকন গ্রাউন্ড পর্যন্ত মিছিল করা যাবে। তবে, প্রতিটা গ্রুপে ১০০ জনের বেশি মিছিল করে যাওয়া যাবে না। সভায় ১০ হাজার মানুষ উপস্থিত থাকতে পারবেন।
হাইভোল্টেজ ২১শে জুলাই।দক্ষিণে তৃণমূল, উত্তরে বিজেপি। সোমবার,শর্তসাপেক্ষে উত্তরবঙ্গে শুভেন্দু অধিকারীর মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। ধাক্কা খেল পুলিশ।কসবাকাণ্ডের আবহে নারী নিরাপত্তার ইস্যুকে সামনে রেখে, ২ জুলাই কসবা চলো অভিযানের মঞ্চ থেকে ২১ জুলাই উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ওই দিন শুভেন্দু অধিকারী বলেছিলেন, এরপর বিজেপির যুব মোর্চার তরফে অভিযানের অনুমতির জন্য় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে আবেদন করা হয়। কিন্তু আবেদন খারিজ করে দেয় পুলিশ। এই অবস্থায়, কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করে বিজেপির যুব মোর্চা।
সেই মামলায়, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিলেন,শিলিগুড়ির তিনবাত্তি মোড় থেকে চুনাভাটি মোড় হয়ে ভিডিওকন গ্রাউন্ড পর্যন্ত মিছিল করা যাবে। প্রতিটা গ্রুপে ১০০ জনের বেশি মিছিল করে যাওয়া যাবে না। সভায় ১০ হাজার মানুষ উপস্থিত থাকতে পারবেন।বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশে আরও বলেছেন,সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কর্মসূচি করা যাবে।






















