High Court: হাইকোর্টে স্বস্তি! রক্ষাকবচ পেলেন সৌমেন্দু অধিকারী
Soumendu Adhikari: পঞ্চায়েত নির্বাচনের মুখে নতুন মামলার মুখে পড়ার আশঙ্কায় মঙ্গলবার আদালতের দ্বারস্থ হন কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও বিজেপি নেতা সৌমেন্দু অধিকারী।

সৌভিক মজুমদার, কলকাতা: দাদার পর এবার ভাই! শুভেন্দুর পর সৌমেন্দু অধিকারীকেও রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। সৌমেন্দু অধিকারীকে ১৫ জুলাই পর্যন্ত রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নিদেশে, তাঁর বিরুদ্ধে চটজলদি কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। পঞ্চায়েত নির্বাচনের মুখে নতুন মামলার মুখে পড়ার আশঙ্কায় মঙ্গলবার আদালতের দ্বারস্থ হন কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও বিজেপি নেতা সৌমেন্দু অধিকারী।
বৃহস্পতিবার মামলার শুনানি হয় বিচাররপতি রাজাশেখর মান্থার এজলাসে। সৌমেন্দু অধিকারীকে ১৫ জুলাই পর্যন্ত রক্ষা কবচ দিয়ে বিচারপতি বলেন, 'তাঁর বিরুদ্ধে হঠাৎ করে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। কোনও কড়া পদক্ষেপ করতে হলে ১৫ দিন আগে তাঁকে জানাতে হবে। কারণ এর আগে সৌমেন্দুর বিরুদ্ধে দায়ের হওয়া ৮টি মামলা হাইকোর্টের বিভিন্ন এজলাসে খারিজ হয়েছে বা তিনি রক্ষাকবচ পেয়েছেন। এমনকী সুপ্রিম কোর্টেও তাঁর বিরুদ্ধে মামলা খারিজ হয়েছে।'
এই প্রেক্ষিতেই পঞ্চায়েত ভোটের আগে সৌমেন্দুর বিরুদ্ধে কড়া পদক্ষেপে নিষেধাজ্ঞা আদালতের। তৃণমূলে থাকাকালীন প্রায় ১০ বছর কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন সৌমেন্দু অধিকারী। পুরসভার মেয়াদ শেষের পর সামলেছেন প্রশাসকের দায়িত্ব।
কী আবেদন:
একুশের বিধানসভা ভোটের মুখে দাদা শুভেন্দু অধিকারীর মতো তিনিও বিজেপিতে যোগ দেন। এরপর, শ্মশান উন্নয়ন ও টেন্ডার দুর্নীতির অভিযোগ সহ একাধিক অভিযোগে সৌমেন্দুর বিরুদ্ধে মামলা রুজু হয়। একাধিকবার তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয়। কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হওয়ার সময় সৌমেন্দু জানান, তাঁর বিরুদ্ধে ১২টি এফআইআর রয়েছে। মিথ্য়ে মামলায় তাঁকে জড়ানো হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনের জন্য এবার বেশ কয়েকটি এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে সৌমেন্দু অধিকারীকে। তাই তাঁর আশঙ্কা, সুযোগ পেলেই তাঁর বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের করা হতে পারে। এই প্রেক্ষিতেই রক্ষাকবচ পেলেন সৌমেন্দু। যার ফলে পঞ্চায়েত ভোটের আবহে অনেকটাই স্বস্তিতে কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও বিজেপি নেতা সৌমেন্দু অধিকারী।
এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া ২৬টি FIR-এর ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন। তাঁর নির্দেশ ছিল, আগামী দিনে শুভেন্দুর বিরুদ্ধে কোনও FIR করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে।
আরও পড়ুন: একের বেশি ফর্ম ১৬ থাকলে কীভাবে ফাইল করবেন ইনকাম ট্যাক্স রিটার্ন ? রইল সহজ সমাধান






















