Justice Abhijit Gangopadhyay : 'শিক্ষকদের চোখের জল ফেলবেন না, স্কুল চালাতে না পারলে আদানিকে বেচে দিন', ইসিএলকে ভর্ৎসনা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
Calcutta High Court : ১ সপ্তাহের মধ্যে ৪ লক্ষ ৮০ হাজার টাকা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমার নির্দেশ। ইসিএল-কে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

সৌভিক মজুমদার, কলকাতা : স্কুল পরিচালনায় অব্যবস্থার কারণে ইস্টার্ন কোলফিল্ডকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের। 'দেশে স্বাধীনতার অমৃত মহোৎসব পালিত হচ্ছে আর শিক্ষকদের এই অবস্থা ? স্কুল চালাতে না পারলে আদানিকে বেচে দিন', মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
'ইস্টার্ন কোলফিল্ডের অধীনে ঝাড়খণ্ডে ৯ টি ও বাংলায় ৭ টি স্কুল আছে, শিক্ষকরা বেতন পান যথাক্রমে ৭ হাজার, সাড়ে ৫ হাজার ও ৫ হাজার টাকা। ৭-৮ বছর পর্যন্ত বাকি রয়েছে শিক্ষকদের বেতন। ইচ্ছে মতো বেতন দিচ্ছে ইসিএল, স্কুল বন্ধ করার চক্রান্ত চলছে', অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন ৪৪ জন শিক্ষক।
১ সপ্তাহের মধ্যে ৪ লক্ষ ৮০ হাজার টাকা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমার নির্দেশ। ইসিএল-কে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। সেই টাকা দিয়ে আগামী ৩ মাস সব শিক্ষককে মাসে ৫ হাজার টাকা করে দেওয়ার নির্দেশ। 'টাকা মিটিয়ে চাইলে স্কুল বন্ধ করে দিন। শিক্ষকদের চোখের জল ফেলবেন না। মামলা করতে লাখ লাখ টাকা ব্যয় করছেন আর বেতন দিতে পারছেন না ? ' প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। মামলার পরবর্তী শুনানি ২১ অগাস্ট।
প্রসঙ্গত, ইস্টার্ন কোলফিল্ডের অধীনে ঝাড়খণ্ডে ৯টি ও পশ্চিমবঙ্গে ৭টি বিদ্য়ালয় আছে। সেখানকার বেতন কাঠামো অনুযায়ী, বি.এড ডিগ্রি রয়েছে যাঁদের, সেই শিক্ষক শিক্ষিকারা মাসে পান ৭০০০ টাকা। স্নাতক শিক্ষাগত যোগ্যতা থাকলে ৫ হাজার ৫০০ টাকা এবং তার নিচের শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন শিক্ষকরা মাসে পান ৫০০০ টাকা। অভিযোগ, নিজেদের খেয়ালখুশি মতো বেতন দিচ্ছে ECL। কারও ১ বছরের উপর বেতন বকেয়া রয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, বিদ্যালয় গুলিতেও কোনও উন্নয়ন হচ্ছে না বলে দাবি শিক্ষকদের। এই অভিযোগে আদালতের দ্বারস্থ হন ৪৪ জন শিক্ষক শিক্ষিকা।
একাধিকবার বিভিন্ন ইস্যুতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিভিন্ন পর্যবেক্ষণ ঘিরে তোলপাড় হয়েছে। কখনও দুর্নীতির ‘মাথা’ খুঁজতে বলা! কখনও ‘ধেড়ে ইঁদুর বেরোনো’র ভবিষ্যদ্বাণী ! কখনও আবার ‘ঢাকি সমেত বিসর্জনের’ হুঁশিয়ারি! নিয়োগ দুর্নীতি মামলায়, বিভিন্ন সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ( Abhijit Gangopadhyay ) পর্যবেক্ষণ নতুন নতুন মাত্রা যোগ করেছে। যেমন, চলতি বছরের ফেব্রুয়ারিতে নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন,'দিদি একা সামলাতে পারছেন না। চারপাশে এত দুর্বৃত্ত থাকলে সামলাবেনই বা কি করে ?





















