Calcutta High Court: ময়দান চত্বরে কাটা যাবে না কোনও গাছ, নির্দেশ হাইকোর্টের
Maidan: আদালতে রেলওয়ে বিকাশ নিগম লিমিটেডের তরফে জানানো হয়, নির্মাণের জন্য সেনাবাহিনীর কাছে আবেদন জানানো হয়েছে। কিন্তু তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি সেনা।
![Calcutta High Court: ময়দান চত্বরে কাটা যাবে না কোনও গাছ, নির্দেশ হাইকোর্টের Calcutta High Court ordered No tree can be cut in Maidan Calcutta High Court: ময়দান চত্বরে কাটা যাবে না কোনও গাছ, নির্দেশ হাইকোর্টের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/17/b0e6b7a4709a228f63bba95786fb2c0b170022965818351_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সৌভিক মজুমদার, কলকাতা: ময়দান (Maidan) চত্বরে কাটা যাবে না কোনও গাছ। নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
কাটা যাবে না কোনও গাছ: মোমিনপুর-এসপ্লানেড মেট্রোর নতুন স্টেশন তৈরির জন্য ময়দান এলাকায় প্রায় ৭০০ গাছ কাটা হবে। এই গাছ কাটার জন্য প্রয়োজনীয় অনুমোদন নেই। এই অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয় একটি স্বেচ্ছাসেবী সংস্থা। আদালতে রেলওয়ে বিকাশ নিগম লিমিটেডের তরফে জানানো হয়, নির্মাণের জন্য সেনাবাহিনীর কাছে আবেদন জানানো হয়েছে। কিন্তু তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি সেনা। এ ছাড়া, রাজ্যের বন দফতরের কাছ থেকেও অনুমতি প্রয়োজন। তাই এখন গাছ কাটার কোন প্রশ্নই নেই। এরপরই গাছ কাটায় নিষেধাজ্ঞা জারি করেন প্রধান বিচারপতি। এর আগে গাছ কাটার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। ১৯ ডিসেম্বর পরবর্তী শুনানি।
মেট্রোর কাজের জন্য গাছকাটার অভিযোগ যদিও এই প্রথম নয়। এর আগে, বাইপাসেও মেট্রোর কাজ এবং রাস্তা সম্প্রসারণের জন্য গাছ কাটার অভিযোগ উঠেছিল। একাধিক বার সেই নিয়ে মামলাও করেছেন পরিবেশকর্মীরা। উন্নয়নমূলক কাজের জন্য যদি গাছ কাটতেও হয়, তার পরিবর্তে সম সংখ্যক বা বেশি সংখ্যক চারাগাছ লাগানোও নিয়ম। বেশির ভাগ ক্ষেত্রেই তা মানা হয় না বলে অভিযোগ।
এর আগে গত ২৬ অক্টোবর গাছ কাটার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। বলা হয়েছিল, মেট্রোর কাজের জন্য আপাতত কোন গাছ কাটতে পারবে না নির্মাণকারী সংস্থা রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড। ময়দান চত্বরের গাছ কাটার বিষয়টি নিয়ে আদালত বলেছিল, "ময়দান চত্বর যে শুধুমাত্র একটি খোলা জায়গা নয়, তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, শহরের যে কোনও মানুষই তা স্বীকার করবেন। কলকাতা ময়দান চত্বর এই শহরের ফুসফুস। মানুষের ঘোরার জায়গা ময়দান, প্রচুর মানুষ রোজ এখানে আসেন, প্রাতঃভ্রমণে বেরোন প্রচুর মানুষ।"
এদিকে জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে, এবারও ছট পুজো নিষিদ্ধ রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে। দক্ষিণ কলকাতা ও পূর্ব কলকাতার দুই সরোবরে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করেছে KMDA। আগামীকাল রাত ১০টা থেকে সোমবার বেলা ১২টা পর্যন্ত বন্ধ থাকবে রবীন্দ্র সরোবর। বিভিন্ন গেটে টাঙানো হয়েছে বিকল্প জলাশয়ের তালিকা। একই রকম ভাবে বন্ধ বেলেঘাটার সুভাষ সরোবরও।
আরও পড়ুন: Recruitment Scam: SSC নিয়োগ দুর্নীতি মামলার জন্য গঠন হল নতুন ডিভিশন বেঞ্চ
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)