Calcutta Highcourt: মেনকা গম্ভীরের ব্যাঙ্কক যাত্রার আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে
Menoka Gambhir: বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর।
![Calcutta Highcourt: মেনকা গম্ভীরের ব্যাঙ্কক যাত্রার আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে Calcutta High Court rejects Menka Gambhir's plea to travel to Bangkok Calcutta Highcourt: মেনকা গম্ভীরের ব্যাঙ্কক যাত্রার আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/11/6179dd6cfe82d2054519327674617316166283484682152_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সৌভিক মজুমদার, কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শ্যালিকা মেনকা গম্ভীরের (Menoka Gambhir) ব্যাঙ্কক (Bangkok) যাত্রার আবেদন গ্রহণ করল না কলকাতা হাইকোর্টের (Calcutta Highcourt) অবকাশকালীন বেঞ্চ। ছুটির পর আদালত চালু হলে নিয়মিত বেঞ্চে যাওয়ার পরামর্শ বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের। মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে ব্যাঙ্কক যেতে চেয়ে আদালতের দ্বারস্থ হন মেনকা গম্ভীর।
বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর। কিন্তু, তাঁর সেই আবেদন গ্রহণ করল না আদালত। ছুটির পর তাঁকে নিয়মিত বেঞ্চে যাওয়ার পরামর্শ দিলেন বিচারপতি। ব্যাঙ্কক যাওয়ার সময় , বিমানবন্দর থেকে ফিরতে হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে। কলকাতা বিমানবন্দরে, তাঁকে আটকায় অভিবাসন দফতর। সেখানেই, তাঁকে কয়লা পাচার মামলায় হাজিরার জন্য নোটিস ধরায় ED।
এবার বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মেনকা। আবেদনে তিনি জানান, মায়ের চিকিত্সার জন্য তিনি ব্যাঙ্কক যেতে চান। ফের ইডি হেনস্থা করতে পারে, এই আশঙ্কা থেকেই আদালতে আবেদন। এর আগে কলকাতা বিমানবন্দরে ইডি ও অভিবাসন দফতর তাঁকে হেনস্থা করে বলেও, আবেদনে উল্লেখ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা। কিন্তু কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ মেনকার আবেদন গ্রহণ করেনি।
আরও পড়ুন, 'মাস্টারমশাইয়ের বয়স হয়েছে, কী বলছেন জানেন না', রবীন্দ্রনাথের 'সিঙ্গুর মন্তব্য'র প্রতিক্রিয়া ফিরহাদের
ছুটির পর আদালত চালু হলে তাঁকে নিয়মিত বেঞ্চে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়। ১০ সেপ্টেম্বর বিমানবন্দর থেকে ফেরার পর, ED’র বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ জানিয়ে, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মেনকা গম্ভীর। সেই মামলাও খারিজ হয়ে যায়। বিচারপতি মৌসুমী ভট্টাচার্য বলেছিলেন, ইচ্ছাকৃতভাবে আদালত অবমাননা হয়, এ’ধরনের কোনও কাজ করেনি ED এবং অভিবাসন দফতর।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)