(Source: ECI/ABP News/ABP Majha)
SIT Investigation in Kaliagung Murder : উপেন বিশ্বাস, পঙ্কজ দত্ত, দময়ন্তী সেনকে দায়িত্ব, কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যুর ঘটনায় সিট গঠন হাইকোর্টের
Calcutta High Court : প্রয়োজন মনে করলে দ্বিতীয়বার ময়নাতদন্ত করাতে পারবে সিট, নির্দেশ হাইকোর্টের। পাশাপাশি নাবালিকার পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করবে পুলিশ, নির্দেশ হাইকোর্টের।
সৌভিক মজুমদার, কলকাতা : কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যুর ঘটনায় সিট গঠন হাইকোর্টের (Calcutta High Court)। প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস (Upen Biswas), প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত (Pankaj Dutta) ও কলকাতা পুলিশের স্পেশাল সিপি (১) দময়ন্তী সেনকে (Dayamanti Sen) নিয়ে সিট গঠন। হাইকোর্টের নজরদারিতে তদন্ত করবে সিট (SIT)।
অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে হাইকোর্টের বিচারপতির মন্তব্য 'প্রচণ্ড চাপের মুখে কাজ করতে পারছে না পুলিশ, তাই এই সিট গঠন'। প্রয়োজন মনে করলে দ্বিতীয়বার ময়নাতদন্ত করাতে পারবে সিট, নির্দেশ হাইকোর্টের। পাশাপাশি নাবালিকার পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করবে পুলিশ, নির্দেশ হাইকোর্টের।সত্য সামনে আসা দরকার, মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থার (Rajasekhar Mantha)। জাতীয় শিশু সুরক্ষা কমিশন সহ বাকিরা রিপোর্ট ও তথ্য সিটকে দিতে পারবে, নির্দেশ হাইকোর্টের।
১৬ বছরের মেয়েকে ধর্ষণ করে খুনের অভিযোগে, সম্প্রতি আগুন জ্বলে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। ঘটনায়, উত্তাল হয় রাজ্য রাজনীতি। জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে। CBI-তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় মৃতার পরিবার। এই মামলায় অন্তর্ভুক্ত হতে চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেন শুভেন্দু অধিকারী। ঘটনায় আগেই পুলিশের কাছে রিপোর্ট তলব করেছিল হাইকোর্ট।
বুধবার এই মামলায়, বিচারপতি মান্থা বলেন, প্রচণ্ড চাপের মুখে কাজ করতে পারছে না পুলিশ। সুরতহাল ও ময়নাতদন্তের সময়ের মধ্যে সন্দেহজনক পার্থক্য রয়েছে। তাই এই সিট গঠন। নিয়ম অনুযায়ী, ইনকোয়েস্ট বা সুরতহালের সময় পরিবারের সদস্য়কে উপস্থিত থাকতে হবে। বিচারপতি জানিয়েছেন, এই ক্ষেত্রে পরিবারের কেউ উপস্থিত ছিলেন না। mতাই এক্ষেত্রে প্রয়োজন মনে করলে দ্বিতীয়বার ময়নাতদন্ত করতে পারবে SIT।
এদিন বিচারপতি নির্দেশ দেন, প্রয়োজন মনে করলে, আরও সদস্য় নিয়োগ করতে পারে সিট। তদন্তে সিটকে সমস্তরকমভাবে সাহায্য করবে রাজ্য। কেস ডায়রি ও অন্যান্য নথি সিটকে দেবে রাজ্য পুলিশ। জাতীয় শিশু সুরক্ষা কমিশন সহ বাকিরা রিপোর্ট ও তথ্য সিটকে দিতে পারবে। তদন্ত চলাকালীন বাইরে নিজেদের মত প্রকাশ করবেন না সিটের সদস্যরা।
আরও পড়ুন- শুভেন্দুর সভায় পুলিশি অনুমতি না মেলার অভিযোগ, হাইকোর্টের দ্বারস্থ বিজেপি
প্রসঙ্গত, বুধবারই, রাজ্য সরকারের তদন্তের ওপর অনাস্থা প্রকাশ করে, দাঁড়িভিটকাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ ন্য়াশনাল ইনভেস্টিগেশন টিম বা এনআইএ-র হাতে তদন্তভার তুলে দেন বিচারপতি রাজাশেখর মান্থা। আর এবার, কালিয়াগঞ্জকাণ্ডে হাইকোর্টের সিট গঠন। আগামী ২৮শে জুন মামলার পরবর্তী শুনানি। তার আগে সিটকে প্রাথমিক রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি, পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্য় পুলিশকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।