Laketown Accident: লেকটাউনে বাসকে ধাক্কা গাড়ির, আহত ২, VIP রোডে প্রবল যানজট
বাসের মধ্যে ঢুকে পড়ে অপর একটি প্রাইভেট গাড়ি

জয়ন্ত পাল, কলকাতা: শহরের অন্যতম ব্যস্ত রাস্তা। এয়ারপোর্ট যাওয়া এবং আসার অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা এটি। সেই রাস্তাতেই ভয়ঙ্কর ঘটনা ঘটল। যার জেরে ব্যাপক যানজট তৈরি হয়।
ঠিক কী হয়েছে?
হাতিয়াড়া থেকে 30C রুটের বাস ভিআইপি রোডের লেকটাউনে ইউ টার্ন করবার জন্য দাঁড়িয়ে পড়ে পেছন থেকে একটি প্রাইভেট গাড়ি এসে বাসের মধ্যে ঢুকে পড়ে অপর একটি প্রাইভেট গাড়ি ওই প্রাইভেট গাড়ির পেছনে ধাক্কা মারে।
ভিআইপি রোডে কলকাতামুখী লেনে ব্যাপক যানজট। এই ঘটনায় প্রাইভেট গাড়ির দুজন আহত হয়েছেন। এই মুহূর্তে যানবাহন খুব ধীর গতিতে চলছে। ভিআইপি রোড থেকে আটক এবং ক্ষতিগ্রস্ত গাড়ি গুলোকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে ঘটনাস্থলে লেকটাউন ট্রাফিক গার্ডের পুলিশ।






















