Recruitment Scam: দুর্নীতির-অস্ত্র কি ওএমআর শিট? ইঙ্গিত সিবিআই তদন্তে
OMR Sheet Tampering:ওএমআর শিট বিকৃতিই কি নিয়োগ দুর্নীতির মূল চাবিকাঠি? সিবিআইয়ের সিট প্রধান এদিন হাইকোর্টে গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতির একটি মামলায় যে দাবি করলেন, তাতে ঘুরেফিরে এই প্রশ্নই উঠে আসছে।
কলকাতা: ওএমআর শিট (OMR Sheet) বিকৃতিই (tamper) কি নিয়োগ দুর্নীতির (corruption) মূল চাবিকাঠি? সিবিআইয়ের (CBI) সিট প্রধান এদিন হাইকোর্টে (high court) গ্রুপ-ডি (Group D) নিয়োগ দুর্নীতির (recruitment scam) একটি মামলায় যে দাবি করলেন, তাতে ঘুরেফিরে এই প্রশ্নই উঠে আসছে। তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত ২১ হাজার পদে দুর্নীতি হয়েছে। তার মধ্যে অন্তত ৯ হাজার ওএমআর শিট বিকৃত করা হয়েছে।
ওএমআর-রহস্য...
আদালতে সিবিআইয়ের সিট প্রধানের সওয়াল, 'গত নভেম্বর থেকে শুধু র্যাঙ্ক জাম্পিংয়ের অভিযোগের তদন্ত হচ্ছিল।‘গাজিয়াবাদ থেকে হার্ড ডিস্ক উদ্ধারের পর ওএমআর শিটের বিষয়টি সামনে আসে। আমরা সব নথি এসএসসিকে দিয়েছি। এখন তাদের ঠিক করতে হবে তারা কী ভাবে ত্রুটি সংশোধন করবে।’ ঘটনা হল, নিয়োগ দুর্নীতির তদন্তে আগেও উঠে এসেছে ওএমআর শিটের কারিকুরি। হালে ১৮৩ জনের পর নবম-দশমে বেআইনিভাবে চাকরি পাওয়া যে আরও ৪০ জনের হদিশ মিলেছিল, সূত্রের খবর তাঁদের ক্ষেত্রেও OMR শিটেই কারচুপি করে চাকরির সুপারিশ করে SSC। সেই মামলার শুনানিতেও উঠে আসে OMR শিটের প্রসঙ্গ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, গাজিয়াবাদ এবং কমিশনের দফতর থেকে বাজেয়াপ্ত করা হার্ডডিস্ক থেকে OMR শিটের যে নমুনা উদ্ধার হয়েছে, তা খতিয়ে দেখে রিপোর্ট দেবে CBI। নিয়োগ দুর্নীতির রহস্যের জট খুলতে OMR শিট নিয়ে, শুক্রবার করুণাময়ীতে SSC’র দফতরে বৈঠকে বসে CBI, মধ্যশিক্ষা পর্ষদ ও মামলাকারীর আইনজীবী। সূত্রের খবর, কলকাতা হাইকোর্টের নির্দেশে ওই বৈঠকে, CBI তদন্তে উঠে আসা নবম ও দশমের ৪০টি OMR শিটের নমুনা নিয়ে আলোচনা হয়। এই ৪০ জনের মধ্যে ২০ জন প্যানেলভুক্ত। বাকি ২০ জন ওয়েটিং লিস্টে ছিলেন। তবে, সকলেই সুপারিশপত্র পেয়েছিলেন।
প্রশ্নে মূল্যায়নকারী সংস্থা...
SSC’র নিয়োগ দুর্নীতির মামলায় প্রশ্নের মুখে পড়ে OMR শিট মূল্যায়নকারী সংস্থা নাইসার এক বাঙালির আধিকারিকের ভূমিকাও! সিবিআইয়ের চার্জশিটে দাবি করা হয়েছে, এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান, বর্তমানে জেলবন্দি সুবীরেশ ভট্টাচার্য, এমন অনেক প্রার্থীর চাকরির জন্য সুপারিশ করতেন, যাঁরা পরীক্ষায় পাসই করতে পারেননি। সুবীরেশের নির্দেশে SSC-র তৎকালীন প্রোগ্রাম অফিসার পর্ণা বসু সেই ফেল করা প্রার্থীদের নম্বর বাড়াতেন। যাতে তাঁরা প্যানেল বা ওয়েটিং লিস্টে চলে আসেন। সিবিআইয়ের চার্জশিটে দাবি করা হয়, SSC’র চেয়ারম্যান থাকাকালীন সুবীরেশ ভট্টাচার্য বাকিদের আশ্বাস দিয়েছিলেন, SSC-র কাছে থাকা নথিতে, ফেল করা প্রার্থীদের নম্বর যেভাবে বাড়ানো হবে, NYSA-র হেফাজতে থাকা নথিতেও, সেই প্রার্থীর নম্বর, সেইভাবেই বাড়িয়ে দেওয়া হবে। আর এব্যাপারে সাহায্য করবেন NYSA-র ভাইস প্রেসিডেন্ট। চার্জশিটে আরও দাবি করা হয়েছে, সুবীরেশ ভট্টাচার্য সহ অভিযুক্তদের এই আশ্বাসও দিয়েছিলেন যে, নম্বর বাড়ানোর পর, নতুন তথ্যও এসএসসি-র হাতে তুলে দেবেন ওই বেসরকারি সংস্থার অফিসার।
সব মিলিয়ে নবম-দশমে নিয়োগ হোক বা গ্রুপ -ডি নিয়োগে দুর্নীতি, বার বার প্রশ্ন উঠছে ওএমআর শিটের বিকৃতি নিয়ে।
আরও পড়ুন:G-20 র লোগোতে পদ্ম-চিহ্ন বিতর্ক, দিল্লি যাওয়ার আগে কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ?