Mid Day Meal: নজরে মিড ডে মিল, প্রকল্প পর্যালোচনায় রাজ্যে আসছে কেন্দ্রীয় দল
Central Team Visit: পর্যালোচনা করতে আসছেন কেন্দ্রের আধিকারিকরা। পুষ্টি বিশারদ, কেন্দ্র ও রাজ্যের আধিকারিকদের নিয়ে বৈঠক। সরেজমিনে পরিদর্শন করবেন প্রতিনিধি দল।
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: আবাস যোজনার (Awas Yojona) পর এবার স্কুলশিক্ষা। মিড ডে মিল (Mid Day Meal) পর্যালোচনায় আসছে এবার কেন্দ্রীয় দল। সূত্রের খবর, জানুয়ারিতেই রাজ্যের সঙ্গে বৈঠক। কীভাবে কাজ করছে মিড ডে মিল প্রকল্প? পর্যালোচনা করতে আসছেন কেন্দ্রের আধিকারিকরা। পুষ্টি বিশারদ, কেন্দ্র ও রাজ্যের আধিকারিকদের নিয়ে বৈঠক। সরেজমিনে পরিদর্শন করবেন প্রতিনিধি দল। সূত্রের খবর, রাজ্যকে জানিয়ে দিল কেন্দ্র।
এবার নজরে মিড ডে মিল: কথা ছিল, জানুয়ারি থেকেই মিড ডে মিলে দেওয়া হবে মুরগির মাংস। কোথাও সাপের পর, এবার মিড ডে মিলে টিকটিকিও মিলল বলে অভিযোগ। যা নিয়ে হুলুস্থুলকাণ্ড হল পাঁশকুড়ার মাইসরা এলাকায়। মিড ডে মিলে সাপ মেলার ঘটনায় যেদিন, বীরভূমের ময়ূরশ্বরের স্কুলে এলেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের দুই প্রতিনিধি। সেদিনই, পাঁশকুড়ার শ্যামপুরের ICDS স্কুলের মিড মে মিলে টিকটিকি মেলার অভিযোগ উঠল। এই স্কুলের পড়ুয়ার পরিবারের দাবি, শুক্রবার, স্কুল থেকে মিড ডে মিলে খিচুড়ি আর ডিম দেওয়া হয়েছিল। বাড়িতে এসে, খাওয়ার সময় দেখা যায়, খিচুড়ির মধ্যে সিদ্ধ হয়ে রয়েছে একটি টিকটিকি।মিড ডে মিলের খিচুড়ি না খাওয়ার জন্য এলাকায় প্রচার করা হয়। খবর পেয়ে, গ্রামে পৌঁছোয় মেডিক্যাল টিম। এইসবের মাঝেই এবার প্রকল্প পর্যালোচনার কথা ভাবছে কেন্দ্র। কীভাবে কাজ করছে মিড ডে মিল প্রকল্প? তা খতিয়ে দেখবেন কেন্দ্রের আধিকারিকরা।
পঞ্চায়েত ভোটের আগে গ্রামবাংলার উত্তাপ বাড়াচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ! সদ্য় দুই জেলা থেকে ঘুরে গেছে দুই কেন্দ্রীয় দল। তার এক সপ্তাহ কাটতে না কাটতেই, ফের রাজ্যে প্রতিনিধি দল পাঠাচ্ছে মোদি সরকার। আর এবার নজরে মিড ডে মিল। স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, চলতি মাসের ২০ তারিখ প্রস্তাব দেওয়া হয়েছে একটা টিম আসবে। যে টিমে কেন্দ্রের আধিকারিকরা ছাড়াও থাকবেন পুষ্টি বিশারদরা। স্কুল শিক্ষায় মূলত দুটি কেন্দ্রীয় প্রকল্প চলে। একটি মিড ডে মিল, অন্যটি সমগ্র শিক্ষা মিশন। মিড ডে মিল সঠিকভাবে কাজ করছে কি না তা সরেজমিনে খতিয়ে দেখা হবে।
আবাস-দুর্নীতির অনুসন্ধানে এই নিয়ে দ্বিতীয় দফায় প্রতিনিধি দল পাঠাচ্ছে কেন্দ্র। এবার প্রতিনিধি দলের সংখ্যা বাড়িয়ে ৫ করা হয়েছে। রাজ্যের ১০ জেলায় আবাস-দুর্নীতির অনুসন্ধান চালাবে ওই ৫টি দল। ইতিমধ্যেই রাজ্যের পঞ্চায়েত সচিবকে চিঠি দিয়ে এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রক। চিঠিতে উল্লেখ করা হয়েছে,মালদা ও পূর্ব মেদিনীপুর ছাড়াও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, নদিয়া , মুর্শিদাবাদ , আলিপুরদুয়ার , দার্জিলিং এবং কালিম্পংয়ে আবাস-দুর্নীতির অনুসন্ধান চালাবে কেন্দ্রীয় প্রতিনিধি দল।
আরও পড়ুন: Jhargram News: হাতির হানায় ভেঙেছে ঘর, ৬ মাস ধরে কর্মতীর্থে বাস দুই পরিবারের
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )