এক্সপ্লোর

NSD Theatre Guidelines: মোদির গুণগান না করলে অনুদান বন্ধ? কেন্দ্রের নাট্য নির্দেশিকা নিয়ে বিতর্ক

Bratya Basu: সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে সরব হয়েছেন ব্রাত্য।

কলকাতা: কেন্দ্রীয় সরকারের নাটক নির্দেশিকা নিয়ে বিতর্ক। রাজ্যের সরকারি অনুদানপ্রাপ্ত নাট্যদলগুলির কাছে নির্দেশিকা সম্বলিত চিঠি এসে পৌঁছেছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের নির্দেশে ওই চিঠি পাঠিয়েছে ন্যাশনাল স্কুল অফ ড্রামা। নির্দিষ্ট বিষয় চিহ্নিত করে নাট্যোৎসবের জন্য নাটক তৈরির নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। বাধ্যতামূলক ভাবে ওই বিষয়বস্তুর উপর নির্ভর করেই নাটক তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ। সেই নিয়ে সরব হয়েছেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। 

সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে সরব হয়েছেন ব্রাত্য। তিনি লেখেন, 'লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের বিজেপি সরকার পশ্চিমবঙ্গের থিয়েটার দলগুলিকে প্রধানমন্ত্রীর মহিমাবাচক, গুণকীর্তন করার একটি ছোট নাটিকা পাঠিয়ে বলেছে, সর্বত্র সেটি মঞ্চস্থ করতে হবে। ওই নাটক মঞ্চস্থ না করলে কেন্দ্রের পাঠানো অনুদান এবং ভর্তুকি বন্ধ করে দেওয়া হবে। (NSD Theatre Guidelines)

রাজ্যের নাট্যদলগুলির উদ্দেশে ব্রাত্য লেখেন, 'পশ্চিমঙ্গের থিয়েটার দলগুলি যেহেতু মূলত বামপন্থী সেক্যুলার, আমরা আশা করতে পারি যে এই নির্লজ্জ প্রস্তাব সকলে ঘৃণাভর প্রত্যাখ্যান করবেন'। কেন্দ্রের পাঠানো বলে একটি নাটিকাও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন ব্রাত্য। তিনি লেখেন, ‘ঠেলার নাম বাবাজি কাকে বলে দ্যাখ এবার’।

আরও পড়ুন: Calcutta High Court:সন্দেশখালির ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ কলকাতা হাইকোর্টের

কেন্দ্রের পাঠানো বলে যে নাটিকা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন ব্রাত্য, তাতে সূত্রধার এবং এক ব্যক্তির মধ্যে কথোপকথন খানিকটা এই রূপ-

ব্যক্তি ১: পঞ্চম বেদ কে লিখেছিলেন?

সূত্রধার: আমাদের এক মহান ঋষি, ভরতমুণি। উনি নাট্যশাস্ত্র রচনা করেন। নাটকের অর্থ শৃঙ্খলা, সংগঠন এবং সাক্ষরতা, অর্থাৎ দেশে লেখাপড়া জানা লোক ভর্তি ছিল। তাই তো নালন্দা, তক্ষশিলা, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র ভারতবর্ষেই ছিল।

ব্যক্তি ১: এবার বুঝলাম। জ্ঞান ছিল বলেই আমরা ধনী ছিলাম। সোনার পাখি এই জন্যই বলা হতো।

সূত্রধার: বিদেশ থেকে লোকজন এখানে পড়তে আসতেন। আমাদের বিশ্ববিদ্যালয়ে।

ব্যক্তি ১: তাহলে গড়বড় হল কবে?

সূত্রধার: ৪০০ বছর আগে।

ব্যক্তি ১: কী করে?

সূত্রধার: একতার অভাবে, অখণ্ডতা ছিল না বলে।

ব্যক্তি ১: তাতেই কি ওই ঐতিহ্য হারালাম আমরা? সামাজিক কুরীতির জন্য?

সূত্রধার: হ্যাঁ।

ব্যক্তি ১: কী কুরীতি?

সূত্রধার: আলস্য, নেশা, অহঙ্কার, বিভেদ, ছুঁৎমার্গ, ভেদাভেদ। নিজেকে অন্যের থেকে বড় ভাবা, নিজেদের মধ্যে লড়াই। প্রত্যেকে এর বিরুদ্ধে সঙ্কল্প নিতে হবে। ব্যক্তি ঠিক হলে, পরিবার মজবুত হবে। পরিবার মজবুত হলে সমাজ এবং দেশও মজবুত হবে।

ব্যক্তি ১: পরিবার বলতে মনে পড়ল, জি-২০ সম্মেলনে মোদিজি ‘ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলির কথা বলছিলেন, কেন এমন?

সূত্রধার: এই কথাই তো হাজার হাজার বছর আগে মহা উপনিষদে বাল হয়েছিল, ‘বসুধৈব কুটুম্বকম’। অর্থাৎ এক বিশ্ব, এক পরিবার।

ব্যক্তি ১: আমিও কিছু বলতে চাই।

সূত্রধার: কী বলতে চাও?

ব্যক্তি ১: করোনা কালের ব্যাপারে। বিশ্ব জুড়ে করোনার সঙ্কট নেমে এসেছিল। সেই সময় আমাদের ভারতে তৈরি ওষুধ বিনামূল্যে গোটা বিশ্বে পৌঁছে দেওয়া হয়েছিল, যাতে মানুষের প্রাণরক্ষা হয়েছিল। একেই বলে বাঁচো এবং বাঁচতে দাও।

কথোপথনে বার বার 'বিকশিত ভারত', 'বিশ্বগুরু ভারতে'র উল্লেখও রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণে এবং বিজেপি-র রাজনৈতিক সভা-মিছিলে বার বার যার উল্লেখ উঠে এসেছে। তাই এই নাটককে বাধ্যতামূলক করা নিয়ে প্রশ্ন উঠছে।  ব্রাত্য যেমন কেন্দ্রের এই নির্দেশিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, তেমনই বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ্যায় বলেন, "নির্দেশ এসেছে। কিন্তু আমরা করতে পারব না।" যদিও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি এই নির্দেশের পক্ষেই সওয়াল করেছেন।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Credit Card: ক্রেডিট কার্ডের বিল না দিলেও হুমকি দিতে পারে না ব্যাঙ্ক, জানুন আপনার অধিকার
ক্রেডিট কার্ডের বিল না দিলেও হুমকি দিতে পারে না ব্যাঙ্ক, জানুন আপনার অধিকার
 Job Fraud: সাবধান ! লিঙ্কডইনে চাকরির টোপ দিয়ে নতুন প্রতারণা, আপনার কাছে এসেছে এই ভিডিয়ো কল ?  
সাবধান ! লিঙ্কডইনে চাকরির টোপ দিয়ে নতুন প্রতারণা, আপনার কাছে এসেছে এই ভিডিয়ো কল ?  
Stock Market : রিলায়েন্স, আদানি ছাড়াও ১১৩৩টি স্টক ৫২ সপ্তাহের লো-তে, আপনি কোনটার মালিক ?
রিলায়েন্স, আদানি ছাড়াও ১১৩৩টি স্টক ৫২ সপ্তাহের লো-তে, আপনি কোনটার মালিক ?
Reliance Industries: একদিনে ৪০ হাজার কোটি টাকার হারাল রিলায়েন্স, আরও ধস বাকি ! এখন বিনিয়োগের সময় ?
একদিনে ৪০ হাজার কোটি টাকার হারাল রিলায়েন্স, আরও ধস বাকি ! এখন বিনিয়োগের সময় ?
Advertisement
ABP Premium

ভিডিও

Tangra News : ট্যাংরাকাণ্ডে NRS থেকে ছাড়া হল প্রসূনকে। আনা হল ট্যাংরা থানায়BJP On JU : যাদবপুরকাণ্ডের প্রতিবাদে পথে বিজেপি যুব মোর্চা। গোলপার্ক থেকে প্রতিবাদী মিছিলSuvendu on JU : রাজ্যপালের উচিত আর জি করের মতো JU-তে  সেন্ট্রাল ফোর্স পাঠানো : শুভেন্দুJU News: JU থেকে গোলপার্ক পর্যন্ত মিছিল পড়ুয়া, প্রাক্তনীদের। যাদবপুর থানার সামনে মিছিল আটকায় পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Credit Card: ক্রেডিট কার্ডের বিল না দিলেও হুমকি দিতে পারে না ব্যাঙ্ক, জানুন আপনার অধিকার
ক্রেডিট কার্ডের বিল না দিলেও হুমকি দিতে পারে না ব্যাঙ্ক, জানুন আপনার অধিকার
 Job Fraud: সাবধান ! লিঙ্কডইনে চাকরির টোপ দিয়ে নতুন প্রতারণা, আপনার কাছে এসেছে এই ভিডিয়ো কল ?  
সাবধান ! লিঙ্কডইনে চাকরির টোপ দিয়ে নতুন প্রতারণা, আপনার কাছে এসেছে এই ভিডিয়ো কল ?  
Stock Market : রিলায়েন্স, আদানি ছাড়াও ১১৩৩টি স্টক ৫২ সপ্তাহের লো-তে, আপনি কোনটার মালিক ?
রিলায়েন্স, আদানি ছাড়াও ১১৩৩টি স্টক ৫২ সপ্তাহের লো-তে, আপনি কোনটার মালিক ?
Reliance Industries: একদিনে ৪০ হাজার কোটি টাকার হারাল রিলায়েন্স, আরও ধস বাকি ! এখন বিনিয়োগের সময় ?
একদিনে ৪০ হাজার কোটি টাকার হারাল রিলায়েন্স, আরও ধস বাকি ! এখন বিনিয়োগের সময় ?
ICC Champions Trophy: কোন পথে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে চার দল, ফাইনালে ওঠার যোগ্য দাবিদার কারা?
কোন পথে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে চার দল, ফাইনালে ওঠার যোগ্য দাবিদার কারা?
বরুণের দুরন্ত পারফরম্য়ান্স কি সেমিফাইনালের আগে অন্য চাপ বাড়িয়ে দিল ভারতের
বরুণের দুরন্ত পারফরম্য়ান্স কি সেমিফাইনালের আগে অন্য চাপ বাড়িয়ে দিল ভারতের
Ola Layoffs: এবার বড় কর্মী ছাঁটাই ওলা ইলেকট্রিকে, ১০০০ জনের চাকরি যাবে-বলছে রিপোর্ট 
এবার বড় কর্মী ছাঁটাই ওলা ইলেকট্রিকে, ১০০০ জনের চাকরি যাবে-বলছে রিপোর্ট 
Weather Forecast: এই সপ্তাহেই গরমে পুড়তে চলেছে এই জেলাগুলি? কলকাতায় কত থাকবে তাপমাত্রা?
এই সপ্তাহেই গরমে পুড়তে চলেছে এই জেলাগুলি? কলকাতায় কত থাকবে তাপমাত্রা?
Embed widget