Calcutta High Court: দুর্গাপুজোয় ক্লাবগুলিকে ৭০ হাজার করে দেওয়ার প্রতিশ্রুতিকে চ্যালেঞ্জ, নতুন আবেদন হাইকোর্টে
Durga Puja: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এর পরই নতুন আবেদন করার অনুমোদন দিলেন প্রধান বিচারপতি। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা।
কলকাতা: ক্লাবগুলিকে দুর্গাপুজোয় ৭০ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতিকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন আবেদন জমা পড়ল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এর পরই নতুন আবেদন করার অনুমোদন দিলেন প্রধান বিচারপতি (Justice)। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা।
চলতি বছর আরও বেড়েছে দুর্গাপুজোর (Durga Puja) সরকারি অনুদান। পুজো কমিটি পিছু অনুদান ৬০ হাজার টাকা থেকে বেড়ে হল ৭০ হাজার। বিদ্য়ুতের বিল বাবদ পুজো কমিটিগুলিকে দিতে হবে তিনভাগের ১ ভাগ। একথা আগেই ঘোষণা করেছেন মুখ্য়মন্ত্রী (CM Mamata Banerjee)। গতবছর ছিল ৬০ হাজার। এবার যোগ হয়েছে, আরও ১০ হাজার। দুর্গাপুজো কমিটিগুলোকে এবার ৭০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় এদিন বলেছিলেন, 'এ নিয়ে আবার কোর্ট কেসে চলে যাবে। কিছু আরশোলা বসে রয়েছে মামলা করবে বলে। শুরু করেছিলাম, ২৫ হাজার দিয়ে। এর পর কোভিড। খুব কষ্ট করে ক্লাবগুলো পুজো করে। তাই ৫০ হাজার করলাম। পরের বছর ৬০ হাজার। এবার তাহলে ওটা হাফ করে দিই? সরকারের কিন্তু একদম টাকা নেই। যখন প্রয়োজন হবে সাহায্য় করবেন তো? ৬০ হাজার টাকা বাড়িয়ে ৭০ হাজার করলাম'।
কটাক্ষের সুর বিরোধীদের গলায়: দুর্গাপুজোয় সরকারি অনুদান বেড়ে ৭০ হাজার হওয়ায় কটাক্ষের সুর শোনা গিয়েছে বিরোধীদের গলায়। সোমবার ইমাম, মোয়াজ্জেম, পুরোহিতদের মাসিক ভাতা ৫০০ টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। পরের দিনই পুজো কমিটির অনুদান বাড়ানোর কথা ঘোষণা করলেন তিনি। প্রায় ৪৩ হাজার পুজো কমিটিকে ৭০ হাজার টাকা করে অনুদান দেবে রাজ্য় সরকার। অর্থাৎ, পুজোর অনুদান বাবদ রাজ্য় সরকারের খরচ হবে প্রায় ৩০১ কোটি টাকা। পুজো কমিটিগুলিকে রাজ্য় সরকারের বিভিন্ন দফতর বিজ্ঞাপনও দেবে। সেই বাবদও টাকা পাবে পুজো কমিটিগুলি। বিদ্য়ুতের বিল বাবদ পুজো কমিটিগুলিকে এক তৃতীয়াংশ মাসুল দিতে হবে। এবার ২৪ শে অক্টোবর পড়েছে দশমী। ২৪, ২৫, ২৬ এই তিনদিন প্রতিমা বিসর্জন করা যাবে বলে জানিয়েছেন মুখ্য়মন্ত্রী। আর ২৭ তারিখ রেড রোডে হবে পুজো কার্নিভাল।
আরও পড়ুন: South 24 Parganas: কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, মন্দিরবাজারের ঘটনায় গ্রেফতার দুই অভিযুক্ত