Chhath Puja 2024 : ছট পুজোয় গঙ্গার ঘাটগুলিতে ভিড়, আজ ও কাল কী করবেন ? কোনগুলি একেবারেই নয়
Dos & Don'ts In Chhath Puja 2024: ছট পুজোয় গঙ্গার ঘাটগুলিতে ভিড়, সপরিবারে সেলফি..
কলকাতা: দুর্গাপুজো, কালীপুজো পেরিয়ে আজ ও কাল ছটপুজো। ছটপুজো উপলক্ষে রবীন্দ্র ও সুভাষ সরোবরের সামনে বাঁশের ব্যারিকেড, রাস্তায় গার্ডরেল। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে, ছট পুজো নিষিদ্ধ এই দুই জলাশয়ে দূষণ রুখতে তৎপর KMDA। আজ সূর্যদেবের উপাসনায় গঙ্গার ঘাটগুলিতে সকাল থেকেই ভিড়।
ছট পুজোয় কী করবেন ? কোন কাজ গুলি একেবারেই নয়
ছট পুজোর দিনগুলিতে ঘি দিয়ে রান্না করলে ভাল হয়। রান্নায় সষ্যের তেল ব্যবহার এসময় না করলেই ভাল হয়। রান্নায় সাধারণ নুন থেকে দূরে থাকলেই ভাল হয়। এসময় সৈন্ধব লবন ব্যবহার করাই শ্রেয়। সূয ওঠার আগে পরিমাণ মতো জল খেয়ে নিতে পারেন। এসময় উপোস সেরে সন্ধ্যা বেলায় রুটি খাবেন। নুন ছাড়া ঘি খাবেন। ছট পুজোর দিনগুলিতে ভূল করেও চুল কাটানো বা নখ কাটাকাটিতে যাবেন না।
সূর্য বন্দনা
মূলত ছট বা ছঠ , ষষ্ঠী নামের অপভ্রংশ। মূলত সূর্যষষ্ঠী ব্রত হওয়ায় জন্য একে ছট বলা হয়। কিছু পৌরাণিক আখ্যানে ছট পুজোর রীতি নিয়মের সঙ্গে মিল থাকা উৎসবের নিদর্শন দেখা যায়। ঋকবেদের শ্লোকে সূর্য বন্দনার স্পষ্ট নিদর্শন রয়েছে। ভারতীয় সভ্যতার সঙ্গে গ্রীক, রোমান, মিশরীয় সভ্যতাতেও সূর্যই প্রধান দেবতা ছিলেন। উল্লেখ্য, ছট পুজোয় কোনও মূর্তি উপাসনার স্থান নেই। মূল উদিত ও অস্তমিত সূর্যকে পুজো দেওয়া হয়। পুজোর দুই দিন আগে লাউ ভাত খাওয়ার পর এক কঠোর ব্রত পালনের মধ্য দিয়ে যেতে হয়। ছট পুজোয় নৈবদ্য কুলো বা থালায় উৎসক করা হয়।
আরও পড়ুন, প্রতিবাদে ক্যানিংয়ে ২ মহিলাকে বেধড়ক 'মার', ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা
ছটপুজোয় কোথায় নিষেধাজ্ঞা ?
জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে বরাবরের মতই কলকাতার রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে ছটপুজোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সরোবরে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করে প্রতিটা গেটে টাঙানো হয়েছে ফ্লেক্স, মোতায়েন পুলিশও গতকাল রাত ৮টা থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরের সমস্ত গেট আগামীকাল বেলা ১২টা পর্যন্ত গেট বন্ধ থাকবে। বিকল্প হিসাবে ছটপুজোর জন্য, প্রতিবছরের মতো এবারেও শহরের বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে কৃত্রিম জলাশয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।