Mamata Banerjee: 'চন্দ্রযান অভিযানের ৪০ শতাংশ বিজ্ঞানী বাংলার' দাবি মুখ্যমন্ত্রীর
Chandrayan 3: গত মাসেই চাঁদের ঘরে প্রবেশ করেছে চন্দ্রযান। চাঁদের দক্ষিণ মেরু সন্নিহিত অগম্য স্থানে পৌঁছে গিয়েছে ভারত। যাতে দেশের সাফল্যের মুকুটে নতুন পালক যোগ হয়েছে।
কলকাতা: 'চন্দ্রযান অভিযানের ৪০ শতাংশ বিজ্ঞানী বাংলার।' স্পেনে বাণিজ্য সম্মেলনে গিয়ে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বাংলা এবং বাঙালিদের সাফল্যের কথা তুলে ধরলেন বিশ্বের দরবারে। তাতেই উঠে এল চন্দ্রযান প্রসঙ্গ।
কী বললেন মুখ্যমন্ত্রী?
গত মাসেই চাঁদের ঘরে প্রবেশ করেছে চন্দ্রযান। চাঁদের দক্ষিণ মেরু সন্নিহিত অগম্য স্থানে পৌঁছে গিয়েছে ভারত। যাতে দেশের সাফল্যের মুকুটে নতুন পালক যোগ হয়েছে। তেমন গর্বিত বাঙালিরাও। ইসরো চন্দ্রযান ৩ মিশনে ছিলেন বহু বাঙালি। সেই প্রসঙ্গই আজ উঠে এল মুখ্যমন্ত্রীর কথায়। স্পেনের শিল্পপতিদের বাংলায় লগ্নির আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "সাম্প্রতিককালে আপনারা দেখেছেন ভারত চাঁদে পৌঁছে গিয়েছে। গোটা টিমটার মধ্যে ৪০ শতাংশই ছিলেন বাংলার বিজ্ঞানী। আমরা তাঁদের জন্য গর্বিত।''
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘স্পেন ও বাংলার অনেক মিল রয়েছে। এক-দুমাসের মধ্যেই বাংলায় ফুটবল অ্যাকাডেমি করবে লা লিগা। কপিল, সচিন, সৌরভের মতো ভারতে অনেক ক্রীড়া প্রতিভা আছে। মহামেডান, মোহনবাগান, ইস্টবেঙ্গলের মতো ক্লাব আছে বাংলায়।আপনারা আমাদের আতিথেয়তার সুযোগ দিন। গণতন্ত্র আমাদের শক্তি।অনেক রাজনৈতিক দল থাকতে পারে, তবে বৈচিত্রের মধ্যে ঐক্য আছে।অনেকে মনে করেন না ঠিকই, কিন্তু বাংলা শিল্পের প্রতি যত্নশীল।’স্পেনের শিল্পপতিদের বাংলায় লগ্নির আহ্বান মুখ্যমন্ত্রীর।
পাশাপাশি তিনি বলেন, ‘আমরা সব ধর্ম, সম্প্রদায়কে ভালবাসি। দুর্গাপুজো থেকে ক্রিসমাস, সমস্ত উৎসব সমারোহের সঙ্গে উদযাপন করা হয়। ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে বাংলার দুর্গাপুজো। পাহাড়-জঙ্গল-নদী-সমুদ্র সবই আছে বাংলায়। বাংলায় পর্যটন শিল্পের উজ্জ্বল ভবিষ্যৎ। ভারতের সাংস্কৃতিক পীঠস্থান বাংলা।বাংলার মেধার মান অনেক উন্নত। বাংলা শিল্পের কদর করতে জানে। বাংলায় আসুন, শিল্প গড়ুন, জমির কোনও অভাব হবে না' স্পেনের শিল্পপতিদের বাংলায় লগ্নির আহ্বান মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, 'আমরা কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প করেছি বাংলায়।বাংলায় শিল্পবান্ধব পরিবেশ আছে।শিক্ষা-সংস্কৃতি-চলচ্চিত্র-পর্যটন, বিভিন্ন ক্ষেত্রে বাংলায় বিনিয়োগের সম্ভাবনা আছে।'
আরও পড়ুন: Chicken Price Hike: আচমকা মূল্যবৃদ্ধি, মুরগির মাংস কিনতে গিয়ে পকেটে টান ক্রেতাদের