![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Mamata Banerjee : শালবনি হাসপাতালে ঝটিকা সফর মুখ্যমন্ত্রীর, সরেজমিনে খতিয়ে দেখলেন নতুন সুপার স্পেশালিটি ভবন
Shalboni Hospital : মালদার পর শালবনিতে তৃণমূলের নবজোয়ারে আজ ফের একমঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এগরার কর্মসূচি শেষে শালবনি পৌঁছন মুখ্যমন্ত্রী।
![Mamata Banerjee : শালবনি হাসপাতালে ঝটিকা সফর মুখ্যমন্ত্রীর, সরেজমিনে খতিয়ে দেখলেন নতুন সুপার স্পেশালিটি ভবন Chief Minister Mamata Banerjee Surprise Visit to Shalboni Hospital oversee new super speciality Bhavan Mamata Banerjee : শালবনি হাসপাতালে ঝটিকা সফর মুখ্যমন্ত্রীর, সরেজমিনে খতিয়ে দেখলেন নতুন সুপার স্পেশালিটি ভবন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/27/cf0735231059a8d7cc68e8311d185c98168518396722552_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
অনির্বাণ বিশ্বাস, শালবনি : রাজনৈতিক যাত্রার মাঝে প্রশাসনিক ঝটিকা সফর। হঠাৎই শালবনি হাসপাতালে ঝটিকা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। সেখানকার নতুন সুপার স্পেশালিটি বিল্ডিং সরেজমিনে পরিদর্শন করে দেখেন মুখ্যমন্ত্রী। চিকিৎসক-নার্স-রোগী থেকে রোগীদের আত্মীয়দের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও অভাব-অভিযোগ রয়েছে কি না, জানতে চান তিনি।
প্রসঙ্গত, মালদার পর শালবনিতে তৃণমূলের নবজোয়ারে আজ ফের একমঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এগরার কর্মসূচি শেষে শালবনি পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানে পৌঁছেই তিনি যান শালবনি হাসপাতালে। নতুন সুপার স্পেশালিটি বিল্ডিংয়ে সমস্ত রকম অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম রয়েছে কি না, আর কী কী প্রয়োজন, সে সম্পর্কে খোঁজখবর নেন তিনি। পাশাপাশি চিকিৎসক-নার্সদের সঙ্গে কথা বলে তাঁদের সুবিধা অসুবিধা জানতে চান।
শুধু চিকিৎসক-নার্সরাই নন রোগীদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রোগীদের থেকে ও পরে বেশ কিছু রোগীর পরিবারের আত্মীয়দের সঙ্গেও কথা বলেন তিনি। তাঁদের কাছে কোনও অভাব-অভিযোগ রয়েছে কি না, সে বিষয়েও জানতে চান তিনি। যেখানে কথাবার্তা বলার পরই শালবনি স্টেডিয়ামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে নবজোয়ার কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য বেরিয়ে যান তৃণমূল নেত্রী।
আরও পড়ুন- সর্বসমক্ষে মাথানত করলেন, এগরায় গিয়ে ক্ষমা চাইলেন মমতা
হাসপাতালের পরিষেবা যেভাবে চলছে, তাতে স্বস্তি প্রকাশ করে চিকিৎসক-নার্সদের ধন্যবাদ জানান তিনি। মুখ্যমন্ত্রীকে এভাবে কাছে পেয়ে আপ্লুত হয়ে যান তাঁরাও। বেরিয়ে আসার আগে হাসপাতাল কর্তৃপক্ষকে তিনি জানিয়ে আসেন, রাজ্য সরকারের তরফ থেকে কোনও সাহায্য লাগলে তা জানাতে।
এদিকে, খোদ মুখ্যমন্ত্রীর কাছেই দাবি-দাওয়া পেশ করতে চান কুড়মিরা। মুখ্যমন্ত্রীর সফরের আগে অনুমতি চেয়ে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে চিঠি দিল কুড়মিদের সংগঠন ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি। এর পাশাপাশি, ফের একবার অভিষেকের কনভয়ে হামলা-যোগ অস্বীকার করে বহিরাগতদের দিকে আঙুল তুলেছেন কুড়মিরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে কুড়মিদের পুলিশের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে বলে জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার। ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির দাবি, ঘোষিত কর্মসূচি অনুযায়ী জঙ্গলমহলে যে কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি এলে তাঁর কাছে কুড়মিরা গিয়ে দাবি-দাওয়া জানাবেন ও সংশ্লিষ্ট দলের অবস্থান জানতে চাইবেন। কুড়মিদের দাবি, এর আগে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া-সহ একাধিক জন প্রতিনিধির পথ আটকে দাবি পেশ করা হয়েছে।
আরও পড়ুন: Lifestyle: শুধু বাইরে নয়, ঘরেও দরকার সান স্ক্রিন, মানেন অনেকেই
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)