Bankura Accident:বিষ্ণুুপুরে খেলার মাঠে বেপরোয়া গতির বলি শিশু
Bishnupur Child Death:মর্মান্তিক দুর্ঘটনায় শিশুমৃত্যু বিষ্ণুপুর শহরের নেতাজি নগর কলোনিতে। গত কাল, বৃহস্পতিবার, বিকেলে ঘটনাটি ঘটেছে তারা মা খেলার মাঠে।
তুহিন অধিকারী, বাঁকুড়া: মর্মান্তিক দুর্ঘটনায় শিশুমৃত্যু বিষ্ণুপুর শহরের (Bishnupur Child Death) নেতাজি নগর কলোনিতে। গত কাল, বৃহস্পতিবার, বিকেলে ঘটনাটি ঘটেছে তারা মা খেলার মাঠে। মৃত শিশুর নাম প্রিয়ম প্রামাণিক, বয়স ৬ বছর। তার মৃত্যুর খবর আসতেই এলাকাজুড়ে শোকের ছায়া ছড়িয়ে পড়ে।
কী জানা গেল?
বিকেলে মাঠে খেলছিল শিশুরা। তাদের মধ্যে ৬ বছরের প্রিয়মও ছিল বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। তাঁরাও আরও জানান, মাঠেই একটি চারচাকা গাড়ি দাঁড়িয়ে ছিল। তাতে গাড়ির মালিক ও তাঁর বন্ধুও ছিলেন। কোনও কারণে গাড়িটি স্টার্ট হচ্ছিল না। তাই সেটিকে ঠেলে দেওয়ার জন্য মাঠে খেলাধুলো করছিলে এমন কয়েকজন যুবককে ডাকেন গাড়িচালকের বন্ধু চন্দন রায়। ওই যুবকরা গাড়িটি ঠেলে দিলে সেটি স্টার্টও হয়ে যায়। এরপর হঠাৎ করেই স্টিয়ারিংয়ে থাকা চন্দন রায় দ্রুতগতিতে গাড়িটি মাঠের মাঝখানে নিয়ে চলে যান। সেখানেই শিশুদের দল খেলা করছিল। প্রত্যদর্শীদের বক্তব্য, ঠিক সেই দিকেই গাড়িটি নিয়ে যেতে থাকে চন্দন। একসময়ে গাড়িটি প্রিয়মকে গিয়ে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে শিশুটি। তড়িঘড়ি স্থানীয়রা তাকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনা ঘিরে সাময়িক ক্ষোভের পরিস্থিতি সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিষ্ণুপুর থানা পুলিশ। মৃতের পক্ষ থেকে বিষ্ণুপুর থানা একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। পুলিশের দাবি, গাড়িটি আটক করা হয়েছে। গাড়ির মালিক ও তাঁর বন্ধু, যথাক্রমে অভিনন্দন মুখোপাধ্যায় ও চন্দন রায়কে গ্রেফতারও করা হয়েছে। কিন্তু এসবে কি ফুলের মতো ছোট শিশুটিকে আর ফিরিয়ে আনা যাবে? উত্তর সরছে না এলাকাবাসীর। শোকে বিহ্বল প্রিয়মের পরিজনেরা।
হাওড়ায় টোটো উল্টে মৃত্যু...
গত জানুয়ারি মাসের গোড়ায় ভয়াবহ দুর্ঘটনার বলি হয়েছিল ছোট্ট প্রাণ। টোটো উল্টে মৃত্যু হয়েছিল এক শিশুর। ঘটনাটি হাওড়া পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ডে হাঁসখালি পোলে হরেকৃষ্ণ নগরে ঘটে। ঘটনার দিন সকালে, স্কুল থেকে দাদুর টোটোয় চেপে বাড়ি ফিরছিল নার্সারির ছাত্র রূপক মালিক। টোটোটি চালাচ্ছিলেন দাদু নিজেই। রাস্তার অবস্থা খারাপ থাকায় কিছুটা যাওয়ার পরেই টোটো উল্টে যায়। গুরুতর জখম হয় ওই শিশু ও তার দাদু। শিশু-সহ তার দাদুকে হাওড়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। হাসপাতালে ছোট্ট শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তার মৃত্যু হয় সেখানেই। এর আগে, বেহালার খুদে বাসিন্দা সৌরনীল সরকারের মর্মান্তিক পরিণতিও হইচই ফেলে দিয়েছিল রাজ্যে। কিন্তু পর পর এমন ঘটনা সত্ত্বেও কেন রাশ টানা যাচ্ছে না এই ধরনের পরিণতিতে?
আরও পড়ুন:অপেক্ষার অবসান ! ছুটল গঙ্গার তলা দিয়ে মেট্রো, দেখে নিন বিস্তারিত সময় সূচি