Abhishek Banerjee Convoy Attacked : অভিষেকের কনভয়ে হামলা, জেলে গিয়ে কুড়মি নেতাদের জেরা করতে পারবে CID
Jhargram Court : হেফাজতে না পেলেও জেলে গিয়ে সিআইডিকে জেরার অনুমতি দিয়েছে ঝাড়গ্রাম কোর্ট
কলকাতা : সিআইডির (CID) আবেদনে সাড়া, জেলে গিয়ে কুড়মি নেতাদের (Kurmi Leaders) জেরার অনুমতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার (Attack on Abhishek Banerjee Convoy) ঘটনায় জেলে গিয়ে কুড়মি নেতাদের জেরা করতে পারবে সিআইডি। গড় শালবনিতে (Shalboni) অভিষেকের কনভয়ের পথে হামলার ঘটনায় ৯ কুড়মি নেতাকে গ্রেফতার করা হয়েছে। হেফাজতে না পেলেও জেলে গিয়ে সিআইডিকে জেরার অনুমতি দিয়েছে ঝাড়গ্রাম কোর্ট।
গত শুক্রবার ঝাড়গ্রামের (Jhargram) গড় শালবনিতে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের (Abhishek Banerjee) কনভয়ের যাত্রাপথে আছড়ে পড়ে কুড়মি বিক্ষোভ। এই ঘটনায় শুক্রবারই ৪ জনকে গ্রেফতার করা হয়। রবিবার, কুড়মি সমাজের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো-সহ আরও ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। সোমবার, নিশিকান্ত মাহাতো নামে এক কুড়মি নেতাকে, শালবনিতে, তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, নিশিকান্ত মাহাতো, কুড়মি নেতা রাজেশ মাহাতোর ঘনিষ্ঠ।
যদিও, মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee) থেকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়...সবাই কিন্তু কনভয়ে হামলার ঘটনায় শুরুতে কুড়মি সমাজকে কার্যত ক্লিনচিট দিয়ে বিজেপির ঘাড়ে দায় ঠেলেছিলেন। গত শনিবারই তৃণমূলনেত্রী বলেছিলেন, 'কুড়মিরা মারেনি। টার্গেট করেছিল অভিষেককে। বিজেপি আদিবাসী ও কুড়মিদের মধ্য়ে লড়াই লাগাতে চাইছে।' অন্যদিকে অভিষেক বলেছিলেন, 'বিজেপির নেতারা বীরবাহার মতো হামলা করেছে। আদবাসী কুড়মিরা বলেছে আমাদের কেউ যুক্ত নয়। জয় গরামের স্লোগান না দিয়ে জয় শ্রীরাম।'
কিন্তু তারপরও শিক্ষক ও কুড়মি সমাজের রাজ্য সভাপতি রাজেশ মাহাতোকে গ্রেফতার করা হয়। রাতারাতি খড়গপুরের বানাপুর স্কুল থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে কোচবিহারের (Coochbehar) চামটা আদর্শ বিদ্যালয়ে বদলিও করা হয় তাঁকে। একে একে গ্রেফতার করা হয় কুড়মি সমাজের আরও ৮ জনকে, যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর।
এরইমধ্য়ে কুড়মি নেতাদের গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়ে জেলায় জেলায়। আন্দোলনকারীদের নিঃশর্ত মুক্তির দাবিতে গত রবিবার পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) খেমাশুলি ও শালবনির ঢ্যাঙ্গাশোলে প্রতিবাদ মিছিল করেছে কুড়মি সমাজ। একইসঙ্গে পেশায় শিক্ষক, রাজেশ মাহাতোকে মেদিনীপুর থেকে কোচবিহারে বদলির প্রতিবাদও জানান কুড়মিরা। এর পর আজও কুড়মি নেতাদের গ্রেফতারের প্রতিবাদে ঝাড়গ্রামের লোধাশুলিতে বাইক র্যালি করা হয়। ধৃত ৯ কুড়মি নেতাকে নিঃশর্ত মুক্তির দাবিতে মিছিল করা হয়।
আরও পড়ুন ; ৯ কুড়মি নেতাকে নিঃশর্ত মুক্তির দাবি, ঝাড়গ্রামের লোধাশুলিতে বাইক র্যালি