CID Raids: ১০ ঘণ্টার ম্যারাথন তল্লাশি, উদ্ধার ২৮০ গ্রাম সোনা, বাজেয়াপ্ত ৩ বিলাসবহুল গাড়ি, CID-র নজরে IPS ও ব্যবসায়ী
Kolkata News: সিবিআই সূত্রে জানা গিয়েছে, ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরীর তিনটি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। গাড়ির কাগজপত্র খতিয়ে দেখে গাড়িগুলি বাজেয়াপ্ত করা হয়।
কলকাতা: আয়বহির্ভূত সম্পত্তি মামলায় টানা ১০ ঘণ্টা সিআইডি-র ম্যারাথন তল্লাশি (CID Raids)। কলকাতা-সল্টলেকের (Kolkata News) একাধিক জায়গায় সিআইডি অভিযান। রাজ্যের গোয়েন্দা সংস্থার স্ক্যানারে রাজ্যের আইপিএস অফিসার, আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় আইপিএস দেবাশিস ধরের বাড়ি-সহ একাধিক ঠিকানায় হানা দিল সিআইডি। একই মামলায় সিআইডির নজরে দেবাশিস ধরের ঘনিষ্ঠ বলে পরিচিত ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরীও। আজ তাঁর কলকাতা ও সল্টলেকের বাড়িতে তল্লাশি চালায় সিআইডি (IPS Officer)।
আইপিএস অফিসার এবং তাঁর ব্যবসায়ী বন্ধুর বাড়িতে সিআইডি তল্লাশি
আইপিএস ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে সোনা উদ্ধার হয়েছে বলে সিআইডি সূত্রে খবর। ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরীর বাড়ি থেকে উদ্ধার সোনার গয়না, বেশকিছু নথি। ব্যবসায়ীর আইনজীবীর দাবি, ২৮০ গ্রাম সোনার গয়না বাজেয়াপ্ত করেছে সিআইডি (Salt Lake News)।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরীর তিনটি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। গাড়ির কাগজপত্র খতিয়ে দেখে গাড়িগুলি বাজেয়াপ্ত করা হয়। যদিও গাড়ির চাবি পরিবারের হাতেই দিয়ে রাখা হয়েছে বলে খবর। এ ছাড়াও বহু নথিপত্র উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।
রবিবার সকালে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় আইপিএস দেবাশিস ধরের বাড়ি-সহ একাধিক ঠিকানায় হানা দেয় সিআইডি। একই মামলায় সিআইডির নজরে দেবাশিস ধরের ঘনিষ্ঠ বলে পরিচিত ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরীও। আজ তাঁর কলকাতা এবং সল্টলেকের বাড়িতে তল্লাশি চালায় সিআইডি। এর আগে চিটফান্ডকাণ্ডে গ্রেফতার হন ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরী। পরে জামিন পান। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ভবানী ভবনে ডাকা হয়েছে বলে খবর।
সিআইডি সূত্রের দাবি, ২০১৫ থেকে ২০১৮-র মধ্যে আপিএস অফিসার দেবাশিস ধরের সম্পত্তি অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়। অভিযোগ, সম্পত্তি বৃদ্ধিতে তাঁকে সাহায্য করেছিলেন ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরী। তার ভিত্তিতেই দুর্নীতি দমন আইনে মামলা রুজু হলে তদন্তে নামে সিআইডি।
সিআইডি সূত্রে খবর, একসময় ব্যারাকপুরে কর্মরত ছিলেন আইপিএস অফিসার দেবাশিস ধর। সেই সময় তাঁর সম্পত্তি বৃদ্ধি পায়। এই প্রসঙ্গে, দেবাশিস ধর এবিপি আনন্দকে জানিয়েছেন,তিনি সিআইডি-কে সবরকম ভাবে তদন্তে সহযোগিতা করছেন। সম্পত্তি সংক্রান্ত যা যা তথ্য চাওয়া হয়, সব দেখিয়েছেন।
দিনভর তল্লাশিতে উদ্ধার সোনা, নথিপত্র, বাজেয়াপ্ত গাড়ি
২০২১-এর ১০ এপ্রিল, বিধানসভা ভোটের সময় কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় চার জনের। সেই সময় কোচবিহারের পুলিশ সুপার ছিলেন দেবাশিস ধর। শীতলকুচিকাণ্ডের পরে তাঁকে জিজ্ঞাসাবাদও করে সিআইডি। বর্তমানে IPS দেবাশিস ধর আছেন কম্পালসারি ওয়েটিংয়ে। CID সূত্রে খবর, আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় ভবানী ভবনেও ডাকা হতে পারে তাঁকে।