ISC Result 2022 Declared: অনলাইন পড়া বুঝতে অসুবিধা, শিক্ষকদের সাহায্য ছাড়া হত না: ISC-তে বাংলা থেকে প্রথম পৃথ্বীজা
ISC Result 2022: মেধা তালিকা অনুযায়ী, দেশে যৌথভাবে প্রথম স্থানে রয়েছেন ১৮জন, প্রাপ্ত নম্বর ৯৯.৭৫%, দ্বিতীয় স্থানে থাকা ৫৮ জন পেয়েছেন ৯৯.৫% এবং তৃতীয় স্থান দখলকারী ৭৮ জন পেয়েছেন ৯৯.২৫% নম্বর।
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: মেধা তালিকায় স্থান পাওয়া পড়ুয়ার নিরিখে মাধ্যমিককে ছাপিয়ে গিয়েছিল ICSE (ISC Result 2022 Declared)। এ বার উচ্চমাধ্যমিককে ছাপিয়ে গেল ISC (ISC Result 2022 )। উচ্চমাধ্যমিকে প্রথম দশের মেধা তালিকায় ছিলেন ২৭২ জন, দিল্লি বোর্ডের সর্বভারতীয় পরীক্ষায় প্রথম তিনেই রয়েছেন ১৫৪ জন। সর্বভারতীয় মেধা তালিকায় প্রথম স্থানে থাকা ১৮ জনের মধ্যে রয়েছেন এ রাজ্যের ৬ জন পড়ুয়া। আইএসসি-তে দেশে যৌথভাবে প্রথম ১৮ জনের মধ্যে বাংলার ৬ পড়ুয়া। মেধা তালিকায় স্থানাধিকারীর নিরিখে উচ্চমাধ্যমিককেও ছাপিয়ে গেল ISC। প্রথম তিন স্থানে ১৫৪ জন পড়ুয়া।
বাংলা থেকে প্রথম স্থানে ৬ জন
রাজ্য থেকে যৌথ ভাবে প্রথম হওয়া পৃথ্বীজা মণ্ডল এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, "পড়াশোনা করেছি। চেষ্টা করেছি, তবে ৯৯.৭৫ শতাংশ পাব, ভাবিনি। সাধারণ ভাবে স্কুল এবং টিউশন থেকে যা কাজ দেওয়া হত, সেগুলিই করতাম। পড়াশোনার জন্য কোন ঘণ্টা বরাদ্দ ছিল না।"
করোনা কালে পড়াশোনার প্রস্তুতিতে কি কোনও সমস্যায় পড়তে হয়েছে! পৃথ্বীজার জবাব, "আনলাইন পড়া বুঝতে বেশি সময় লাগে। কিন্তু স্কুলে এবং টিউশনের টিচাররা অনেকে সাপোর্ট করেছেন। নিজেদের সেরাটা দিয়েছেন ওঁরা। পরীক্ষার আগের এক-দু'মাস দিনে ছ'ঘণ্টা করে পড়েছি।" আগামী দিনে রসায়ন নিয়ে পড়তে এবং গবেষণা করতে চান বলে জানিয়েছেন পৃথ্বীজা।
আরও পড়ুন: ISC Result 2022 Declared: ৯৯.৩৮ শতাংশ পরীক্ষার্থী পাশ, আইএসসির দ্বাদশ শ্রেণির ফল প্রকাশিত
রবিবার প্রকাশিত হল ISC দ্বাদশের ফল। মেধা তালিকা অনুযায়ী, দেশে যৌথভাবে প্রথম স্থানে রয়েছেন ১৮জন, প্রাপ্ত নম্বর ৯৯.৭৫%, দ্বিতীয় স্থানে থাকা ৫৮ জন পেয়েছেন ৯৯.৫% এবং তৃতীয় স্থান দখলকারী ৭৮ জন পেয়েছেন ৯৯.২৫% নম্বর। গোটা দেশে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৬ হাজার ৯৪০ জন। পাশের হার ৯৯.৩৮ শতাংশ।
Council for the Indian School Certificate Examinations সূত্রে খবর, দেশ এবং পশ্চিমবঙ্গে পাসের হারে ছাত্রীরা এগিয়ে রয়েছেন ছাত্রদের থেকে।
একঝলকে আইএসসি দ্বাদশের ফল
• ৯৯.৭৫% নম্বর পেয়ে আইএসসি-তে যৌথভাবে প্রথম ১৮ জন পড়ুয়া
• আইএসসি-তে যৌথভাবে প্রথম ১৮ জনের মধ্যে বাংলার ৬ পড়ুয়া
• ৯৯.৫% নম্বর পেয়ে আইএসসি-তে যৌথভাবে দ্বিতীয় ৫৮ জন পড়ুয়া
• আইএসসি-তে যৌথভাবে তৃতীয় ৭৮ জন, প্রাপ্ত নম্বর ৯৯.২৫%
• মেধা তালিকায় স্থানাধিকারীর নিরিখে উচ্চমাধ্যমিককেও ছাপিয়ে গেল আইএসসি
• আইএসসি-তে প্রথম ৩টি স্থানেই ১৫৪ জন পড়ুয়া
Education Loan Information:
Calculate Education Loan EMI