(Source: Poll of Polls)
Darjeeling Weather:দক্ষিণবঙ্গের একাংশে ঘূর্ণিঝড় 'মিধিলি'-র মেঘ, ঝকঝকে রোদে আলোর হাসি দার্জিলিংজুড়ে
Kanchenjunga From Darjeeling:দক্ষিণবঙ্গের একাংশে যখন ঘূর্ণিঝড় 'মিধিলি'-র সৌজন্যে মেঘের ঘনঘটা, তখন সম্পূর্ণ অন্য ছবি দার্জিলিঙে। গত কয়েক দিন ধরে মনোরম আবহাওয়া দার্জিলিং জুড়ে
মোহন প্রসাদ, দার্জিলিং: দক্ষিণবঙ্গের একাংশে যখন ঘূর্ণিঝড় 'মিধিলি'-র সৌজন্যে মেঘের ঘনঘটা, তখন সম্পূর্ণ অন্য ছবি দার্জিলিঙে (Darjeeling Sunny Weather)। গত কয়েক দিন ধরে মনোরম আবহাওয়া দার্জিলিং জুড়ে। একনজরে মনে হবে, আলোর হাসি পাহাড়ে। স্পষ্ট দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা (Kanchenjunga From Darjeeling Hills )।
কী ছবি?
শীত এখনও জাঁকিয়ে বসেনি। তবে সর্বনিম্ন তাপমাত্রা ক্রমেই কমছে দার্জিলিঙে। আজ যেমন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যায় ২০ ডিগ্রি সেলসিয়াসে। সকাল সাড়ে ৮টা নাগাদ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৪ শতাংশ। গত কাল সকাল সাড়ে৮টা থেকে আজ সকাল সাড়েটা পর্যন্ত একফোঁটা বৃষ্টি হয়নি। সব মিলিয়ে দুরন্ত আবহাওয়া। বস্তুত, নভেম্বর - ডিসেম্বর মানেই দার্জিলিং কালিম্পং ঘোরার সেরা সময়। সে দিক থেকে এ বছরও নিরাশ করেনি শৈলশহর। দার্জিলিং, কার্শিয়ং ও কালিম্পঙে এখন খুশির হাওয়া। দার্জিলিঙের বিভিন্ন জায়গা থেকে স্পষ্ট দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ। পর্যটকদের ভিড় শৈলশহরে। ছবি তুলতে ব্যস্ত সকলেই। ঝকঝকে কাঞ্চনজঙ্ঘাকে ব্যাকড্রপে রেখে নানা দিক থেকে সেরা 'ফ্রেম' ধরার চেষ্টা চলছে। প্রকৃতিও যেন গত কদিন ধরে পর্যটকদের সমস্ত আশা-আকাঙ্খা মিটিয়ে দিচ্ছে। আপাতত যা পূর্বাভাস, তাতে আগামীকালও এরকমই ছবি থাকার কথা দার্জিলিঙে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বোচ্চ পৌঁছে যাওয়ার কথা ২০ ডিগ্রি সেলসিয়াসের। আকাশে আংশিক মেঘের পূর্বাভাস থাকলেও তাতে পর্যটকদের আনন্দ মাটি হবে না বলেই ধারণা স্থানীয়দের।
দার্জিলিং ভ্রমণের সেরা সময় :
টাইগার হিল, ঘুম, সান্দাকফু, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক এবং পিস প্যাগোডা হল দার্জিলিং-এর কিছু জনপ্রিয় পর্যটন গন্তব্য। দার্জিলিং এর ঘুমে অবস্থিত ঘুম রেলওয়ে স্টেশনটি বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। ঘুমে গোর্খা সৈন্যদের একটি স্মৃতিসৌধও রয়েছে। দার্জিলিং এই জেলার সদর শহর। কার্শিয়ং ও শিলিগুড়ি হল এই জেলার অপর প্রধান শহর। এই জেলার অপর গুরুত্বপূর্ণ শহর মিরিক একটি বিখ্যাত পর্যটনকেন্দ্র। আছে সুন্দরী ডুয়ার্স। দার্জিলিং জেলার মধ্যেই ডুয়ার্সের আবহাওয়া আর সুউচ্চ পাহাড়ি ঠান্ডা, দুইয়ের আমেজই পাওয়া যায় পুরদস্তুর। তাই দার্জিলিঙের আবহাওয়ার উপর সারা বাংলার তো বটেই নজর থাকে সারা দেশের পাহাড় প্রেমীদেরই। আঁকাবাঁকা পাহাড়ি পথে টয় ট্রেনের কু ঝিক ঝিক...মাথায় তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘার মুকুট। গা বেয়ে ধাপে ধাপে চা-পাতার আবরণ। অলঙ্কারের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা কমলালেবু। দার্জিলিং মানেই সম্মোহন। দার্জিলিং মানে রূপেও ভুলে যাওয়া, ভালবাসাতেও।