CM Mamata Banerjee: 'আমাদের পাড়া, আমাদের সমাধান', ২৬-র ভোটের আগে নতুন সরকারি প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর
Mamata Announces New Scheme: কেমন হবে এই প্রকল্প ? সাধারণ মানুষ কী সুবিধা পাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা : ভোটের আগে এবার সরকারের 'আমাদের পাড়া, আমাদের সমাধান' , ২০২৬-এর বিধানসভা ভোটের আগে নতুন সরকারি প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেমন হবে এই প্রকল্প ? সাধারণ মানুষ কী সুবিধা পাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী।
'আমাদের পাড়া, আমাদের সমাধান..'
এদিন মুখ্যমন্ত্রী বলেন, আমাদের সরকারের কিছু কর্মসূচি এখুনই শুরু হবে, সেটা বলবার জন্যই আজকে আমার এখানে আসা। আশা করি আপনারা একটু গুরুত্ব দেবেন।.. আগেও আপনারা দেখেছেন, দুয়ারে সরকার প্রকল্প করেছি। এবং দুয়ারে সরকার প্রকল্পে আমাদের, প্রায় ১০ কোটি মানুষ অংশগ্রহণ করেছে। এবং তাঁদের ৯০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে। কিন্তু কিছু পরে আছে, ১০ শতাংশ, বিভিন্ন স্কিমের ব্যাপারে। সেই স্কিমে যারা, অ্যাপ্লাই ইতিমধ্যেই করেছেন, তাঁদেরটা আমরা ডিসেম্বর মাস থেকে, শুরু করব। বিশেষ করে যেগুলি আমরা করতে পারি। যেমন লক্ষ্মীর ভাণ্ডার, এই টাইপের কিছু স্কিম। এবার আমরা যেটা করব, দুয়ারে সরকারের ক্ষেত্রে আমরা দেখেছি, প্রচুর মানুষ এসেছেন, প্রায় ১০ কোটি মানুষ। এবং তাঁরা কিন্তু, অনেক কাজ পেয়েছে। একেবারে Caste Certificate থেকে শুরু করে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, ছাত্র-ছাত্রীদের জন্যও...অনেকটাই আমরা চেষ্টা করেছি করতে। এবারে আমরা একটা প্রোগাম নিচ্ছি। এই প্রোগামটার নাম হবে, আমাদের পাড়া, আমাদের সমাধান।'
'স্বচ্ছতা বজায় রেখে, অনলাইনেও সমস্যা জানানো যাবে..'
মুখ্যমন্ত্রী এরপর বলেন, 'ছোট ছোট কাজের জন্য আমাদের পাড়া, আমাদের সমাধান প্রকল্প। মানুষের প্রকল্পেও আমাদের সরকার পথে নামছে। প্রধানমন্ত্রী আত্মনির্ভরতার কথা বলেছেন, তা কিন্তু হয়নি। সারা দেশে এই ধরনের উদ্যোগ এই প্রথম। ৩টি করে বুথ নিয়ে একটি পাড়া হবে। একটি নির্দিষ্ট জায়গায় সমস্যা জানানো যাবে। স্বচ্ছতা বজায় রেখে, অনলাইনেও সমস্যা জানানো যাবে। স্থানীয় স্তরে সমস্যার সমাধানে আমাদের পাড়া, আমাদের সমাধান। পঞ্চায়েত, পুরসভা, জেলা পরিষদের সঙ্গেই এই কাজ করবে সরকার। ২ অগাস্ট থেকে এই প্রকল্পের কাজ শুরু হবে। উপর থেকে নয়, নীচ থেকে মানুষের কথা শুনবে সরকার। নতুন এই প্রকল্পের জন্য ৮ হাজার কোটি টাকা বরাদ্দ। স্থানীয় স্তরে সমস্যার কথা শুনবেন সরকারি আধিকারিকরা।'





















