Mamata Banerjee : দিল্লি সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী, বললেন..
Mamata Cancel Delhi Trip : 'এখন যাওয়া সম্ভব নয়..' , কেন দিল্লি সফর বাতিল করলেন মমতা ?
কলকাতা: দিল্লি সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। এদিকে তিনি সফর বাতিল করার আগে বলেছিলেন, তিনি দিল্লি যাবেন রাজনীতির জন্য নয়, বরং ওয়ান নেশান ওয়ান ইলেকশনের বিষয়ে। যদিও এদিন আচমকাই রাজধানী সফর বাতিল করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তিনি কারণ হিসাবে জানিয়েছেন, 'বাজেট পেশের আগে হাতে মাত্র ২দিন। ৮ তারিখ রাজ্য বাজেট, এখন যাওয়া সম্ভব নয়। আমার হয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যাবেন।'
মূলত 'এক দেশ, এক ভোট' বিরোধীতা করেছিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চিঠি দিয়েছিলেন কমিটির সচিবকে। সংবিধান প্রণেতারা যেখানে এক দেশ এক সরকার-র মতো ধারণার উল্লেখ করেননি, সেখানে আপনারা কীভাবে এক দেশ, এক ভোটের তত্ত্বে পৌঁছলেন ? যদিও যা নিয়ে চুপ বসে ছিল না বিজেপি। মনে করা হয়েছিল, এবার হয়োত বৈঠকে যোগ দিয়ে তৃণমূল সুপ্রিমো এই বার্তার বিরোধীতা করবেন। কিন্তু শেষ অবধি তিনি দিল্লি সফরই বাতিল করে দিলেন এদিন।
সাল ১৯৫২। সারা দেশে ও রাজ্যস্তরে একসঙ্গে ভোট হয়েছিল সেবার। কয়েকবছর এটা ধারাবাহিকভাবে হয়েছিল। তারপর পড়েছিল যবনিকা। আর হয়নি একসঙ্গে ভোট। তাই এখন বিভিন্ন রাজ্যের ভোট ক্যালেন্ডার এখন ভিন্ন ভিন্ন। কিছু রাজনৈতিক ঘটনার পরিপ্রেক্ষিতে তার বদল আসতে পারে। কিন্তু কমিটি কীকরে কেনইবা এমন ধারণা নিয়েছে, তা মোটেই স্পষ্ট নয় বলে দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, 'যে রাজ্যে এখন বিধানসভা ভোট নেই, শুধুই একসঙ্গে ভোট করানোর স্বার্থে সেখানে জোর করে ভোট করানো উচিত নয়।'
প্রসঙ্গত, কমিশনের নির্ঘণ্ট ঘোষণা না হলেও দোরগড়ায় লোকসভা নির্বাচন। আর সেটাকে পাখির চোখ করে এগিয়ে চলেছে নানা দলের রাজনৈতিক কর্মসূচি। চলতি বছরের শুরুতেই লোকসভা ভোটের আগে সবথেকে বড় ইভেন্ট ছিল রামমন্দির উদ্বোধন। তবে বাজেটও কম বড় ইস্যু নয়। তবে এই প্রতিটি ক্ষেত্রেই বিষয়গুলি ভোটব্যাঙ্ক প্রভাব ফেলবে বলেই চাপানউতোর রাজনৈতিক মহলে।
আরও পড়ুন, রামেশ্বরমের কাছ থেকে মোট ২৩ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার শ্রীলঙ্কার নৌসেনার
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)