B.Ed College: পরিকাঠামোয় অনিয়মের অভিযোগ, ভর্তির অনুমোদন বাতিল আড়াইশোর বেশি বিএড কলেজে
Education News: কেন এই সিদ্ধান্ত? রাজ্যের শিক্ষক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, 'অনিয়ম ধরা পড়েছে কলেজগুলিতে, তাই সিদ্ধান্ত।'
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: পরিকাঠামোয় দেদার অনিয়মের অভিযোগের জের। রাজ্যের ২৫৩টি বেসরকারি বিএড কলেজে (B.Ed College) ভর্তিতে নিষেধাজ্ঞা জারি। চলতি বছরে রাজ্যের ২৫৩টি বেসরকারি বিএড কলেজে ভর্তির অনুমোদন বাতিল করা হল। কেন এই সিদ্ধান্ত? রাজ্যের শিক্ষক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, 'অনিয়ম ধরা পড়েছে কলেজগুলিতে, তাই সিদ্ধান্ত।'
ভর্তির অনুমোদন বাতিল: শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য়- রাজনীতি। খোদ প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে। গ্রেফতার হয়েছেন একের পর এক উচ্চ পদে থাকা আধিকারিক। এই প্রেক্ষাপটে এবার, রাজ্য়ের একাধিক বিএড কলেজে উঠল অনিয়মের অভিযোগ। চলতি বছরের জন্য় ২৫৩টি বেসরকারি বিএড কলেজে ছাত্র ভর্তির অনুমোদন বাতিল করল রাজ্যের শিক্ষক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের দাবি, পরিকাঠামোয় দেদাড় অনিয়ম হয়েছে। যেমন, বেশ কিছু বিএড কলেজ কর্তৃপক্ষ দাবি করেছে, তাদের ফায়ার লাইসেন্স সার্টিফিকেট না অগ্নি নির্বাপক শংসাপত্র আছে। অথচ বাস্তবে তা নেই। অভিযোগ, কর্তৃপক্ষের কাছে জাল ফায়ার লাইসেন্সের সার্টিফিকেট জমা দিয়েছে বিএড কলেজগুলি।শুধু এই নয়, কর্তৃপক্ষের দাবি, UGC বিধি মেনে, ব্য়াঙ্ক অ্য়াকাউন্টে শিক্ষকদের বেতন দেওয়ার কথা। কিন্তু সেই নিয়মও অনেক বিএড কলেজ মানেনি। সমপরিমাণ টাকা তো দেওয়া হয়ইনি।উপরন্তু, নগদে বেতন দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কলেজ কর্তৃপক্ষ প্রমান স্বরূপ একাধিক ব্য়াঙ্ক ট্র্য়ান্স্য়াকশনেপ হিস্ট্রি দিয়েছে। কিন্তু সংশ্লিষ্ট ব্য়াঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, সেগুলো সবই ভুয়ো। এখানেই শেষ নয়, বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষের দাবি, অনেক কলেজেই ছাত্র-শিক্ষক অনুপাত মানা হচ্ছে না। বাবা সাহেব অম্বেডকর শিক্ষক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায় জানান, “বেশি কিছু কলেজ অনুমোদন পায়নি। NCTE-র শর্ত পূরণ করেনি। খামতি রয়ে গেছে। তাই দেওয়া গেল না। ২৫৩ টার কাছাকাছি। ৫০ টা স্টুডেন্ট হলে, ৮ জন শিক্ষক থাকার কথা, সেটা নেই। আমরা গিয়ে দেখেছি। ব্য়াঙ্কের স্টেটমেন্ট ভুয়ো।’’
বর্তমানে রাজ্য়ে বেসরকারি বিএড কলেজের সংখ্য়া ৬০১। এরমধ্য়ে চলতি বছরের জন্য় ২৫৩টি বেসরকারি বিএড কলেজে ছাত্র ভর্তির অনুমোদন বাতিল করেছে বাবা সাহেব অম্বেডকর শিক্ষক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়। তবে, কলেজে অন্য় সিমেস্টারে ইতিমধ্য়েই যে পড়ুয়ারা রয়েছে, তাদের পঠনপাঠন স্বাভাবিক নিয়মেই চলবে বলে জানিয়েছে বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষ।
Education Loan Information:
Calculate Education Loan EMI