Congress:'শৃঙ্খলাহীনতাকে কখনওই বরদাস্ত নয়' খাড়গের ছবিতে কালি লাগানোয় কড়া বিবৃতি
West Bengal News: সোমবার মল্লিকার্জুন খাড়গের ছবিতে কালি লাগানো প্রসঙ্গ উল্লেখ করে, কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বিবৃতি দিয়েছেন
কলকাতা: কংগ্রেসের ব্যানারে সর্বভারতীয় সভাপতির ছবিতে কালি লাগানোর ঘটনায় কড়া বিবৃতি দিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল। বলা হয়েছে, এ ধরনের গুরুতর দলবিরোধী কর্মকাণ্ডকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কংগ্রেস এই ধরনের শৃঙ্খলাহীনতাকে কখনওই বরদাস্ত করবে না। রবিবারের ঘটনার তীব্র নিন্দা করেছেন অধীর চৌধুরী। বিজেপিকে অক্সিজেন দেওয়ার রাজনীতি বলে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ।
কালি লাগানোর ঘটনায় কড়া বার্তা: মল্লিকার্জুন খাড়গের ছবিতে কালি, আর কার পাশেই লেখা, TMC-র দালাল। এই ঘটনার কড়া নিন্দা করেন অধীর চৌধুরী। তাঁরই নির্দেশে এন্টালি থানায় অভিযোগ জানায় কংগ্রেস। আর সোমবার সেই প্রসঙ্গ উল্লেখ করে, কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বিবৃতি দিয়ে বলেছেন, এটা আমাদের নজরে এসেছে, ইন্ডিয়ান ন্যাশনাল পার্টির কয়েকজন আধিকারিক ও কর্মী সংবাদমাধ্যমের পাশাপাশি সোশাল মিডিয়ায় কংগ্রেস সভাপতির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন। পশ্চিমঙ্গে প্রদেশ কংগ্রেস দফতরের বাইরে হোর্ডিং ভাঙচুর চালিয়েছে দুষ্কৃতীরা। এই ঘটনায় দলের কর্মী-সমর্থকদের আবেগে আঘাত লেগেছে। এ ধরনের গুরুতর দলবিরোধী কর্মকাণ্ডকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। কংগ্রেস এই ধরনের শৃঙ্খলাহীনতাকে কখনওই বরদাস্ত করবে না। পশ্চিমবঙ্গের দায়িত্বে থাকা সাধারণ সম্পাদক, অবিলম্বে চরম এই শৃঙ্খলাভঙ্গ সম্পর্কে একটি বাস্তবসম্মত রিপোর্ট জমা দেওয়ার জন্য, নির্দেশ দেওয়া হচ্ছে।
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, "এটা খুবই নিন্দাজনক ঘটনা। আমি এটা তীব্র নিন্দা করি। আমরা তার জন্য FIR-ও করেছি। তিনি আমাদের সারা দেশের সভাপতি কংগ্রেস দলের। তাঁর সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। তাঁকে আমরা সবাই শ্রদ্ধা করি, সম্মান করি। তিনি সর্বোচ্চ পদে আসীন। তাই স্বাভাবিকভাবে তাঁকে অপমান করা আমরা কোনওভাবেই মেনে নিতে রাজি নয়। তার জন্যই আমরা পুলিশকে FIR দায়ের করেছি। হয়ত হতে পারে, যে মানে ঘোলা জলে মাছ ধরে কংগ্রেস কর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য বিজেপি, TMC তাদেরও কোন চক্রান্ত থাকতে পারে। যারই চক্রান্ত থাক, প্রশাসন সেটাকে তদন্ত করে দেখুক, এটাই আমাদের বক্তব্য।'' পাল্টা তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "কে কী বলছেন, তাদের কে গিয়ে কার মুখে কালি লাগাচ্ছেন, কোন পোস্টারে কালি লাগাচ্ছে এটা সম্পূর্ণ রাজ্য কংগ্রেসের দেউলিয়া, দিশাহীন রাজনীতি, বিজেপিকে অক্সিজেন দেওয়ার রাজনীতি।''কংগ্রেসের ব্যানারে সর্বভারতীয় সভাপতির ছবিতে কালি লাগানোর ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হলেও, এখনও এ নিয়ে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Siliguri News: রামকৃষ্ণ মিশন আশ্রমের জমি দখলের চেষ্টার অভিযোগ, রাজ্যে এসে সরব প্রধানমন্ত্রী