Malda News: মালদায় সরকারি হাসপাতালে রোগীকে দেওয়া হল মেয়াদ উত্তীর্ণ ওষুধ
Doctor Gave Expired Medicine: সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া হল একজন রোগীকে। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদায় মৌলপুর হাসপাতালে।
করুণাময় সিংহ.মালদা: মালদায় (Malda) সরকারি হাসপাতালে রোগীকে দেওয়া হল মেয়াদ উত্তীর্ণ ওষুধ। যে ওষুধের মেয়াদ ছিল অক্টোবর মাসে। সেই ওষুধ দেওয়া হল নভেম্বর মাসে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ইতিমধ্যে সেই কথা স্বীকার করে নিয়েছেন। অর্থাৎ ভুল স্বীকার করে নিয়েছেন। ইতিমধ্যে এই বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার মৌলপুর হাসপাতালে। জেলাশাসকের কাছে লিখিত অভিযোগও দায়ের করেছেন রোগী।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুরাতন মালদার সারদা কলোনির বাসিন্দা বসুদেব ঘোষ তাঁর বাঁ পায়ে গুরুতর আঘাত পান। তিনি হাসপাতালে যান ২৯ অক্টোবর এবং ওই দিন হাসপাতালে চিকিৎসা করান তিনি। তারপর নভেম্বর মাসের তিন তারিখ ফের চিকিৎসার জন্য হাসপাতালে যান তিনি। মৌলপুর হাসপাতালে যাওয়ার পর তাঁকে ড্রেসিং করা হয়। সেখানে চিকিৎসক তাঁকে বেশ কিছু ওষুধ প্রেসক্রাইব করেন। যে ওষুধগুলোর মধ্যে জিঙ্ক নামে একটি ওষুধ ছিল। যার পাওয়ার ছিল ৫০ এমজি। যে ওষুধটি ছিল মেয়াদ উত্তীর্ণ। তিনি যখন ওষুধগুলো নিয়ে বাড়িতে যান তখন বাড়ির লোকেরা দেখেন যে ওই ওষুধটি মেয়াদ উত্তীর্ণ। এই বিষয়টি নিয়ে ৫ তারিখ অর্থাৎ গতকাল মালদার জেলাশাসকের কাছে অভিযোগ দায়ের করেছেন ওই রোগী। এদিকে এই ঘটনাটি যে ভুল হয়েছে তা কার্যত স্বীকার করে নিয়েছেন মালদা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ি।
এপ্রসঙ্গে তিনি জানাচ্ছেন, ব্লক স্বাস্থ্য আধিকারিক নেতৃত্ব একটি কমিটি গঠন করে ইতিমধ্যেই এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে। যা রিপোর্ট আসবে তা স্বাস্থ্যভবনে পাঠানো হবে। এবং এই যে গাফিলতি হয়েছে সেই বিষয়ে জেলাশাসকও তদন্তের নির্দেশ দিয়েছেন।
এই ঘটনা প্রসঙ্গে ওই রোগী বসুদেব ঘোষ জানান, হাসপাতালে চিকিৎসা করাতে যাওয়ার পর আমাকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দিয়েছে। দেওয়ার পরে আমার পা-টা আরও বেশি খারাপ হয়েছে। এই বিষয়ে আমি ডিএম-এর কাছে অভিযোগ করেছি। ওই ওষুধটি খেলে আমার আরও ক্ষতি হবে।
এপ্রসঙ্গে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ি বলেন, "৩১ অক্টোবর বিকেল পর্যন্ত ওষুধটির মেয়াদ ছিল। যদি সত্যিই তারপরেও ওষুধটি দেওয়া হয়ে থাকে তাহলে তা অন্যায় হয়েছে। তবে ওষুধের পাতাটি আমি দেখেছি। ওখান থেকে কোনও ওষুধ খাওয়া হয়নি। তাই রোগীর কোনও অসুবিধা হওয়ার কথা নয়।"
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।