Suvendu Convoy Attack: শুভেন্দুর কনভয়ে হামলা ! 'ওই গাড়িতেই ছিলেন নিশীথও', গাড়ি লক্ষ্য করে পাথর, ধুন্ধুমার কোচবিহারের খাগড়াবাড়িতে..
Cooch Behar Khagrabari Suvendu Convoy Attacked: শুভেন্দুর কনভয়ে হামলার অভিযোগ, তুলকালাম পরিস্থিতি কোচবিহারের খাগড়াবাড়িতে, কাঠগড়ায় তৃণমূল

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: শুভেন্দুর প্রতিবাদ কর্মসূচি ঘিরে তুলকালাম। বিরোধী দলনেতা শুভেন্দুর কনভয়ে হামলার অভিযোগ। গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয়েছে পাথর। লাঠি নিয়ে হামলা চালানোর অভিযোগ। বিরোধী দলনেতাকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান। NRC-র বিরোধিতায় পাল্টা কর্মসূচি তৃণমূলের। ধুন্ধুমার পরিস্থিতি খাগড়াবাড়িতে।
আরও পড়ুন , 'পিছনের সিটে বসব, প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেব..' ! লোকসভায় চিফ হুইপের পদে ইস্তফা দিয়ে ক্ষোভ উগরে দিলেন কল্যাণ
শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে
ভেঙে চুরমার বুলেটপ্রুফ গাড়ির কাচ, একের পর এক গাড়িতে পাথরবৃষ্টি। কনভয়ে থাকা পুলিশের গাড়ির কাচও অবশিষ্ট নেই। কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কারও হাতে তৃণমূলের পতাকা,কারও হাতে কালো পতাকা। বিরোধী দলনেতার গাড়ি ঘিরে চলল তুমুল বিক্ষোভ, স্লোগান। এদিন ভিনরাজ্যে বাঙালি হেনস্থা ও এনআরসি-র প্রতিবাদে কোচবিহারে মোট ১৯ টি জায়গায় সভা ছিল তৃণমূলের। একই সঙ্গে এদিনই কোচবিহারের এসপি ও প্রসাসনিক কর্তাদের সঙ্গে দেখা করার কথা ছিল শুভেন্দু অধিকারীর। খাগড়াবাড়িতে যে রাস্তা দিয়ে বিরোধী দলনেতার গাড়ি যাচ্ছিল, সেই রাস্তার পাশেই ছিল তৃণমূলের প্রতিবাদ সভা। সেখানে পুলিশ ব্যারিকেড করে রাখলেও তৃণমূল কর্মীরা ব্যারিকেডের বাইরে বেরিয়ে যায়। এরপরই শুভেন্দু অধিকারীর কনভয়ে চলে হামলা।
শুভেন্দুর কনভয়ে হামলা ! 'ওই গাড়িতেই ছিলেন নিশীথও'
পূর্বেই শুভেন্দু অধিকারীর এই কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। কিন্তু একইসঙ্গে তৃণমূল কংগ্রেসও পাল্টা কর্মসূচি ঘোষণা করেছিল। তাঁদের দাবি ছিল, যেহেতু ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের পাল্টা শিলিগুড়িতে বিজেপি কর্মসূচি করেছিল। তাই কোচবিহারে শুভেন্দু যেদিন যাবে, সেদিনই কোচবিহারের ১৯ টি জায়গায় কর্মসূচি নেয় তৃণমূল কংগ্রেস। শুভেন্দুর গাড়ি যখন খাগড়াবাড়ি মোড়ে আসে, তখন সেখানে তৃণমূল নেতা কর্মীরা উপস্থিত ছিল। মঞ্চ থেকে বক্ততা দেওয়া হচ্ছি। অভিযোগ, তাঁরাই দৌড়ে গিয়ে শুভেন্দুর কনভয়ের উপর হামলা চালায়। গাড়ির কাচ ভেঙে ফেলা হয়েছে। বিজেপির দাবি, হামলা হওয়া ওই গাড়িতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক দুজনেই ছিলেন।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















