Coochbehar News: ঝোপের মধ্যে থেকে ৩ বস্তা বোমা উদ্ধার, তুঙ্গে রাজনৈতিক তরজা
মাথাভাঙার বিজেপি বিধায়কের দাবি, পুরভোটের আগে অশান্তি পাকাতে বোমা মজুত করছে তৃণমূল। পাল্টা বিজেপির ঘাড়ে দায় চাপিয়েছে শাসকদল।
শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহারের মাথাভাঙায় বোমা উদ্ধার ঘিরে রাজনৈতিক তরজা। একটি ঝোপের মধ্যে থেকে ৩ বস্তা বোমা উদ্ধার হয়। সোমবার সেই বোমাগুলি নিষ্ক্রিয় করে বম্ব ডিসপোজাল স্কোয়াড। মাথাভাঙার বিজেপি বিধায়কের দাবি, পুরভোটের আগে অশান্তি পাকাতে বোমা মজুত করছে তৃণমূল। পাল্টা বিজেপির ঘাড়ে দায় চাপিয়েছে শাসকদল।
কোচবিহারের মাথাভাঙায় প্রচুর তাজা বোমা উদ্ধার! পুলিশ সূত্রে খবর, রবিবার বিকেলে মাথাভাঙার পচাগড়ে একটি ঝোপের মধ্যে থেকে ৯টি তাজা বোমা উদ্ধার হয়। সেখানেই পড়েছিল আরও তিন বস্তা ভর্তি তাজা বোমা। সোমবার সেই বোমাগুলি উদ্ধার করে সিআইডির বম্ব ডিসপোজাল স্কোয়াড।
ঘটনাস্থলে যান মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার অমিত বর্মা। পরে উদ্ধার হওয়া বোমা গুলি নিষ্ক্রিয় করা হয়। পুরভোটের আগে বোমা উদ্ধার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। একে অপরের বিরুদ্ধে বোমা মজুতের অভিযোগ তুলেছে তৃণমূল ও বিজেপি।
মাথাভাঙার বিজেপি বিধায়ক সুশীল বর্মন জানিয়েছেন, পুরভোট আসছে তৃণমূল এসব জড়ো করছে। তৃণমূল সন্ত্রাসের চেষ্টা করছে।
কোচবিহারের তৃণমূল নেতা পার্থপ্রতিম রায় জানিয়েছেন, বিজেপি আশান্তির জন্য এসব করছে। ভোটে আগে এসব করছে। কে বা কারা বোমাগুলি রেখে গেল তদন্ত শুরু করেছে মাথাভাঙা থানা।
সম্প্রতি মাঠে থাকা ড্রাম থেকে দশটি বোমা(Bombs) উদ্ধার ঘিরে শোরগোল পড়ে দেগঙ্গার(Deyganga) আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের মাঠপাড়া এলাকায়। স্থানীয়দের বক্তব্য, কোনও শিশু খেলতে খেলতে ওই প্লাস্টিকের ড্রামের কাছে গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।
প্রত্যক্ষদর্শী তথা স্থানীয় বাসিন্দা নইম মণ্ডল জানান, এদিন দুপুরে তিনি মাঠে ধানের বীজতলা তৈরি করবেন বলে জমি দেখতে যাচ্ছিলেন। সেই সময় জমির পাশে একটি আমবাগানে খড়ের মধ্যে প্লাস্টিকের ড্রাম দেখতে পান। এর পর ড্রামটি খুলে তাঁর 'চক্ষু চড়কগাছ' হয়ে যায়। তিনি লক্ষ্য করেন, ড্রামের মধ্যে পরপর দশটি তাজা বোমা রয়েছে। তিনি সাথে সাথে ঘটনাস্থল থেকে ছুটে গ্রামের লোকজনকে খবর দেন। এরপর গ্রামের লোক ঘটনাস্থলে গিয়ে বোমাগুলি দেখে হতবাক হয়ে যান।
খবর দেওয়া হয় দেগঙ্গা থানার পুলিশকে(Deyganga Police Station)। পুলিশ ঘটনাস্থলে এসে এই বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। তবে কে বা কারা এই বোমাগুলি রেখেছিল তা গ্রামবাসী স্পষ্ট করে বলতে পারছে না। আর এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়।