Coochbehar News: স্কুলের মিটার বক্সে আগুন, শিক্ষিকাদের তৎপরতায় অল্পের জন্য রক্ষা
জানা গিয়েছে, এদিন অর্থাৎ বৃহস্পতিবার প্রথম ক্লাসের পরই শিক্ষিকারা পোড়া গন্ধ অনুভব করেন। পোড়া পোড়া গন্ধ পেতেই তাঁরা বাইরে বেরিয়ে দেখেন স্কুলের মূল মিটার বক্স থেকে আগুন (Fire) বেরচ্ছে।
শুভেন্দু ভট্টাচার্য, তুফানগঞ্জ: তুফানগঞ্জের (Tufangung) ইলাদেবী গার্লস হাইস্কুলের মিটার বক্সে আগুন (Fire) লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। কোথাও আগুন লেগেছে অনুভব করতেই স্কুলের শিক্ষিকারা দেখেন মিটার বক্স আগুন লেগেছে। দমকলের একটি ইঞ্জিন দ্রুত এসে আগুন নেভায়। অল্পের জন্য রক্ষা পায় গোটা স্কুল।
ইলাদেবী গার্লস হাইস্কুলের মিটার বক্সে আগুন-
ইলাদেবী গার্লস স্কুলের সূত্র অনুযায়ী জানা গিয়েছে, এদিন অর্থাৎ বৃহস্পতিবার প্রথম ক্লাসের পরই শিক্ষিকারা পোড়া গন্ধ অনুভব করেন। পোড়া পোড়া গন্ধ পেতেই তাঁরা বাইরে বেরিয়ে দেখেন স্কুলের মূল মিটার বক্স থেকে আগুন বেরচ্ছে। আর সেখান থেকেই পোড়া গন্ধ আসছে। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেন তাঁরা। মুহূর্তের মধ্যে স্কুলের ছাত্রীদের মধ্যে এবং এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই স্কুল চত্বরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। দমকল আসতে আসতেই খুব সতর্কতার সঙ্গে স্কুল থেকে সমস্ত ছাত্রীদের বের করে নিয়ে আসা হয় বলে জানা গিয়েছে। এরপরই দমকলের একটি ইঞ্জিন আসে এবং বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল এবং শিক্ষিকাদের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেয়েছে গোটা স্কুল। দমকলের পক্ষ থেকে জানান হয়েছে যে, শট সার্কিট থেকেই মিটার বক্সে আগুন লেগেছিল।
আরও পড়ুন - Cooch Behar News : কোচবিহার তুফানগঞ্জে মূক ও বধির নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১
অন্যদিকে, দিন কয়েক আগেই প্রকৃতির তাণ্ডবে লন্ডভন্ড হয় কোচবিহারের (cooch behar) তুফানগঞ্জ (tufangung) ২ নম্বর ব্লকের রামপুর-সহ একাধিক গ্রাম। কয়েকদিন ধরেই কোচবিহারে চলছিল বৃষ্টি। রাত বাড়তে বৃষ্টি থামতেই শুরু হয় প্রবল ঝড়। গাছ উপড়ে দীর্ঘক্ষণ বন্ধ থাকে বারোবিশা-রামপুর রাজ্য সড়ক। ঝড়-বৃষ্টি থামতেই রাস্তা থেকে উদ্ধার হয় এক যুবকের মৃতদেহ (deadbody)। তাঁর কাছ থেকে মিলেছে আধার কার্ড ও ড্রাইভিং লাইসেন্স। তা থেকে জানা যাচ্ছে, মৃতের বাড়ি মহারাষ্ট্রের নানদেড় জেলায়। কিন্তু তিনি কেন এখানে এসেছিলেন, ঝড়-বৃষ্টির জেরেই কি তাঁর মৃত্যু হয়েছে? জানার চেষ্টা করছে পুলিশ। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক বাড়ি।