Howrah News: ফের চোখ রাঙাচ্ছে করোনা, হাওড়ার হাসপাতালে খোলা হল কোভিড ওয়ার্ড
হাসপাতাল সূত্রে খবর, করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য একটি ফ্লোর নির্দিষ্ট করা হয়েছে।
সুনীত হালদার, হাওড়া: ফের চোখ রাঙাচ্ছে করোনা। পরিস্থিতি মোকাবিলায় সরকারি হাসপাতালে খোলা হল কোভিড ওয়ার্ড। রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশিকা মোতাবেক প্রস্তুতি নিচ্ছে জেলা স্বাস্থ্য দফতর। সেই অনুযায়ী, হাওড়ার ঘুসুড়ির টি এল জয়সওয়াল হাসপাতালে খোলা হল কোভিড ওয়ার্ড।
ফের চোখ রাঙাচ্ছে করোনা: হাসপাতাল সূত্রে খবর, করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য একটি ফ্লোর নির্দিষ্ট করা হয়েছে। হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচরণ মণ্ডল জানান, “ফের করোনার সংক্রমন বাড়ছে। তবে তা আগের মতো মারাত্মক নয়।মৃত্যুর হার কম।তাই ভয়ের কোনও কারণ নেই। তবে করোনা মোকাবিলায় জেলা স্বাস্থ্য দফতর প্ৰস্তুত। সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।’’
উত্তর হাওড়ার টি এল জয়সওয়াল হাসপাতালে ৬০টি বেড রাখা হয়েছে। এর পাশাপাশি ১০ শয্যার ক্রিটিক্যাল কেয়ার ইউনিট খোলা হয়েছে।এছাড়া কোভিড পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও করোনা আক্রান্ত রোগী ভর্তি হয়নি। মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, করোনা নিয়ে আগের মতো ভয়ের কিছু না থাকলেও জ্বর সর্দি হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ইতিমধ্যেই করোনা নিয়ে নতুন গাইডলাইন প্রকাশ করেছে স্বাস্থ্য দফতর। করোনা মোকাবিলায় একাধিক বিষয় মেনে চলতে বলা হয়েছে ওই গাইডলাইনে।
করোনা নিয়ে স্বাস্থ্য দফতরের তরফে নতুন গাইডলাইনে বলা হয়েছে,
- ভিড় এলাকায় মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে
- বয়স্ক, বাচ্চা ও যাঁদের কোমর্বিডিটি আছে, তাঁদের ক্ষেত্রে ভিড় এলাকা এড়িয়ে চলতে হবে
- কাশি বা হাঁচি হলে রুমাল ব্যবহার করতে হবে
- গলায় সংক্রমণ ও জ্বর থাকলে করোনা পরীক্ষা করাতে হবে
- এক সপ্তাহ হোম আইসোলেশনে থাকার পরামর্শ
- শ্বাসকষ্টের সমস্যা বাড়লে হাসপাতালে যেতে হবে
- অ্যান্টিবায়োটিক বা কাফ সিরাপ চিকিৎসকের পরামর্শ মেনে তবেই খাওয়া উচিত
- সাবান ও স্যানিটাইজার দিয়ে হাত ধোওয়ার পরামর্শ
- প্রয়োজনে 14416 হেল্পলাইন নম্বরে ফোন করা যাবে
ফের করোনা আক্রান্তের মৃত্যু: ফের কলকাতায় করোনা-আক্রান্তের (corona patient death) মৃত্যু। বেলেঘাটা আইডি হাসপাতালে (Beliaghata ID Hospital) মারা যান দমদমের বাসিন্দা। তাঁর বয়স ৮০ বছর। স্বাস্থ্য় ভবন সূত্রে খবর, কোভিড নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন তিনি। গত কাল রাত ১১টা নাগাদ ৮০ বছর বয়সী ওই বৃদ্ধের মৃত্যু হয়। তাঁকে নিয়ে এই পর্যায়ে দ্বিতীয় কোভিড-আক্রান্তের মৃত্যু হয়েছে। ১৯ এপ্রিল তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। একাধিক কো-মর্বিডিটি ছিল তাঁর, খবর হাসপাতাল সূত্রে। আইডি সূত্রে আরও খবর, এই মুহূর্তে সেখানকার আইসিইউ-তে আরও পাঁচ জন চিকিৎসাধীন রয়েছেন যাঁদের অবস্থা সঙ্কটজনক। এঁদের প্রত্যেকেরই বয়স ষাটের উপরে।
আরও পড়ুন: Kolkata News: তীব্র গরমের মধ্যে লোডশেডিং, দায়ী মানুষের অসচেতনতা, মন্তব্য বিদ্যুৎমন্ত্রীর