CPM on Bayron Biswas : 'মেরুদণ্ডদহীন এক প্রাণী বিক্রি হয়ে গেল' বায়রনকে তীব্র আক্রমণ বিকাশরঞ্জনের
Bikash Ranjan Bhattacharya : বিকাশরঞ্জনের আক্রমণ 'মানুষ ভোট দিয়েছিল তৃণমূলের বিরুদ্ধে। কোনও নির্দিষ্ট ব্যক্তিকে নয় কিন্তু। তৃণমূলের বিরুদ্ধে। তাই জোটের প্রাসঙ্গিকতা নষ্ট হওয়ার কোনও প্রশ্নই নেই।'
কলকাতা : বামফ্রন্টের সমর্থনে কংগ্রেসের টিকিটে সাগরদিঘি উপনির্বাচনে (Sagardighi By-Election) জিতেছিলেন তিন মাস আগে। যে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে আক্রমণ শানিয়েছিলেন, সেই ঘাসফুল শিবিরেই যোগদান করলেন বায়রন বিশ্বাস (Bayron Biswas)। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচির মাঝে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে কংগ্রেসে থেকে কাজ করার 'অসুবিধা' সামনে তুলে ধরে খোঁচাও দিয়েছেন বায়রন। আর তাঁর যে বক্তব্য ঘিরেই বায়রন বিশ্বাসকে তীব্র আক্রমণ শানিয়েছে কংগ্রেস ও বামফ্রন্ট।
বাম শিবিরের রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যর (Bikash Ranjan Bhattacharya) তীব্র আক্রমণ, 'হাটে-বাজারে বিক্রি হওয়া কিছু মেরুদণ্ডহীন প্রাণী যেমন বিক্রি হয় তেমনই বিক্রি হওয়ার নমুনা দেখলাম আমরা। নরেন্দ্র মোদি-অমিত শাহ যে কাজ দেশব্যাপী করেন, তেমনটাই আমরা দেখলাম। জেতা বিরোধী দলের নেতাদের ভয় দেখিয়ে বা পয়সার বলে কিনে নেওয়া। বিজেপি ও তৃণমূল যে একইভাবে গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর, সেই প্রমাণই যেন ফের একবার দেখা গেল। '
বায়রন বিশ্বাসের জয়ে রাজ্য রাজনীতিতে সামনে উঠে এসেছিল 'সাগরদিঘি মডেল'। বাম ও কংগ্রেস শিবিরের হাতে হাত ধরে লড়াই হারিয়েছিল রাজ্যের শাসকদলকে। কিন্তু বায়রনের দলবদলে সেই সাগরদিঘি মডেল কি ধাক্কা খেল ? রাজ্য রাজনীতিতে ঘুরতে থাকা যে প্রশ্ন অবশ্য মানতে নারাজ বিকাশরঞ্জন ভট্টাচার্য। সিপিএমের রাজ্যসভার সাংসদের মতে, 'মানুষ ভোট দিয়েছিল তৃণমূলের বিরুদ্ধে। কোনও নির্দিষ্ট ব্যক্তিকে নয় কিন্তু। তৃণমূলের বিরুদ্ধে। তাই জোটের প্রাসঙ্গিকতা নষ্ট হওয়ার কোনও প্রশ্নই নেই। কোনও মেরুদণ্ডহীন প্রাণী যে বিক্রি হয়েছে, তাঁকে নিয়ে আলোচনা করতে চাই না। তবে এই প্রবণতা গণতন্ত্রের পক্ষে মারাত্মক খারাপ। মানুষ খেপে গেলে কিন্তু বায়রন বিশ্বাস হোক বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, কাউকেই মানবেন না।'
আরও পড়ুন- বায়রন বিশ্বাসকে তৃণমূলে স্বাগত, আমরা ভাঙার খেলায় বিশ্বাস করি না: অভিষেক
এদিকে, বিশ্বাসঘাতকতার অভিযোগ খারিজ করে বায়রন বিশ্বাসের দাবি, তৃণমূলেই ছিলাম। তিনি বলেন, ‘কংগ্রেসে কাজ করতে পারছিলাম না। আমি বারবারই তৃণমূলে ছিলাম’, দলবদলের পর মন্তব্য বায়রন বিশ্বাসের। ‘জেতার পরই বায়রন বলেছিলেন তৃণমূলে আসবেন। জেতার পর আমার সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছেন বায়রন’, দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। আমার জয়ে কংগ্রেসের কোনও অবদান ছিল না, দাবি বায়রন বিশ্বাসের। আরও একধাপ এগিয়ে বায়রনের বক্তব্য, 'আমি স্বেচ্ছায় এসেছি, কেউ কিনে আনেনি।'
আরও পড়ুন: বাড়িতে সহজ পদ্ধতিতে তৈরি করুন আমন্ড মিল্ক