SSC Recruitment Scam: ‘মুখ্যমন্ত্রীর নির্দেশেই কমিটি গঠন, দায় অস্বীকার করতে পারেন না তিনি’, SSC নিয়ে সরব সুজন
Sujan Chakraborty: শান্তিপ্রসাদ এবং অশোককুমারের বিরুদ্ধে মেধাতালিকায় রদবদল ঘটানোর অভিযোগ রয়েছে। প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও ৩০০-র বেশি সুপারিশপত্র ছাপানো হয়েছিল বলে অভিযোগ।
কলকাতা: স্কুল শিক্ষ নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) মামলায় জোড়া গ্রেফতারি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (CBI)। গ্রেফতার করা হয়েছে এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা এবং প্রাক্তন সচিব অশোককুমার সাহাকে। তা নিয়ে শোরগোলের মধ্যে এ বার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)দিকে আঙুল তুললেন সিপিএম-এর (CPM) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী এই কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন। তাই এর দায় অস্বীকার করতে পারবেন না তিনিও।
SSC উপদেষ্টা কমিটি গঠিত হয় মমতার নির্দেশেই, দাবি সুজনের
বুধবার শান্তিপ্রসাদ এবং অশোককুমারকে গ্রেফতার করে সিবিআই। এর পর এবিপি আনন্দের মুখোমুখি হয়ে সরাসরি মমতার দিকে আঙুল তোলেন সুজন। তিনি বলেন, ‘‘আমি শুধু মনে করিয়ে দিই, এঁদের নিয়ে কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন মুখ্য়মন্ত্রী স্বয়ং। ২৮ মার্চ প্রেস ক্লাবের সামনে থেকে। ফলে মুখ্যমন্ত্রী তাঁর দায় অস্বীকার করতে পারেন না। শিক্ষামন্ত্রক পারে না দায় অস্বীকার করতে। মুখ্যমন্ত্রী-সহ বাকিদের কী হয়, তার জন্য অপেক্ষায় থাকুন। কেউ ছাড়া পাবে না, নিশ্চিত।’’
শান্তিপ্রসাদ এবং অশোককুমারের বিরুদ্ধে মেধাতালিকায় রদবদল ঘটানোর অভিযোগ রয়েছে। প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও ৩০০-র বেশি সুপারিশপত্র ছাপানো হয়েছিল বলে অভিযোগ। তাই সুজনের বক্তব্য, ‘‘অনেক দেরি হল। এত সময় লাগবে কেন! ক্রিমিনাল অফেন্স করেছেন। কম বয়সের ছেলেমেয়েদের যোগ্যতা নিয়ে নয়ছয় করেছেন। চাকরি পাওয়ার কথা যাদের, তাদের দেওয়া হয়নি। সাদা খাতায় নম্বর দিয়েছেন। টাকার ব্যবস্থা করেছেন, সরকারকে টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্তা করেছেন। যারা পরীক্ষা দিয়ে পাশ করেছিল, তাদের নিয়োগ কবে হবে? বেআইনি নিয়োগ খারিজ হবে কবে?’’
পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) যখন রাজ্যের শিক্ষামন্ত্রী, তাঁর অনুমোদনেই এসএসসি-র পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটি গঠিত হয়। সেই সময়ই এই কমিটি নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। বিশেষ করে আন্দোলনকারীদের ধর্নামঞ্চে মমতার একটি মন্তব্য নিয়ে প্রশ্ন ওঠে। সেই সময় মমতাকে বলতে শোনা যায়, ‘‘আমি পার্থদাকে বলেছিলাম। পার্থদা পাঁচ জনের একটা কমিটি তৈরিও করেছিল। আমি পার্থদাকে বলব এমন একটা রাস্তা বার করুন। আপনাদের দাবিদাওয়া পাঁচ জনের কাছে দেবেন...।’’ তাই ওই কমিটি গঠনের পিছনে কার কী ভূমিকা ছিল, তা নিয়েই এখন সরব হয়েছেন বিরোধীরা। আর তাতে সরাসরি মমতার দিকে আঙুল তুলছেন সকলে।
কমিটির নিয়ন্ত্রণ তাঁর হাতে ছিল না বলে দাবি করেছেন পার্থ
এই মামলায় আগেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হয়েছেন পার্থ । তাঁর অনুমোদনেই এসএসসি-র উপদেষ্টা কমিটি গঠিত হয়। কিন্তু তদন্তকারীদের পার্থ জানান, তিনি শুধু কমিটি গঠনের জন্য অনুমোদনপত্রে তিনি শুধু স্বাক্ষর করেছিলেন। বাকি কিছু জানা নেই তাঁর। এি কমিটি তাঁর নিয়ন্ত্রমে ছিল না।